২৫ আগস্ট

সুমন চৌধুরী এর ছবি
লিখেছেন সুমন চৌধুরী (তারিখ: শনি, ২৫/০৮/২০০৭ - ৮:৫৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

৫ দিন ধরে ক্রমাগত ভাবছি
ভাবছি আর বাল ছিড়ছি
ছেঁড়ার মতো আর কিছু
আপাতত বিনা পয়সায় পাচ্ছি না

বাজারের কোষ্ঠিতে টৈটুম্বুর;
কাৎ হতেই ছলকে পড়ে
ত্রাহি ত্রাহি পরিসংখ্যান
ডানে বামে চালানের খুশবু,
ব্রহ্মতালুতে ঝুমুর ঝুমুর
টাপুর-টুপুর
বোকাচোদাদের রক্ত ঝরে।
রেডিও ফেলে মোবাইল টিপি
কামোদ্দীপক আনকোরা সেট
রগড়ে দিচ্ছি
রগড়ে দিচ্ছি
পাবার লোককে পাচ্ছে না-

৫ দিন ধরে ক্রমাগত ভাবছি
ভাবছি আর বাল ছিড়ছি
ছেঁড়ার মতো আর কিছু
আপাতত বিনা পয়সায় পাচ্ছি না


মন্তব্য

প্রকৃতিপ্রেমিক এর ছবি

ছি বদ্দা, আপনি এত খারাপ!

সুমন চৌধুরী এর ছবি

এতো সবে কলির সন্ধ্যে...
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

হিমু এর ছবি

ভাবনা শেষ হতে হতে আলিফ লায়লা ওয়া লায়লা।


হাঁটুপানির জলদস্যু

সুমন চৌধুরী এর ছবি


.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

নজমুল আলবাব এর ছবি

যাক আপনার অন্তত ছেড়ার কিছু একটা আছে। আমাগোতো সেইটাও নাই... সব আমরা এখন নপুঙসক হয়ে যাব... সব... নয়ত মৃত্যু

ভুল সময়ের মর্মাহত বাউল

ইশতিয়াক রউফ এর ছবি

ছেঁড়ার মতো আর কিছু
আপাতত বিনা পয়সায় পাচ্ছি না

হো হো করে হাসছি শুধু এটা পড়ার পর থেকে।

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

আমিও এখন ভাবছি
বিনা পয়সায় কী কী পাচ্ছি?
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

মুহম্মদ জুবায়ের এর ছবি

নজমুল আলবাবের কথাটাই আমার মাথায় ঘুরছিলো। দেশের বাইরে যারা তাদের ছেঁড়ার মালিক তারা নিজেরা, দেশের ভেতরে যারা তাদেরটা তো ছিঁড়ছে অন্য কেউ।

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

ঝরাপাতা এর ছবি

হুম..


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

হাসান মোরশেদ এর ছবি

অসহায়
-----------------------------------
'আমি ও অনন্তকাল এইখানে পরস্পর বিস্ময়ে বিঁধে আছি'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

সৌরভ এর ছবি

কী আর করা "ছেড়া" ছাড়া?



আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি


আবার লিখবো হয়তো কোন দিন

সুমন চৌধুরী এর ছবি

সবাইকে ধন্যবাদ।
বালও শেষ হইবো শিগগির তখন কি ছিড়ুম?
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

সৌরভ এর ছবি

বদ্দার শেষ কমেন্টে জাঝা।
হাসতেই আছি।



আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি


আবার লিখবো হয়তো কোন দিন

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।