যতই সুষম হতে চাই
কুঁচকির টানে পরিধি ঢেউটিন ;
কৌপিনের নীচে -
কেলভিন ক্লাইনের গূঢ় রসায়ন,
ফসফরাস আয়নের মকরক্রান্তি;
অথাৎ উপ-আঞ্চলিক সমাবেশে
হেজিমনিক ক্রাইসিস ।
একপিস কাঁচামরিচ খাই কচ কচ করে ;
জ্বরের উপর ভালো রোচে, তেতে ওঠে চাঁদি
এজলাসে হুটোপুটি বাদির তমাক
গৌড়িয় সাধু গোনে বিবর্তন আদি
মন্তব্য
সর্বনাশের ছেলে মিতিজাম,
পিথিমীর ধুনফুন পিথীমিতেই যাবে মরে।
অন্য কুনোখানে মরতে দিবো না কেউ.....
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
নতুন মন্তব্য করুন