ক্রিকেটের সর্বকালের সেরা একাদশ!

স্বপ্নহারা এর ছবি
লিখেছেন স্বপ্নহারা (তারিখ: বিষ্যুদ, ২২/০৭/২০১০ - ৫:৩৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

নেদারল্যান্ডের কাছে বাংলাদেশ ক্রিকেট টিম হারায় সবাই কমবেশি দুঃখ পাইছেন।
এই প্রসঙ্গে আমার খোমাখাতার স্ট্যাটাস ছিল, 'আবার অতীতের সোনালি দিনগুলোতে প্রত্যাবর্তন! একসময় আমরা নিয়মিত ভাবে নেদারল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, কেনিয়া আর জিম্বাবুয়ের কাছে হারতাম...এখনো হারি!' তা যাউগগা, কয়দিন পর আমরা আর্জেন্টিনার কাছেও হাইরা আসুম- একদম নিশ্চিত থাকেন!

আজকা হঠাৎ মনে হইল, ক্রিকইনফো-তে প্রায়ই একেকটা টেস্ট প্লেয়িং দেশের সর্বকালের সেরা একাদশ বাছাই করা হয়; প্রথম ধাপে মনোনয়ন প্রকাশ করা হয় ওপেনার, মিডল অর্ডার, উইকেট কিপার, ফাস্ট বোলার, স্পিনার ইত্যাদি নানা ভাগে। ওইদিনকা ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলারগো তালিকা দেইখা আধা ঘন্টা টাসকি খায়া বইসা রইলাম, কারে বাদ দিমু? আর এগো বিরুদ্ধে ব্যাটিং করবো এমন সীনাওলা পালোয়ান কেডা আছে? আর হেইডা যদি হয় হেলমেট-গার্ড ছাড়া?
তাই মনে হইল সবগুলারে নিয়াই টিম বানাই ফালাক; কাউরে বাদ দেয়ার দরকার নাই! খালি লগে খান দুয়েক ব্যাটসম্যান আর একটা কিপার নিলেই হইব!

তা যাউগগা, আমরা নতুন ক্রিকেট খেলি; একশ বছর পরেও ইনশাল্লাহ নতুনের মতই খেলুম...সারাজীবন তরুণ থাকার সুযোগ পাইলে কেডা আর বুইড়া অভিজ্ঞ হইতে চায়? একটা সময় ছিল দেশে যখন বুইড়ারা ক্রিকেট খেলত; এক চেহারা দেখতে দেখতে বিরক্ত হইয়া যাইতাম- কোন বিকল্প আছিলনা! রামচাঁদ গোয়ালা'র কথা মনে আছে? পেসার আছিল মনে হয়- বহুত দিন ঘরোয়া লীগে খেলছে!

আর এখন আমরা ইন্টারন্যাশনাল হইছি, তাই আমরা এখন মিউজিকাল চেয়ারের মত প্লেয়ার সিলেক্ট করি...যত কাঁচা আর কচি আছে সব টিমে লই; বুইড়াগো বেল আছে? আগে কথায় ছিল, 'বাংলার নারী কুড়িতে বুড়ি' অখন আমরা আধুনিক হইছি, তাই কথাও পাল্টাইছে! অখন হইছে, 'বাংলার ক্রিকেটার পঁচিশে ওইপার'! ছোটভাই ইশতিয়াক রউফ জীবনে অনেক কিছু করছে এবং করবে; তয় তার সবচেয়ে বড় অবদান একটা মহান বাণী যা বাণী চিরন্তনী-তে ঠাঁই পাওয়া উচিত, "অস্ট্রেলিয়ার ক্রিকেটারগো আটাশ বছরে অভিষেক হয়, আর আমগো ক্রিকেটাররা বাইশ বছরে অবসরে যায়!"

সমস্যা একটাই, কোন নতুন প্লেয়ার নাই যারা আমগো এই পঁচিশের প্রায় পরলোকগত বুইড়া প্লেয়ারগোরে রিপ্লেস করতে পারে! আশরাফুল তাই মনের আনন্দে টিমরে বাঁশ দিয়া যাইতাছে... আমরা অখন কয়দিন তামিম আর কয়দিন সাকিবরে মাথায় তুইলা নাচতাছি! যদিও জানি, আমগো প্লেয়ারগো ফর্ম ম্যাচের কাঠির আগুন... তাড়াতাড়ি কুপি-হারিকেন না ধরাইলে দুইদিন পরেই নিভা যাইবো; আশেপাশে এদিকে কোন কুপি-হারিকেন নজরে পড়তাছে না...

