ছড়ায়িত বারতা

সুরঞ্জনা এর ছবি
লিখেছেন সুরঞ্জনা (তারিখ: বুধ, ২৫/০৮/২০১০ - ৯:৫৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

 

ব্লগে ব্লগে তাহাদের বহু আনাগোনা,

ভদ্র ভাষায় চলে রম্য রচনা।

সময়েতে শুরু হয় রহস্যের আলাপ

চাঁদ-তারা অঙ্কিত বিবিধ প্রলাপ।

হয়তো আমরা ভাবি

উত্তর কী দিমু...?

আর ছাগু ধরে ছেঁচে দেয় সচলের হিমু।


মন্তব্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

শুভ জন্মদিন হিমু। কয়দিন ফেইসবুকে ঢুকতে পারিনি বলে শুভেচ্ছা জানাতে পারিনি।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

তাসনীম এর ছবি

শুভ জন্মদিন হিমু

+++++++++++++++++++++++++++++++++++++++++
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

প্রকৃতিপ্রেমিক এর ছবি

হিমুর জন্মদিন নাকি? শুভ হোক আপনার জন্মদিন।

মাসকাওয়াথ আহসান এর ছবি

হিমুর লেখার ভ্রমণ দীর্ঘতম হোক। বলিষ্ঠ সেঞ্চুরীর প্রত্যাশা রইলো।

যুদ্ধাপরাধীদের বিচার এখনি,নইলে কোন দিন নয়।

তিথীডোর এর ছবি

'শুভ জন্মদিন' হিম্ভাই! (তালিয়া)

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

অতিথি লেখক এর ছবি

উত্তর কী দিমু...?

আর ছাগু ধরে ছেঁচে দেয় সচলের হিমু।


মজা পাইলাম।
শুভ জন্মদিন হিমু ভাই।

এলেবেলে

অতিথি লেখক এর ছবি

শুভ জন্মদিন হিম্ভাই... হাসি

"চৈত্রী"

অতিথি লেখক এর ছবি

হিম্ভাইকে জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা।

ছেঁচা পর্ব জারি থাকুক।

---- মনজুর এলাহী ----

শাহেনশাহ সিমন এর ছবি

জন্মদিনে শুক্না কাথার শুভেচ্ছা
_________________
ঝাউবনে লুকোনো যায় না

_________________
ঝাউবনে লুকোনো যায় না

খেকশিয়াল এর ছবি

শ্রুভ্র জ্রন্ম্রদ্রিন

------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

অতিথি লেখক এর ছবি

সবাই ম্যালা কথা কইয়ালাইসে,আমি আর কী কমু?

এইবেলা পয়দা দিবসের শুভেচ্ছা বরাহশিকারী হিমু...হাসি

অদ্রোহ।

সংসপ্তক এর ছবি

সুরঞ্জনা হক লিখেছেন:

হয়তো আমরা ভাবি

উত্তর কী দিমু...?

আর ছাগু ধরে ছেঁচে দেয় সচলের হিমু।

ব্রাভো!
শুভ জন্মদিন হিমুভাই!
ছাগুছেঁচা জারি থাকুক!

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

রণদীপম বসু এর ছবি

আরে আরে ! শুকনা কাঁথার মতো জন্মদিন পারোইয়া যায় দেখি !
জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা হিমু। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।

আজ 'জাতীয় সম্পদ রক্ষা দিবস' !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

সবুজ বাঘ এর ছবি

জর্মদিন শুভ হোক, বিজ্ঞানমনস্ক হোক।

শুভাশীষ দাশ এর ছবি

ষূভো জম্মদিন।

---------------------------------------------------------------
অভ্র আমার ওংকার

অনিন্দ্য রহমান এর ছবি

শুভ জন্মদিন কমরেড
___________________________
Any day now, any day now,
I shall be released.


