সহজ লোকের মতো

সুমন চৌধুরী এর ছবি
লিখেছেন সুমন চৌধুরী (তারিখ: মঙ্গল, ০৭/০৮/২০০৭ - ৭:৪৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

তো এই হইলো ঘটনা।

রটনার রমরমা বাজারে
হাজারে দশের এক
চেক-রিচেকের মনোহরি
হরিবোল ছাপায়
টেক-রিটেক রবাহুত
পাললিক সন্ন্যাস,
সমাবেশে বিন্যাস
ঠেসে
কায়-ক্লেশে
টেঁসে যাওয়া
অকালবোধন।


মন্তব্য

সবুজ বাঘ এর ছবি

তারপর চইলা আসে সকালের চোদন।
ভাই এবং বেরাদারগণ, রীতিমতো পুচ্ছ সামলে
মেরে দেয় ভুতুমের যৌবন।
মৌবন ফুরিয়ে গেলে
মাছিউ আর বিনবিন করে না।
সন্যাশ আসে কুকুরের পেটে
মাল সামালা আগাপাশতলা ঘেটেঘুটে।

সুমন চৌধুরী এর ছবি


.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

অতিথি লেখক এর ছবি

সত্য কথা। সাখাওয়াৎ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।