বহুত বকবকাইছি, আসল কথা কইঃ আমরা যেহেতু চিরতরুণ টিম, হের লাইগা
ক্রিকইনফো আমগো সর্বকালের সেরা একাদশ বাছাইয়ের সুযোগ দিতে দিতে কেয়ামতের পরে দুনিয়া আবার সেকেন্ড রাউন্ডের লাইগা রেডি হইয়া যাইবো। আই আসেন আমরা নিজেরা নিজেরাই আমগো সর্বকালের সেরা ক্রিকেট টিম বানাই! আমি কয়েকজনের নাম নিচে দিলাম- অনেকেই বাদ পড়ছে; মনেও নাই অনেকের কথা! আর আমি আমাদের সর্বকালের সেরা ক্রিকেট বিশেষজ্ঞ রকিবুলের খেলা দেখি নাই (হে হে আমিও তরুণ!)...মনে পড়া নামগুলাই দিলাম; আপনাদের মনে পড়লে বসাইয়া লন!

তয় শর্ত একটাই, নিজেরে ওই টিমের ক্যাপ্টেন বানানো যাইবো না... আর টিমটা ওয়ানডে'র বা টেস্টের লাইগা বানানো যাইবো (সিক্স-এ-সাইড বা টি-টুয়েন্টি'র না)!

ওপেনারঃ- আল শাহরিয়ার রোকন, শাহরিয়ার নাফিস, নাফিস ইকবাল, আতাহার আলী, তামিম ইকবাল, জুনায়েদ সিদ্দিকী, হান্নান সরকার, মেহরাব হোসেন অপি, গোল্লা...

মিডল অর্ডারঃ- লীপু, আকরাম, বুলবুল, নান্নু, আশরাফুল, আফতাব, অলক, বাশার, সুজন, সাকিব, মাহমুদুল্লা, রাজিন, মুশফিক, ফারুক, দুর্জয়, নাইম, সানোয়ার...

উইকেট কিপারঃ- পাইলট, নাসু...

পেসারঃ- মাশরাফি, মঞ্জু, শফিউল, শফিউদ্দিন বাবু, আনিস, সৈয়দ রাসেল, শাহাদাত হোসেন, প্রিন্স, দুলু, শরীফ, তাপস বৈশ্য, হাসিবুল শান্ত, সাঁইফুল...

স্পিনারঃ- মণি, রফিক, এনামুল, রাজ্জাক, শান্টু, মানজারুল রানা...


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

শাহরিয়ার হোসেন বিদ্যুৎ এর নাম বাদ পড়েছে...

স্বপ্নহারা এর ছবি

হুম! শাহরিয়ার এত্তগুলা...মনে হচ্ছিল ওপেনে কার নাম জানি বাদ গেল...

-------------------------------------------------------------
স্বপ্ন দিয়ে জীবন গড়া, কেড়ে নিলে যাব মারা!

-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...

সাবিহ ওমর এর ছবি

ওপেনার শাহরিয়ার হোসেন বিদ্যুত বাদ গেছে...

আমার টিমঃ
১ তামিম
২ আতাহার আলী / জাভেদ ওমর (টেস্ট)
৩ বাশার
৪ আফতাব
৫ কাপালি
৬ সাকিব
৭ পাইলট
৮ রফিক
৯ মাশরাফি
১০ রাজ্জাক / মনি (রাজ্জাক না থাকলে)
১১ সৈয়দ রাসেল / শরীফ / তালহা জুবায়ের

নাহ...এই টিমে যারা নাই তাদের দিয়ে আরেকটা টিম বানালেও একই জিনিস থাকে...ধুরু!

* আররে বিদ্যুতের দেখি সেরম পপুলারিটি...আতাহার আলী না থাকলে বিদ্যুতকেই নিতাম...

স্বপ্নহারা এর ছবি

আসলে শাহরিয়ারের ছড়াছড়ি, ওইফাঁকে বিদ্যুত বাদ গেছে...তালহা জুবায়েরের কথা পরে মনে পড়ছে!
পেসার একজন কম হয়ে গেলনা? যদিও আতাহার বহুদিন ৩য় পেসারের কাজ করেছে! তবে মাশরাফি'র আসলেই কোন সঙ্গী নাই...মন খারাপ
আমার মনে হয়, তাপস বৈশ্য আর শান্ত মনে হয় একটু যুইতের ছিল!
আমি অবশ্য আফতাবরে নিতাম না বরং নান্নু-বুলবুল-আকরামের একজনরে নিব...কাপালিও আমার লিস্টে থাকবে না...মন খারাপ

-------------------------------------------------------------
স্বপ্ন দিয়ে জীবন গড়া, কেড়ে নিলে যাব মারা!

-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...

নিঃসঙ্গ গ্রহচারী [অতিথি] এর ছবি

তামিম
আতাহার / বিদ্যুৎ
বাশার / আফতাব
বুলবুল / অলক
নান্নু (সম্ভবত বাংলাদেশের সেরা ব্যাটসম্যান!)
সাকিব
পাইলট
রফিক
মাশরাফি
রাজ্জাক
রাসেল / মঞ্জু

স্বপ্নহারা এর ছবি

আপ্নে মনে হয় মোহামেডান...খাইছেখাইছে
-------------------------------------------------------------
স্বপ্ন দিয়ে জীবন গড়া, কেড়ে নিলে যাব মারা!