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

অতিথি লেখক এর ছবি

ধার ধার ধার দিও বল্লমে

শুধু বল্লমে নয়, আপনার কল্লমেও (ওহ্‌ সরি, কলমে) আসুক অশেষ ধার। চিন্তা শানিত হোক নতুন নতুন ধারনায়, তবে শানানোর আগে 'পাইন' মারতে ভুলবেন না যেনো (শানানোর আগে কামারখোলায় লোহা পুড়িয়ে পিটানোকে পাইন মারা বলে বলেই জানি)। সবশেষে বলছি-

হিমু ভাই
আরো চাই
হিমু ভাই
আরো চাই ..................

জন্মদিন অনেক শুভ হোক। সবসময় ভালো থাকেন।

রাতঃস্মরণীয়

সজারু এর ছবি

ওহে ছাগু-ছ্যাচা হিমু!
শুভ জন্মদিন!
_________________________

সর্বাঙ্গ কন্টকিত-বিধায় চলন বিচিত্র

_________________________

সর্বাঙ্গ কন্টকিত-বিধায় চলন বিচিত্র

অতিথি লেখক এর ছবি

শুভ জন্মদিন হিম্ভাই।

পলাশ রঞ্জন সান্যাল

জাহামজেদ এর ছবি

বাংলাদেশে এখন রাত, তাই আপাতত রাতেরটা দেই...শুভ জন্মরাত... দিনেরটা কাইলকা দিমু...

_____________________________
বৃষ্টির মধ্যে রোদ হয়ে তুই
পাতার গায়ে নাচ
কষ্টের রঙে সুখ হয়ে তুই
আমার মাঝে বাঁচ...

__________________________________
মরণের পরপারে বড় অন্ধকার
এইসব আলো প্রেম ও নির্জনতার মতো
__________________________________

অমিত এর ছবি

জন্মদিনের শুভেচ্ছা

মুস্তাফিজ এর ছবি

শুভ জন্মদিন "পিঠাপিঠি ভাই"*

*কপিরাইট হিমু

...........................
Every Picture Tells a Story

কৌস্তুভ এর ছবি

হিম্ভাইকে হেপি বাড্ডে। ছড়া ভাল হৈসে।

অবাঞ্ছিত এর ছবি

সুন্দরী সুন্দরী সব ললনাদের কামার্ত চুম্বনে ভরে যাক আপনার দিন-রাত, সময়-অসময়, অঙ্গ-প্রত্যঙ্গ।

শুভ জন্মদিন হাসি
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

স্বাধীন এর ছবি

শুভ জন্মদিন হিমু।

আনন্দী কল্যাণ এর ছবি

শুভ জন্মদিন হিমুভাই।

বরাহশিকার জারি থাকুক।

লুৎফর রহমান রিটন এর ছবি

জন্মদিনে অনেক অনেক শুভ কামনা হিমু।

হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!

মহাস্থবির জাতক এর ছবি

Bon anniversaire, Monsieur Azad!
_______________________________
খাঁ খাঁ দুপুরে, গোধূলিতে আর রাতে বুড়ি পৃথিবী
কেবলই বলছে : খা, খা, হারামজাদা, ছাই খা!

(ছাই: মণীন্দ্র গুপ্ত)

_______________________________
খাঁ খাঁ দুপুরে, গোধূলিতে আর রাতে বুড়ি পৃথিবী
কেবলই বলছে : খা, খা, হারামজাদা, ছাই খা!

(ছাই: মণীন্দ্র গুপ্ত)

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

শুভ জন্মদিন হিমু! দীর্ঘায়ু হোন, আনন্দে থাকুন, সুস্থ্য থাকুন। আর এই বছর শেষ হবার আগেই জীবিত থেকে বিবাহিত হোন।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

স্পর্শ এর ছবি

শুভ জন্মদিন হিমু ভাই।


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

অতিথি লেখক এর ছবি

সুরঞ্জনা হকের কবিতাটি পড়ে ভালো লাগলো। বিশেষ করে ছাগুদের ছেঁচার ব্যপারটা। জন্মদিনের শুভেচ্ছা জানানোর এই পদ্ধতিটাও ভালো লাগলো। আমিও জন্মদিনের শুভেচ্ছা জানাবার একটা সুযোগ পেলাম।

শুভ জন্মদিন!
হিমুর জন্য অনেক অনেক শুভেচ্ছা!

