অণুকাব্যঃ সংশয়

স্বপ্নহারা এর ছবি
লিখেছেন স্বপ্নহারা (তারিখ: শুক্র, ০৯/১০/২০০৯ - ১২:৪৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

১।।

হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান, এগুলো নাকি ধর্মের নাম?
মানুষের আবার ধর্ম কী-ধর্মেরইবা মানুষ কী?
জগতে আছে দুটি ধর্ম, বোঝা যায়না তাদের মর্ম!
মানবিকতা আর পাশবিকতা-এরাই হলো আসল কথা;
পছন্দমত বেছে নাও, নাইলে দূরে তফাত যাও!

২।।

চলে যেতে চাই
চলে যাব তাই?
পৃথিবীর জঞ্জাল সরাতে গিয়ে-
নিজেই হলাম মূর্তিমান এক জঞ্জাল!
তাই-
অন্ততঃ একটি জঞ্জালই নাহয়
সরিয়ে দিয়ে যাই!

৩।।

আচ্ছা, তুমি কি জানো? গাছেরাও নাকি প্রেম করে?
মানো আর না-ই মানো, গাছগুলোও স্বপ্ন ধরে!
তাদের সে প্রেম কোথায়? হৃদয়ে না শরীরে?
চেয়ে দেখ- সে প্রেম ছড়িয়ে আছে বিশ্ব-চরাচরে!

৪।।

দূরের জানালা ডাকছে আমায়, দৃষ্টি হঠাৎ কেড়ে নিয়ে!
নিজের জানালায় বসে আছি, জানা হয়নি-দেখা হয়নি! কেমন সে?
আজ জান্তব উল্লাসে মত্ত আমরা, সৃষ্টি-সুখ হারিয়ে ফেলেছি
আতশ কাঁচের ভেতর দিয়ে, কখনো কি নিজেকে দেখেছি?

৫।।

একটা হরিণ মগ্ন ঘাস খাওয়ায়
একটা বাঘ মগ্ন হরিণ ধরায়
একটা মানুষ মগ্ন বন্দুক হাতে বাঘ হত্যায়
আর একটা ঈশ্বর মগ্ন মানুষ মারায়!
কিন্তু তারা একা, হয়ত তারা বোকা- তাইতো দেখেনা
ওরা সবাই শিকারী
ওরা শুধুই হত্যাকারী!


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।