-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...

নিঃসঙ্গ গ্রহচারী [অতিথি] এর ছবি

আব জিগস! দেঁতো হাসি

সংসপ্তক এর ছবি

তামিম
আতাহার
বুলবুল
আকরাম
সাকিব
সুজন
পাইলট
রফিক
রাজ্জাক
মাশরাফি
রাসেল
.........
আমাদের দূর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

হাসিব এর ছবি

সর্বকালের লিস্ট কিভাবে বানানো সম্ভব ?! ভবিষ্যত জানতে কি অক্টোপাস পলের বাংলা ভার্শন কচ্ছপ মোখলেস, বা করিম টিয়াপাখির সাহায্য নেয়া হবে ?

স্বপ্নহারা এর ছবি

আসলেই তো! এত্তদিন ধইরা অল টাইম বেস্ট ইলেভেন বানায়! আগে খেয়াল করি নাই...আপাতত ফিউচারটা বাদ দেন...দেঁতো হাসি
-------------------------------------------------------------
স্বপ্ন দিয়ে জীবন গড়া, কেড়ে নিলে যাব মারা!

-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...

জাহামজেদ [অতিথি] এর ছবি

১. আতাহার আলী খান
২. তামিম ইকবাল
৩. হাবিবুল বাশার
৪. আমিনুল ইসলাম বুলবুল
৫. আকরাম খান
৬. অলক কাপালি
৭. সাকিব আল হাসান
৮. খালেদ মাসুদ পাইলট
৯. মোহাম্মদ রফিক
১০. হাসিবুল হোসেন/ জি এম নওশের প্রিন্স
১১, মাশরাফি বিন মোর্তাজা

অতিরিক্ত :
শাহরিয়ার হোসেন বিদ্যুত
মুশফিকুর রহিম
এনামুল হক মনি
খালেদ মাহমুদ সুজন

এখানে লেখকের মতো আমিও অনেকের খেলা দেখি নাই। এজন্য প্রিন্সের বোলিংয়ের অনেক নামডাক শোনার পরও শুধু খেলা না দেকার কারণে তাকে শান্ত'র বিকল্প হিসেবে রেখেছি। আতাহার আলী খান, হাবিবুল বাশার, আমিনুল ইসলাম বুলবুল, আকরাম খান- প্রথম পাঁচজনের মধ্যে এই চারজনের জায়গা কারোরই কোনো দ্বিমত থাকার কথা না। অন্যদিকে তামিম ইকবালকে আমাদের দেশের সর্বকারের ক্রিকেটারদের তালিকায় রাখতেই হবে। বর্তমান দলের একমাত্র তিনিই টানা তিন বছর থেকে ধারাবাহিক সাফল্যের মধ্যে আছেন।

অলক কাপালিকে মিডল অর্ডারে রাখা হয়েছে একমাত্র তার লেগস্পিন বোলিংয়ের কারণে। ব্যাটিংয়ে কার্যকরি, বোলিংয়েয়ে কার্যকরি এক খেলোয়াড়। কিন্তু আফসোস, জাতীয় নির্বাচকদেরকে নিয়মিত তেলের সাপ্লাই না দেওয়ার কারণে বেচারার দলে জায়গা হয় না, এই কথাটা আমার অলকের মুক থেকেই শোনা। বাংলাদেশের ক্রিকেটে আশরাফুলের অবদান অনেক, কিন্তু সাম্প্রতিক সময়ে বয়স বাড়ার সাথে সাথে তিনি পরিনত একজন খেলোয়ার হওয়ার পরিবর্তে ব্যর্থতার সাগরে হাবুডুই খাচ্ছেন। যেখানে তার বয়সে আমরা বাবিবুল বাশার, আমিনুল ইসলাম বুলবুল অথবা আকরাম খানকে মাঠে রানের ফুলঝড়ি ছটোতে দেখেছি। তাই সর্বকালের সেরা দলে তার জায়গা নেই।

খালেদ মাসুদ পাইলটের ব্যাপারে কারো দ্বিমত থাকার কথা না। তেমনি সাকিব আল হাসান ও মোহাম্মদ রফিকের ব্যাপারেও কারো কোনো আপত্তি হয়তো থাকবে না।

মাশরাফির ব্যাপারে বলতে হচ্ছে, অনেক ভালো এবং বিশ্বমানের একজন বোলার সে। কিন্তু ইনজুরি বারে বারে তার উপর হামলে পড়ে তার ক্যারিয়ারটাকেই তছনছ করে দিছে।

আরেকজনের কথা না বললেই নয়, তিনি এই দলের সাথে সব ট্যুরে যাবেন। তিনি এদেশের সর্বকালের সেরা ধারাভাষ্যকার জনাব চৌধুরী জাফরউল্লাহ শরাফত !!! উনারে নিয়ে কারো দ্বিমত আছে ভাই ? থাকলে আওয়াজ দিয়েন ?

