অসুন্দর গুপ্তর সাথে বহুদিন পরে দেখা এমএসএন এ। অনেকদিন এদিকে ওদিকে ফুরিয়ে কোন না কোনভাবে ভাত জুটাই দুজনেই। কিভাবে কেউ আর জানতে চায় না। অনেক কথা হলো। পুরাতন কিংবা প্রাচীন। সবশেষ লেখা থেকে গেঁটে বাত।
পুরনোরা কে কোথায় এইসব বালছাল। তারপর কথা ফুরোলে হাড়িতে হাত পড়ে। জীবনে তিনের দুই পেরিয়ে দুজনেই বুঝি, পরস্ত্রী বলে কিছু নেই।
মন্তব্য
কথা সত্যি বদ্দা। পরস্ত্রী বলতে কিছু নেই, জগতের সকল নারীই স্বীয় স্ত্রী!
কি মাঝি? ডরাইলা?
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
হিমুরে লইয়া মৌজেই আছেন তাহলে? করেন করেন, আপনাদেরই দিন। রাত বাজে ৩:১৭, বসে বসে হোমওয়ার্ক করি!!!
কি মাঝি? ডরাইলা?
হে হে হে!
ঠিকাছে বদ্দা!
ভাল আছি, ভাল থেকো।
ভাল আছি, ভাল থেকো।
সাধু! সাধু!!
পরস্ত্রী বলে কিছু নেই, আছে স্বীয়স্ত্রী... সেটাই সব সমস্যার মূল
যায় ভেসে যায় স্বপ্ন বোঝাই, নৌকা আমার কাগজের...
আমার নাই
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
আমারো
যায় ভেসে যায় স্বপ্ন বোঝাই, নৌকা আমার কাগজের...
পরস্ত্রী না থাকলে কি থাকে মনে হয়?
স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...
স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...
শুধু নানারকম মানুষ থাকে ।
যাউকগা। এই প্রসংগে পরশুরামরে কোড করি
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
অসুন্দর গুপ্ত তেলে মরে নাই?
না আর কেমনে?
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
-----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
নতুন মন্তব্য করুন