আমি ধর্মগ্রন্থের কিংবা আকাশের ঈশ্বরকে দেখিনি।
তিনি দেখতে কেমন কিংবা আছেন কি নেই তা আমি নিশ্চিতভাবে জানিনা!
তবুও, আমার একজন ঈশ্বর আছেন!
প্রতিটি মুহূর্ত তার উপস্থিতি-তার ভালবাসা আমি আমার সমগ্র অস্তিত্ব দিয়ে অনুভব করি।
আমার শরীরের প্রতিটি রক্তকণা, প্রতিটি অণু-পরমাণু প্রতিটি ন্যানো-পিকো সেকেন্ডে তার প্রতি ষোড়শাঙ্গে শ্রদ্ধা-কৃতজ্ঞতা-ভালবাসা জানায়!
আমার মনের সর্বত্র সারাটিক্ষণ তিনি বিরাজমান!
চোখ খুললেই কিংবা চোখ বন্ধ করলেই তাকে আমি দেখতে পাই!
কামনা করি, যতদিন এ পৃথিবীতে আছি আমার ঈশ্বরকে যেন জীবিত চোখের সামনে দেখতে পাই।
আমার বাবা-আমার ঈশ্বর!
মন্তব্য
ছোট লেখা হলেও মনের গভীর থেকে লেখা। অনেক ভাল লাগলো কথাগুলো
নতুন মন্তব্য করুন