অতিথি লেখক এর ছবি

তিনি এদেশের সর্বকালের সেরা ধারাভাষ্যকার জনাব চৌধুরী জাফরউল্লাহ শরাফত !!!

সত্যিই তাই? আমার কাছে তো উনার ধারাভাষ্য চরম বিরক্তিকর ঠেকে। শাস্তি হিসেবে বাংলা ছবির ডায়লগও শুনতে রাজি আছি, কিন্তু উনার ধারাভাষ্য? কাভি নেহি!

কুটুমবাড়ি

স্বপ্নহারা এর ছবি

আপনার টিম আমার টিম কাছাকাছি কিন্তু অলক কাপালির ব্যাপারে অনেকের মত আমিও শিওর না! প্রিন্স-এর শেষ বয়সের বোলিং ভালই লাগত কিন্তু আর্ন্তজাতিকে কেমন করত ঠিক বোঝা যাচ্ছে না...শান্ত প্রচুর মাইর খাইত; সজল নামে একজন ছিল ওইসময়ের ফাস্টেস্ট! এই পেসার-এর ক্ষেত্রে মাশরাফির সঙ্গী নাই...মন খারাপ -------------------------------------------------------------
স্বপ্ন দিয়ে জীবন গড়া, কেড়ে নিলে যাব মারা!

-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...

জ্বিনের বাদশা এর ছবি

বাংলাদেশ দলে গত দশকে আসা পেসারদের (মাশরাফি, শাহাদাৎ, শফিউল, রাসেল) তুলনায় আগের জেনারেশনের পেসাররা স্রেফ পানিভাত
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

জাহামজেদ [অতিথি] এর ছবি

লোয়ার মিডল অর্ডারে অলক একজন কার্যকর ব্যাটসম্যান। এছাড়া আমাদের দেশে লেগ স্পিনার নেই বললে ই চলে। বাহাতি স্পিনার দিয়ে তো আর লেগস্পিনারের কাজ চলে না। টেস্টে দীর্ঘসময় বল করতে পারা এবং ওয়ানডেতে বিপক্ষ দলের ব্যাটসম্যানদের রান করতে না দেওয়ার ব্যাপারে অলকের একটা খ্যাতি ছিল। আর তার মারমার কাটকাট ব্যাটিং দলের জন্য অপরিহার্য না হলেও প্রয়োজনে অনেকসময় কাজ দিয়েছে ।

আর ফাস্ট বোলারদের সবচেয়ে বড় অস্ত্র যে জিনিসটা, সেই বাউন্সারটা শান্ত খুব ভালো মারতে পারতো, আর লোয়ার অর্ডারে তার মারকাটারি ব্যাটিং ভুলি কি করে ?

কিন্তুক জাফর উল্লাহ শরাফত কিন্তু ভাই সর্বকালের সেরা, কথাটা মানতেই হবে !!!
তার কোনোই বিকল্প নেই, এমনকি টনি গ্রেগও তার কাছে পানিভাত !!!

সুহান রিজওয়ান এর ছবি

জাহামজেদ ভায়ের সাথে প্রায় একমত। কেবল একটা পরিবর্তন করে, অলক কাপালি'র জায়গায় মিনহাজুল আবেদীন নান্নুকে নেবো, আমার মতে উনি বাংলাদেশের সেরা ব্যাটসম্যান, আর অর্ডারটা হবে এরকমঃ

১. আতাহার আলী খান
২. তামিম ইকবাল
৩. হাবিবুল বাশার
৪. মিনহাজুল আবেদীন নান্নু
৫ আমিনুল ইসলাম বুলবুল
৬. আকরাম খান
৭. সাকিব আল হাসান
৮. খালেদ মাসুদ পাইলট
৯. মোহাম্মদ রফিক
১০. হাসিবুল হোসেন/ জি এম নওশের প্রিন্স
১১, মাশরাফি বিন মোর্তাজা

_________________________________________

সেরিওজা

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

আমি ঠিক বুঝতে পারি না নান্নু-বুলবুল-আকরামকে কেন বাংলাদেশের বর্তমান ব্যাটসম্যানদের চেয়ে আগায়ে রাখা হবে? তাঁদের ইন্টারন্যাশনাল রেকর্ড তো যথেষ্টই ভুয়া [বুলবুলের তাও কয়েকটা টেস্ট ইনিংস আছে বলার মত ...]

আমি টিম সিলেক্ট করলে সেটা নিচে জ্বীনের বাদশার দেয়া টীমটার মত হবে; প্রায় সবাই এখনকার সময়ের ...
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...

সুহান রিজওয়ান এর ছবি

এইটা তো ১৯৯৯ সালের বিশ্বকাপেই দেক্লাম, নান্নু টানা তিন ম্যাচেই ফিফটি মারসিলো মনে হয়। একবার মাত্র আউট হওয়াতে খুব সম্ভবত সেই বিশ্বকাপের সবচে বেশি এভারেজও তার ছিলো, ১৭০+/- এরকম...

