কাক

সুরঞ্জনা এর ছবি
লিখেছেন সুরঞ্জনা (তারিখ: সোম, ২৮/০৬/২০১০ - ৮:৩৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

দিনটা যেন
কেমন কেমন
ঝাপসা কাচের চশমা যেমন।
গাছগুলো
সব কুয়াশামোড়া,
ধোয়ায় ভরা বোতলে পোরা।
ভিজছে মানুষ
ভিজছে বাড়ি
ভিজছে নিযুত-হাযার গাড়ি,
আলুথালু বেশে সানশেডে কাক
বৃষ্টি-দিনের ছবি হয়ে থাক।


মন্তব্য

সুলতানা পারভীন শিমুল এর ছবি

ছড়াটার নাম 'কাক' ছাড়া আর কি কিছু হতে পারতো? চিন্তিত

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

সুরঞ্জনা এর ছবি

নামকরণের ব্যাপারে ভয়ংকর রকমের নান্দনিকতার অভাব আমার, হেহ খাইছে
মন্তব্যের জন্যে ধন্যবাদ।
............................................................................................
স্বপ্ন শুধু সত্য আর সত্য কিছু নয়

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

'বৃষ্টিদিন'
আজকের দিনটা আসলেই কেমন জানি গেছে...

ভাল লাগল পড়তে। চলুক
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

সুরঞ্জনা এর ছবি

তাই না তাই না?
সারাদিন এমনই থাকল শেষ-মেশ।
নামটা ভাল হয়েছে।

ধন্যবাদ। হাসি
............................................................................................
স্বপ্ন শুধু সত্য আর সত্য কিছু নয়

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

অতিথি লেখক এর ছবি

অভিনন্দন সুরঞ্জনা!
ছড়াকারের দলে যোগ দেয়ার জন্য (নাকি আগে থেকেই ছড়া লেখেন?)!
সুন্দর প্রাসঙ্গিক আইডিয়া।
কিছু সমস্যা আছে মাত্রার। ঠিক করে নিলে ভাল শোনাবে।
ছড়া মানেই হলো অন্ত্যমিল আর মাত্রার খেলা। একটু কম বেশি হলো তো শ্রুতকটু লাগে।

প্রথম চার লাইন ঠিক আছে। তবে পরের অংশে গিয়ে মাত্রা কেটে গেছে। কেমন কেমন চার মাত্রা কিন্তু কুয়াশামোড়া পাঁচ মাত্রা।
ধোয়ায় ভরা বোতলে পোরা এখানেও এক মাত্রা বেশি।
হাযার> হাজার

শেষের দুলাইনে তাল কেটে গেছে।
এভাবে ঠিক করা যায়-
আলুথালু ভিজছে যে কাক
বৃষ্টি দিনের ছবিটি থাক!

জহিরুল ইসলাম নাদিম

নারায়ণ গুহ এর ছবি

আমি আপনার সাথে একমত যে সুরঞ্জনা হকের ছড়াটি ত্রুটিমুক্ত নয়। কিন্তু ছড়ায় মাত্রার ভূমিকা বিষয়ে আপনার ধারণা তাত্ত্বিকভাবে সঠিক হলেও প্রায়োগিকভাবে সব সময় নয় বলেই মনে হয়।

আপনার দেয়া সমান মাত্রার ভার্সনটা বিশ্লেষণ করা যাক।

আলুথালু ভিজছে যে কাক
বৃষ্টি দিনের ছবিটি থাক!

এখানে ‘আলুথালু’ থেমে থেমে পড়লে ঠিক আছে। কিন্তু হড়বড় করে পড়লে (পাঠক সেভাবে পড়তেই পারে)? দ্বিতীয় লাইনটা কিছুতেই যাচ্ছে না, তাই না? তাই বলি, দু’টি চরণের মাত্রাসংখ্যা সমান থাকলেও ছন্দে ভুল থাকতে পারে, আবার মাত্রাসংখ্যা সমান না থাকলেও ছন্দ নিখুঁত হতে পারে।

নিচের লাইনগুলিতে মাত্রার গড়বড় আছে না? তবে সুকুমারের ছন্দে ত্রুটি আছে?

খাই খাই কর কেন, এস বস আহারে-
খাওয়াব আজব খাওয়া, ভোজ কয় যাহারে

অথবা

আরে আরে জগমোহন- এস, এস, এস-
বলতে পার কোথায় থাকে আদ্যানাথের মেসো ?

অথবা

আবার দেখ ! এরই মধ্যে হাই তোলবার মানে কি ?
আকাশপানে তাকাস্‌ খালি, যাচ্ছে কথা কানে কি ?

অতিথি লেখক এর ছবি

শুভেচ্ছা আপনাকে। তবে মাত্রা ঠিক বা বেঠিক তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তা পড়তে গিয়ে কানে কেমন শোনাচ্ছে। সুকুমারের ছড়া গুলো পড়তে কোথাও আটকায় না--এখানে যেমন আটকেছে।

স্পর্শ এর ছবি

নারাহন গুহ ছন্দ নিয়ে একটা পোস্ট দেবেন কি? এসব বিষয়ে আমার খুব আগ্রহ। কিন্তু ফর্মালি কোথাও তেমন কিছু লেখা পাইনি। ছন্দ নিয়ে একটা বই কিনেছিলাম। কিন্তু সেটা কেউ বুঝিয়ে না দিলে বোঝা মুশকিল। অপেক্ষায় রইলাম। হাসি


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

সুরঞ্জনা এর ছবি

ইয়ে... ইয়ে, মানে...

ধন্যবাদ মন্ত্যবের জন্যে। হাসি
............................................................................................
স্বপ্ন শুধু সত্য আর সত্য কিছু নয়

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

আনন্দী কল্যাণ এর ছবি

"কাক" নামটা পছন্দ হইল, ছড়াখানাও হাসি

সুরঞ্জনা এর ছবি

অনেক ধন্যবাদ। হাসি

আমি আপনাকে খুঁজছি অনেকদিন ধরে। আপনার সাথে যোগাযোগের উপায় জানি না। আমার মেইল অ্যাড্রেস জানিয়ে দিচ্ছি তাই-

আপনার সময় ও সুযোগ হলে, যোগাযোগ হবে একদিন। হাসি
............................................................................................
স্বপ্ন শুধু সত্য আর সত্য কিছু নয়

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

অতিথি লেখক এর ছবি

বাহ চলুক চলুক চলুক

_____________________
বর্ণ অনুচ্ছেদ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।