স্মৃতি ঘাটতে ঘাটতে একেক সময় প্লটের ছড়াছড়ি দেখি। এরমধ্যে একটু ইয়ে গুলিই উপাদেয়। কিন্তু গোল বাধে প্লটে বাড়িঘর তুলতে গেলে। ইটের উপর ইট তুলতে নাভিশ্বাস উঠে যায়, একসময় ক্লান্তিতে চিৎকাইৎ হই, গপ্প আর লেখা হয় না। কোন একসময় লিখবো ভেবে তাই টুকে রাখছি "টুকরো টুকরো লেখা" সিরিজে।
এরকমই একটা স্মৃতি আজকে দুপুর থেকে মাথায় ঘুরছিল। ২০০৪ সালের ডিসেম্বর মাস। সেবার প্রচন্ড ঠান্ডা পড়েছিল। শহরের পশ এলাকার একটি ডর্মে স্টুডেন্টস পাটি থেকে আরো দুজন বাংলাদেশী ছাত্রসহ রাত সাড়ে বারোটার দিকে হেঁটে বাড়ি ফিরছিলাম। হঠাৎ মোড়ে হার্ডব্রেক করে একটা ওপেল আমাদের থামালো।
জানালা দিয়ে গলা বাড়িয়ে এক ধবধবে আরব জিজ্ঞাসা করলো,"Assalamuwalaikum! Seid ihr Moslems?(তোমরা কি মুসলামান)"
আমরা মাথা নেড়ে বললাম, হ্যা।
- Alhamdulillah! Wir suchen einen Puff.Weisst ihr wo?(আমরা মুন্সীপাড়া খুজছি। কোনদিকে বলতে পারো?)
আমি জিজ্ঞাসা করলাম পুফ মানে কি? এক আরব ভাই আঙ্গুলের অ্যাক্রোব্যাট দিয়ে বুঝিয়ে দিলেন। বললাম, না চিনি না।
গাড়ি চলে গেলে তিনজন পেটে হাত দিয়ে হাসতে হাসতে এগোচ্ছিলাম। হঠাৎ সেই গাড়ি আবারো পাশ দিয়ে যেতে যেতে আমাদের হাত নেড়ে জানিয়ে দিলো, পাইছি!
পরেরদিন আমার লিবিয়ান কলিগকে বললাম ঘটনা। বললো আরবরা একদিক থেকে ভালো। তারা নাকি মুসলিমদের কাস্টমার হয় না। আমি বললাম, অ্যা!
মন্তব্য
অ্যা!
-----------------------------------
'আমি ও অনন্তকাল এইখানে পরস্পর বিস্ময়ে বিঁধে আছি'
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
মজা পাইসি!
তাইলে কি আপনাকে এখন থেইকা মুন্সী বদ্দা ডাকতে হইব ?
______ ____________________
suspended animation...
হা হা হা ,,,মুন্সীপাড়া ,,, হাসতেই আছি
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
প্লট নিয়ে আর কতো? এবার ঘরবাড়ি চাই।...
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
বানামু। হাতে এই মুহুর্তে আছে কিছু ভাঙ্গা ইটা। রড খুজতাছি...
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
মুন্সি পাড়া? হা হা হা। সিরাম মজা।
ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
নতুন মন্তব্য করুন