এই তুলনার কারণটা হইলো, যখন ছোটকালে প্রিমিয়ার ক্রিকেট লীগ খুব জমজমাট ছিলো, তখন বাদবাকিদের চেয়ে এরা অনেক বেশি কন্সিস্টেন্ট ছিলো। এখন যেই জাতীয় লীগ হয়- সেইটা রীতিমত ভূয়া- তারপরেও এখন ক্রিকেটারেরা উনাদের মত কন্সিস্টেন্ট না... [এইটা অবশ্য আমার পয়েন্ট অফ ভিউ।]

_________________________________________

সেরিওজা

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

আমার যদ্দূর মনে পড়ে নান্নুর হাফসেঞ্চুরি ছিল দুইটা; একটা ম্যাচসেভিং, কিন্তু সেইটা স্কটল্যান্ডের সাথে; আরেকটা মান-সম্মান সেভিং, সেইটা অস্ট্রেলিয়ার সাথে ... অপিরও একটা সিক্সটিপ্লাস ইনিংস ছিল, কোন একটা টেস্ট প্লেইং টিমের সাথে ... এখন একটা ভাল ইনিংসের জন্য যদি কাউরে টীমে নিতে হয় তাহলে ইংল্যান্ডের সাথে চুরানব্বই রানের ইনিংসটার জন্য আমি আশরাফুলকে নিব ...

আমার যেটা মনে হয় তখন আমরা হংকং-স্কটল্যন্ডের সাথে ভালো ব্যাটিং করলেই বা ইন্ডিয়ান এ এর সাথে ভালো বোলিং করলেই খুশি হয়ে যাইতাম, এক্সপেক্টেশন লেভেল্টাই তেমন ছিল ... আর এখনকার প্লেয়াররা অস্ট্রেলিয়ার সাথে হাফ সেঞ্চুরি করেও গালি খায় কেন আরো পিটায়ে খেলে নাই সেজন্য ...

আর ঢাকা লিগকে খুব একটা গুরুত্ব দেয়ার কিছু আছে বলে মনে হয় না ... লীগ জমজমাট ছিল সন্দেহ নাই, কিন্তু খেলার মান খুব ভালো ছিল কি? পাকিস্তান-ইন্ডিয়ার অখ্যাত প্লেয়াররা এসেও তো রানের বন্যা বানায়ে যাইতো [একজনের নাম মনে আছে, কায়সার রশিদ ...]
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...

জাহামজেদ [অতিথি] এর ছবি

আরেকজন জহুর এলাহি, যে শান্ত'র পায়ে ব্যাট দিয়ে আঘাত করে শান্ত'র ক্যারিয়ারটাই নষ্ট করে দিছে !

সুহান রিজওয়ান এর ছবি

পায়ে না তো, পাঁজরে... জহুর এলাহী ঐ টুর্নামেন্টে সাংঘাতিক ফর্মে ছিলো। পরে গুরুত্বপূর্ণ কী একটা ম্যাচে শান্ত তারে আউট করে উল্লাস করবার সময় সে ফিরে সে ব্যাট নিয়ে পাঁজরে মারে, এইটা স্পষ্ট মনে আছে।

_________________________________________

সেরিওজা

স্বপ্নহারা এর ছবি

হ্যাঁ, কিন্তু তখন আমাদের প্লেয়াররা বছরে দুইটা/তিনটা ওয়ানডে খেলত...এক্সপোজার ছিলনা! টেম্পারামেন্ট ছিল প্লেয়ারদের মাঝে...ধারাবাহিকতা ছিল...কিন্তু আমার মনে হয় ওরা এক্সপোজার পাইলে আরো অনেক ভাল খেলত; দুঃখজনক যে তারা বুইড়া হইয়া গেসিল, বছরে এত ম্যাচ খেলতে পারতনা, এক্সপেরিয়েন্স ছিলনা আর বড় নামের বিপক্ষে খেলতে হইত...আজকের মত পরিবেশ থাকলে আমি শিওর ওরা আশ্রাফুল-আফতাব-নাফিস গং দের চেয়ে অনেক বেশি ধারাবাহিক থাকত!

ঢাকা লীগে তখন অখ্যাতরা এসে বন্যা বসাই দিলেও খ্যাতিমানরা কিন্তু খুব একটা ভাল করত না...ওয়াসিম আক্রাম ফেইল খাইছিল! আর এখনো লীগে কিন্তু রানের বন্যা অখ্যাতরাই বানাচ্ছে- এখন লীগের মান কিন্তু আরও খারাপ- কোন প্রতিযোগিতা নাই- নামে লীগ; ওই তিন বুইড়া কন্সিস্টেন্টলি একদশক টপ স্কোরার ছিল...যা এখনের কেউ একবারো টপ টেনে থাকেনা! বুল্বুল-আক্রাম-নান্নু কিভাবে ম্যাচগুলা জিতাইত মনে আছে? এখন কেউ ঘরোয়া লীগে এমন খেলে?