--আরিফ বুলবুল

সুমন চৌধুরী এর ছবি

ঠিকাছে।

শুভ জন্মদিন!!!



অজ্ঞাতবাস

কী কমু [অতিথি] এর ছবি

শুভ জন্মদিন হিমু। আনন্দে কাটুক সারাটি দিন। পরের লেখার জন্য আমরা সাগ্রহে অপেক্ষা করছি। ডায়াপার বদলে তাড়াতাড়ি হাজির হওয়া চাই।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

শুভ জন্মদিন
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

জনৈক ফাগল এর ছবি

হিমু ভাই ভাল ভাই অবসরের সঙ্গী
ছাগল বধক হিমু ভাই উদ্ধত তার ভঙ্গি;
হিমু ভাই ভাল ভাই ভেরি কনফিডেন্ট
ছাগল পাগল ধরেন আর করেন তারে ডেন্ট;
হিমু ভাই ভাল ভাই জন্মেছিলেন বলেই
ছাগুরা সব পড়ল এসে সচল যাতাকলেই;
হিমু ভাই ভাল ভাই তবে একটাই অভাব...
কখন যে হায় ঘটিয়ে বসেন 'রুস্তম-সোহরাব' ! চোখ টিপি

মূলত পাঠক এর ছবি

শুভ জন্মদিন, হিমু।

ধুসর গোধূলি এর ছবি

গুণী বালিকারে ছড়ার জন্য চলুক

আর ময়না? ভাবছিলাম এই জন্মদিন উপলক্ষ্যে খোমাখাতার ব্লক লিস্টি থাইকা আমার নাম কাটবি। কিন্তু তুই ইউনুইচ্চা আমারে ইশটিল খোমাখাতায় মডারেশনের আওতায় রেখে দিলি। আমি শুভেচ্ছা জানাইতে পাল্লাম না। তবে ব্যাপার না, একটা শুকনা দেইখা ডায়াপার কিন্যা রাখছি, তুই আইলেই তোরে ঐটা পরায়া ফটুক খিচুম। তারপর সেইটা দিয়া সচলের ব্যানার বানামু। যাবি কৈ?

ভাবলাম ফোনে শুভেচ্ছা দিমু। ফোন কৈরা দেখি ঐখানেও আমারে মডারেশনের আওতায় নিয়া রাখছোস। খালি মেইল বক্সে যায়! এল ব্রাউনি মেম্বর কইলো তুই বলে বিবাহপূর্ব সাক্ষাৎকারে জর্ম্মন দেশের অন্য শহরে তশরিফ আনছোস। মেম্বর আরও জানাইলো, তুই নাকি ঘোষণা দিছোস, এই সাক্ষাৎকার থাইকা ফিরা আইসা আমার বাড়ি-ঘর-ইট-কাঠ-দরজা-জানালা সবকিছু মডারেশনের আওতায় নিয়া যাবি। অর্থাৎ আমার লগে পান্তামুক বন কৈরা দিবি। সেইটা কী কারণে করবি, এইটা নাকি কৈতে গিয়া তোর খোমা শরমে কাঠকয়লায় রঙ ধারণ করছিলো! এইটাও মেম্বর কৈছে।

আইজকা এই শুভক্ষণে (তোর বিয়া হৈতাছে, এইটা শুভক্ষণই তো) তোরে জানায়া দিতে চাই, আমি তোর হবু বউরে শুদ্ধা তোরে মডারেশনের আওতায় নিয়া গেলাম। তোর লগে পান্তামুক বন। এইটা খান্দানী বন। আমার নাতিপুতিরেও কইয়া যামু তোর নাতিপুতিরে মডারেশনের আওতায় নিয়া যাইতে। যাবি কৈ ময়না মিয়া?



বিএসএফ—
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।