যে কান্না আনন্দে আত্মহারা হওয়ার কথা ছিল সে কান্না অধঃপতিত লজ্জা’র।
স্যাটায়ার হিসেবে চমৎকার হয়েছে কিন্তু আজকের দিনে কিংবা আরও ঢের দিন মানবিক আবেগ আর অনুভূতি দিয়ে কোনকিছু যাচাই করার সক্ষমতা হারিয়ে ফেলেছি। শুধু নিজের অস্তিত্বের উপর চণ্ডাল রাগ ছাড়া আর কোনকিছু অবশিষ্ট নেই।
মন্তব্য
জানিনা কি বলার আছে... গোলামের আগে মনে হয় আমাদেরই মরণ আছে কপালে...
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
সবাই সব কৃতকর্মের জবাব পাবে, জনগন কাউকে ছাড়বে না
______________________________________
পথই আমার পথের আড়াল
জনগণ একটা ভ্রান্ত ধারণা মাত্র। কেবলমাত্র রাজনীতি করা কুকুরেরা মানুষ!
এই রায়ে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেছে। আগামী ইলেকশনের রেজাল্ট দেখলেই কথাটা বুঝবেন।
তা বটে!
হিমু ভাই এর ভাষায় বলি- শেষ পর্যন্ত '৭১ ই ঝুললো!!!
--------------------------
সুবোধ অবোধ
যে কান্না আনন্দে আত্মহারা হওয়ার কথা ছিল সে কান্না অধঃপতিত লজ্জা’র।
স্যাটায়ার হিসেবে চমৎকার হয়েছে কিন্তু আজকের দিনে কিংবা আরও ঢের দিন মানবিক আবেগ আর অনুভূতি দিয়ে কোনকিছু যাচাই করার সক্ষমতা হারিয়ে ফেলেছি। শুধু নিজের অস্তিত্বের উপর চণ্ডাল রাগ ছাড়া আর কোনকিছু অবশিষ্ট নেই।
একাত্তর'কে ক্ষমতাসীনেরা অনেক আগেই ঝুলিয়েছে ফাঁসিতে, এই রায়ের মাধ্যমে আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো মাত্র!
ছিঃ!
এখন শকুনের দিন
কী আদবলেহাজ শিখলে এতদিনে! মুরুব্বিদের "বিদ্রুপ" করতে হয় না, জানো না!
--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি
নতুন মন্তব্য করুন