আর পাইলট- দুনিয়ার বেস্ট কিপারদের একজন!

-------------------------------------------------------------
স্বপ্ন দিয়ে জীবন গড়া, কেড়ে নিলে যাব মারা!

-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...

জাহামজেদ [অতিথি] এর ছবি

আর পাইলট- দুনিয়ার বেস্ট কিপারদের একজন!

কথা এক্কেবারে ঠিক। দেশের জন্য বেচারা সামনের পাটির দুইখানা দাত বিসর্জন দিছে। আর মুশফিকের ক্যাচ আর স্টাম্পিং মিস দেখলে আমি সারাজীবন ফাস্ট বোলিং করলেও, তখন মনে হয় উইকেটের পেছনে দাঁড়ালে ওর থেকে ভালো করতাম !!!

স্বপ্নহারা এর ছবি

পুরা আমার টিম, শুধু দরকার মত আকরাম এর বদলে অলক বা মুশফিকরে (হ, ব্যাটস্ম্যান হিসাবে) নিতাম!

পেসার হিসেবে সবচেয়ে ভাল ছিল মনে হয় সাঁইফুল, দুইটা এশিয়া কাপ কাঁপাইছিল! ওরে আমি চান্স দিতে চাই...

-------------------------------------------------------------
স্বপ্ন দিয়ে জীবন গড়া, কেড়ে নিলে যাব মারা!

-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...

দ্রোহী এর ছবি

সর্বকালের সেরা একাদশে সবই দেখি পুরাতন খেলোয়াড়! তার মানে ভবিষ্যতে বাঙালি কেমন ক্রিকেট খেলবে তা বোঝা যাচ্ছে। হো হো হো

এইজন্যই আমি ক্রিকেট পছন্দ করি না।:)


কি মাঝি, ডরাইলা?

স্বপ্নহারা এর ছবি

হ, যায় দিন ভাল আসে দিন খারাপ...মন খারাপ
-------------------------------------------------------------
স্বপ্ন দিয়ে জীবন গড়া, কেড়ে নিলে যাব মারা!

-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...

স্বপ্নহারা এর ছবি

ওহো, মিডল অর্ডারে রাকিবুল বাদ গেসে...

-------------------------------------------------------------
স্বপ্ন দিয়ে জীবন গড়া, কেড়ে নিলে যাব মারা!

-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...

জ্বিনের বাদশা এর ছবি

গত দশ-বারো বছরে বাংলাদেশ ক্রিকেট টিমের উন্নতিটা এতটাই চোখে পড়ার মতো যে আমার সর্বকালের সেরা একাদশ প্রায় বর্তমান একাদশের কাছাকাছিই হবে, টেস্ট/ওয়ানডে দুই দলেই বর্তমান একাদশের ৮ জন করে আছেন

টেস্ট দল:
১। তামিম
২। ইমরুল
৩। হাবিবুল বাশার (ক্যাপ্টেন)
৪। রাকিবুল
৫। বুলবুল
৬। মুশফিক (কীপার)
৭। মাহমুদুল্লাহ
৮। সাকিব
৯। রফিক / এনামুল হক মনি(ব্যাটিং পিচে)
১০। মাশারাফি
১১। শাহাদাৎ

ওয়ানডে:
১। তামিম
২। আতাহার আলী
৩। আশরাফুল
৪। নান্নু (ক্যাপ্টেন)
৫। সাকিব
৬। মুশফিক (কীপার)
৭। মাহমুদুল্লাহ
৮। মাশরাফি
৯। রফিক
১০। শাহাদাৎ
১১। রাসেল
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

স্বপ্নহারা এর ছবি

ইমরুল!!!!! কন কী বস!!
আর মুশফিক ত কিপিং-এ পাইলটের জুতা মুছারও যোগ্যনা!! মুশফিক ব্যাটসম্যান হিসেবে খেললে ঠিক আছে।

-------------------------------------------------------------
স্বপ্ন দিয়ে জীবন গড়া, কেড়ে নিলে যাব মারা!

-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...

মুস্তাফিজ এর ছবি

বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেট খেলোয়াড়দের লিস্ট বানালে অবশ্যই তাতে রাম চাঁদ গোয়ালার নাম থাকা উচিত। ক্যারিয়ার এর শেষের দিকে ঢাকায় খেলতে এসে যে ভেলকী দেখিয়েছিলেন তার শতগুণ দেখেছি উনার যৌবনে ময়মনসিংহে। উনি স্পিনার ছিলেন, পেসার না।
কাছাকাছি আরো কয়েকজনের নাম মনে পড়ছে যাদের নাম এখানে নেই কিন্তু আমরা খেলা দেখতে উন্মুখ হয়ে থাকতাম, মিশা, নাজিম (নাজিম মনে হয় কানাডার জাতীয় দলেও খেলেছে, একজন সেরা স্টাইলিশ ওপেনার), বেলাল, দিপু।

...........................
Every Picture Tells a Story

স্বপ্নহারা এর ছবি

আমি ছোট থাকতে গোয়ালা'র খেলা দেখেছি (আবাহনী আর জিএমসিসি'র হয়ে মনে হয়), উনি মনে হয় ৪৭ বছর বয়স পর্যন্ত খেলেছেন!! অন্যদের আমি পাইনি মনে হয়...দিপু আর নাজিম আবছা মনে পড়ছে!

