বোধ

সুমন চৌধুরী এর ছবি
লিখেছেন সুমন চৌধুরী (তারিখ: মঙ্গল, ১১/০৯/২০০৭ - ১:৫৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

অসুন্দর গুপ্তর সাথে বহুদিন পরে দেখা এমএসএন এ। অনেকদিন এদিকে ওদিকে ফুরিয়ে কোন না কোনভাবে ভাত জুটাই দুজনেই। কিভাবে কেউ আর জানতে চায় না। অনেক কথা হলো। পুরাতন কিংবা প্রাচীন। সবশেষ লেখা থেকে গেঁটে বাত।
পুরনোরা কে কোথায় এইসব বালছাল। তারপর কথা ফুরোলে হাড়িতে হাত পড়ে। জীবনে তিনের দুই পেরিয়ে দুজনেই বুঝি, পরস্ত্রী বলে কিছু নেই।


মন্তব্য

দ্রোহী এর ছবি

কথা সত্যি বদ্দা। পরস্ত্রী বলতে কিছু নেই, জগতের সকল নারীই স্বীয় স্ত্রী!


কি মাঝি? ডরাইলা?

সুমন চৌধুরী এর ছবি

দেঁতো হাসি
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

দ্রোহী এর ছবি

হিমুরে লইয়া মৌজেই আছেন তাহলে? করেন করেন, আপনাদেরই দিন। রাত বাজে ৩:১৭, বসে বসে হোমওয়ার্ক করি!!!


কি মাঝি? ডরাইলা?

মাশীদ এর ছবি

হে হে হে!
ঠিকাছে বদ্দা!
চোখ টিপি


ভাল আছি, ভাল থেকো।


ভাল আছি, ভাল থেকো।

অমিত আহমেদ এর ছবি

সাধু! সাধু!!
পরস্ত্রী বলে কিছু নেই, আছে স্বীয়স্ত্রী... সেটাই সব সমস্যার মূল খাইছে


একটা ঝলসে যাওয়া বিকেল বেলা, একটা লালচে সাগরের জলে
যায় ভেসে যায় স্বপ্ন বোঝাই, নৌকা আমার কাগজের...

সুমন চৌধুরী এর ছবি

আমার নাই দেঁতো হাসি
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

অমিত আহমেদ এর ছবি

আমারো চোখ টিপি


একটা ঝলসে যাওয়া বিকেল বেলা, একটা লালচে সাগরের জলে
যায় ভেসে যায় স্বপ্ন বোঝাই, নৌকা আমার কাগজের...

ভাস্কর এর ছবি

পরস্ত্রী না থাকলে কি থাকে মনে হয়?


স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...


স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...

সুমন চৌধুরী এর ছবি

শুধু নানারকম মানুষ থাকে ।

যাউকগা। এই প্রসংগে পরশুরামরে কোড করি


নিজস্ত্রী সলজ্জা হইবে, পরস্ত্্রী নির্লজ্জা হইবে - রসজ্ঞজনের ইহাই অভিমত
....
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

সবুজ বাঘ এর ছবি

অসুন্দর গুপ্ত তেলে মরে নাই?

সুমন চৌধুরী এর ছবি

না আর কেমনে?
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

হাসান মোরশেদ এর ছবি

হাসি
-----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।