এইটা আমাদের মানে আমার আর হিমুর সাম্প্রতিক আবিষ্কার। গত ২ অক্টোবর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আৎখা খেয়াল পরের দিন সরকারী ছুটি , সবকিছু বন্ধ। ১৭ বছর আগে জোড়া লাগছিল পূর্ব আর পশ্চিম জার্মানী। সেই খুশিতে সবাই বাজার খালি কইরা ফালাইছে সন্ধ্যা হইতে না হইতে। প্লুসে (প্লুস হইলো গরীব মাইনসের শৃংখল বিপণী) গিয়া প্যাকেট দুই সসেজ আর ডিম ছাড়া আর শুধু বীয়ার পাওয়া গেল। এদিকে লাগছে সেরম খিদা। ভাবছিলাম মাংস ভুনা-টুনা কৈরা একটা পরিস্থিতি করুম ছুটির দিনে এখন এই উত্তরাধুনিক সমন্বয় ছাড়া আর উপায় নাই। সুতরাং সৃষ্টিশীল হৈতে হৈল। লিটার খানেক বীয়ারে পেটে গিয়া মাথা থিকা বাইর হৈল পরিস্থিতির প্রকৃত মোকাবিলা।
মোকাবিলার মালসামান নিম্নরূপ :
প্রস্তুত প্রণালী :
সসেজ কাটেন অতিশয় মিহি কৈরা। ডিম ফেইটা রাখেন লবণ দিয়া। চুলায় তাওয়া গরম করেন মাঝারি আঁচে অনেক্ষণ ধইরা। তারপর পিয়াইজের কুঁচি দেন। দিয়া লাড়েন। বর্ণান্তর দেখা দেওয়া মাত্র কাঁচামরিচের কুঁচি দিয়া আরেক্টু লাইড়া জিরা আর হলুদ ছড়াইয়া দেন। লাড়ার উপরে একমিনিট। এইবার আগে দেন সসেজ তারপর পুরা তাওয়া ভইরা ছড়াইয়া দেন ডিম। এইবার দাড়াইয়া থাকেন মিনিট তিনেক। গোটা তিন চুমুক দেন বীয়ারে (অন্য পানীয়ও হৈতারে)।
তারপর উল্টান। সসেজ থিকা তেল বাইর হৈয়া রান্নাঘর গান্ধা হইতে থাকবো। মোটামুটি গান্ধা হইলে মাঝারি সাইজের একটা পিজার প্লেটে নামাইয়া ফালান।
তৈরী হৈল আজকের মোকাবিলা - "ডিম-মঝার!"
মন্তব্য
প্রস্ট উন্ড গুটেন আপেটিট!
××××××××××××××××××××××××××××××××××××××××××××
পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?
পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?
এবেন ফালস্
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
বুচ্ছি তুমাগো থিকা দুরে থাকন লাগবো ।
নীড়পাতা.কম ব্লগকুঠি
কারণ কি?
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
আরামেই আছেন দেখি দুইজনে মিলে!
কি মাঝি? ডরাইলা?
উইকেন্ড গেলেগাই হারাম...
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
এইটা খায় না মাথায় দেয়?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর
অ্যাঁ!
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
বদ্দা আর হিমী ভাইকে ব্যান করা হউক।
এনারা খালি খাবারের কথা কয়।
মানি না, মানবো না।
আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি
আবার লিখবো হয়তো কোন দিন
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
বদ্দার রান্নাবান্না সিরিজ নিয়ে নতুন বe খোলা হোক। এমন রসালো বিবরণ সঞ্জীব কাপুর ৭ জনমেও পারবে না।
খাইছে...
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
তুমার সিন কি? দেহা নাই ক্যান?
বইসা বইসা দৌড়ের উফর।
আইজকা আবারো খাওন নাগবো ডিম-মঝার।
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
নতুন মন্তব্য করুন