-------------------------------------------------------------
স্বপ্ন দিয়ে জীবন গড়া, কেড়ে নিলে যাব মারা!

-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...

হিমু এর ছবি

উৎকট শুভ্র অ্যাণ্ড কোং যতদিন করেকর্মে খাবে, বাংলাদেশ ক্রিকেট একাদশের কোনো আশা নাই।



বুকে BOOK রেখে বন্ধু চলো আজ যাবো বরাহশিকারে মোরা ধার ধার ধার দিও বল্লমে ♪♫

ধুসর গোধূলি এর ছবি

- ঠিক। আমার মতে ক্রিকেট দল নিয়া কিছু বলার আগে উৎকট শুভ্ররে তওবা করাইয়া স্পোর্টস রিপোর্টিং থাইকা বাইর কইরা দেওনটা ফরযে আইন হইয়া খাড়াইছে।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

সুহান রিজওয়ান এর ছবি

এই লোকটার ক্রিকেট রচনার আমি একসময় ফ্যান ছিলাম। ইদানিং যে কী অখাদ্য লেখে লোক্টা...

আর সিরিয়াসলী ক্রীড়া সাংবাদিকতায় ফ্রী ল্যান্সার হওন গেলে মন্দ হৈতো না... আলু বা কালু কারু লাগ্লে আওয়াজ দিয়েন দেঁতো হাসি

_________________________________________

সেরিওজা

জাহামজেদ [অতিথি] এর ছবি

উৎকট শুভ্ররে তওবা করাইয়া স্পোর্টস রিপোর্টিং থাইকা বাইর কইরা দেওনটা ফরযে আইন হইয়া খাড়াইছে।

কেন ভাই, ভদ্রলোক আবার কি করছে ?

ধুসর গোধূলি এর ছবি

- মিডল অর্ডার থেকে বাশ্রাফুলরে সরান আগে, তারপর কথা কইতাছি।

আর হ্যাঁ, স্পিনার হিসাবে সালাহ্উদ্দীনরেও নিয়োগ দেন।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

অতিথী এর ছবি

আমার মতামত খুবই ছোট। তামীম, আতহার, বাশার, নান্নু, বুলবুল, সাকিব, পাইলট, রফিক আর শাহাদাত এদের রাখতেই হবে।

শাহাদাত তেমন কারো লিষ্টে নাই দেখে একটু অবাকই হলাম। বাংলাদেশের টেষ্ট মেজাজের ফাস্ট বোলার থাকলে সে শাহাদাত। ইদানিং সে পেস লুজ করেছে তবে কাম্ব্যাক করবে আশা করি।

অলকের জন্য দু:খ হয় কিন্তু বাস্রাফুলের কারনে এই ছেলেটা জীবনে খেলতে পারলো না। আজ বাংলাদেশের ক্যাপ্টেন তারই থাকার কথা যদি ঠিকমত খেলতে পারতো। আর টেস্ট ম্যাচে মাশ্রাফিরে নিতে ভয় লাগে। তবে তার মতো কমিটেড প্লেয়ার খুব কমই আছে।

আফতাব কিভাবে আলোচনায় আসে বুঝিনা।সে ধারাবাহিক ভাবে অধারাবাহিক, বাস্রাফুল তো ধারাবাহিকভাবে ব্যার্থ।

স্বপ্নহারা এর ছবি

আমার টিমটা এমনঃ
১. আতাহার আলী খান/ বিদ্যুত
২. তামিম ইকবাল
৩. হাবিবুল বাশার (টেস্ট)/ আশরাফুল (ওয়ানডে)
৪. মিনহাজুল আবেদীন নান্নু
৫ আমিনুল ইসলাম বুলবুল
৬. আকরাম খান (ওয়ানডে) /মুশফিক (টেস্ট)
৭. সাকিব আল হাসান
৮. খালেদ মাসুদ পাইলট
৯. মোহাম্মদ রফিক
১০. সাইফুল/ প্রিন্স
১১, মাশরাফি বিন মোর্তাজা
-------------------------------------------------------------
স্বপ্ন দিয়ে জীবন গড়া, কেড়ে নিলে যাব মারা!

-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...

জাহামজেদ [অতিথি] এর ছবি

আমার টিমের কাছাকাছি। আর সাইফুলরে রাখা ঠিক আছে। আন্তর্জাতিক খেলায় তার ৩৪ রানে ৪ উইকেট টানা অনেকদিন বাংলাদেশের সেরা বোলিং ছিলো।

ইশতিয়াক রউফ এর ছবি

অধমের খুচরা উক্তিটা মনে রাখসেন দেখে অবাক হলাম বেশ। হাসি উইন্ডিজ দলের নাম দেখে আমিও থম মেরে বসে ছিলাম আধা ঘন্টা।

যাক সেই কথা। ক্রিকেট এখন অনেক বেশি গা-জোয়ারি খেলা হয়ে গেছে। আগে বছরে ২০-৩০টা ওয়ানডে হতো, এখন তো পারলে দিনে দুইটা টি-টুয়েন্টি হয়। ট্রেনিং, প্রযুক্তি, কৌশল, ইত্যাদি সব বদলেছে। সেই জন্যই স্রেফ পরিসংখ্যান বিচারে খেলোয়াড় মাপতে গেলে ধরা খাওয়ার ভয় আছে। আমি ক্রিকেট জ্ঞান ও কার্যকারিতা বিচারে কয়েক জনের নাম বলে যাই।

#১ -- তামিম
#২ -- গোল্লা (টেস্ট), আশরাফুল (ওয়ানডে)
#৩ -- হাবিবুল বাশার (যত গালিই দেই না কেন, এতটা ধারাবাহিক আর কেউ নেই বাংলাদেশে। দুই ধরনের খেলায়ই #৩ তাই বাশারের)
#৪ -- বুলবুল (টেস্ট), নান্নু (ওয়ানডে)। বুলবুল বেশি ধীর, নান্নু অনেক ভালো প্যাকেজ প্লেয়ার। গেম সেন্স দুই জনেরই বেশ ভালো।
#৫ -- সাকিব
#৬ -- দুর্জয় (ভালো স্পিনার, ব্যাটিং-ও ভালো লাগতো খুব। ওয়ানডে-তে মাহমুদুল্লাহ-কে বিবেচনা করা যায় বিকল্প হিসেবে, কিন্তু টেস্টে দুর্জয়।)
#৭ -- পাইলট
#৮ -- রফিক
#৯ -- রাজ্জাক
#১০ -- মাশরাফি
#১১ -- সৈয়দ রাসেল (কালে-ভদ্রে মার খেতো প্রচুর, কিন্তু বল বেশ ভালো সুইং করাতো। এক টানা ১০ ওভার বল করতো বেশ কম ইকোনমি রেটে)

অছ্যুৎ বলাই এর ছবি

১। অপি
২। তামিম
৩। বাশার
৪। আশরাফুল
৫। আকরাম (ক্যাপ্টেন)
৬। সাকিব
৭। পাইলট
৮। সুজন
৯। রফিক
১০। মাশরাফি
১১। শফিউল

নান্নু, আতহার, বুলবুল আমলের খেলোয়াড়দের ক্যাপাবিলিটি অনেক কম, তখন বেশিরভাগ ম্যাচ খেলা হতো দুর্বল দলের সাথে। সুতরাং, আগের প্রজন্মের খুব কম খেলোয়াড়ই বর্তমানের সাথে তাল মিলাতে পারবে। আকরামকে দলে রাখলাম ক্যাপ্টেন্সির জন্য। ১১ নম্বর খেলোয়াড়ের স্থানে এখনো বাংলাদেশে উল্লেখযোগ্য কেউ আসে নি, মাশরাফিই আমাদের একমাত্র ভালো পেসার। শফিউলকে রাখলাম তার ডেথ ওভার বোলিংয়ের জন্য। ঠান্ডা মাথায় ইয়র্কার দেয়ার ক্ষমতা একমাত্র তারই আছে।

আমার সিলেক্টেড দলের বোলিং একটু দুর্বল মনে হতে পারে, ২ জন পেসার, ২ জন স্পিনার, ১ জন মিডিয়াম পেসার। কেউ মার খেলে আশরাফুল বা বাশার বা যৌবনের আকরাম কয়েক ওভার বল করতে পারবে। স্লো লেফট আর্ম বোলারে দল ভারি করার কোনো মানে নাই।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

আসাদ [অতিথি] এর ছবি

ODI
১। বিদ্যুৎ
২। তামিম
৩। বাশার
৪। অলক
৫। আকরাম
৬। সাকিব
৭। পাইলট
৮। দুর্জয় (স্পিনিং উইকেটে) / সুজন (সিমিং উইকেটে)
৯। রফিক
১০। মাশরাফি
১১। প্রিন্স

Test
১। গোল্লু
২। তামিম
৩। বাশার
৪। বুলবুল
৫। রাজিন
৬। সাকিব
৭। পাইলট
৮। মাহমুদুল্লাহ
৯। রফিক
১০। মাশরাফি
১১। শাহাদত

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।