আমদুধের ভিলেন!

স্বপ্নহারা এর ছবি
লিখেছেন স্বপ্নহারা (তারিখ: বুধ, ১১/০৩/২০১৫ - ৩:৫৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আম আর দুধে মিশে যায়... দিন দিন...
যেমন মিশে যায় দুই গাঢ় সবুজের ছায়াগুলো।
আস্তে আস্তে মিলিয়ে যায় গাঢ় লাল সূর্যটা
সেখানের সবুজ আকাশে উঠে আসে- একটি সাদা তারা
আর একটি সাদা ফালি চাঁদ...

আর ক্লান্ত-অবসন্ন কিছু অণু-পরমাণু
কিছুতেই যেন মিশতে চায় না- আমদুধের মত!
মিলমিশের এই ভিলেনগুলো - আবারও
আস্তে আস্তে মিলিয়ে যায়- হারিয়ে যায়
যেমনটি মিলায়-মুছে যায় গাঢ় রক্তের দাগ...

মিশে যাওয়াই আমাদের ধর্ম-
এই চুপ! চুপ!
ধর্মকে কিছু বলা যাবে না-
শান্তিপ্রিয়ারা বলেছে, ধর্মকে কিছু বলা যাবে না...
নাহলে কোন এক চাপাতির কোপে
আবার ঝরবে লাল রক্ত...
চাপাতির দোষ নেই, দোষ রক্তের সেই রঙটার...
সেখানে চাঁদ-তারা নেই!

সেই রক্ত মিশে যাবে-মুছে যাবে...
মুছে যাওয়ার আগে হয়তো একটু কান্নার সুর বাজবে কোথাও- কোন দূরে...
এরপর, আবার সবাই মিশে যাবে... আমদুধের মত...
শান্তিপ্রিয়-শান্তিপ্রিয়ারাই এখন সবজায়গায়-
ঈশ্বরের মত সর্বত্র... সবখানে নিশ্চুপ-নিরবতায়
মুখ চেপে ধরে...
আঙুল তুলে বলে- ভিলেন! নাস্তিক!

আজ আর কেউই চায়না ভিলেন হতে...


মন্তব্য

মুক্তমন এর ছবি

মন ভেজানো কবিতা৷ যা বলতে চেয়েছিলেন,পুরোটাই বলতে পেরেছেন মনে হয় ৷ ভাল হয়েছে ৷

স্বপ্নহারা এর ছবি

ধন্যবাদ

-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...

মাসুদ সজীব এর ছবি

শান্তিপ্রিয়-শান্তিপ্রিয়ারাই এখন সবজায়গায়-
ঈশ্বরের মত সর্বত্র... সবখানে নিশ্চুপ-নিরবতায়

দারুন লেগেছে হাততালি

-------------------------------------------
আমার কোন অতীত নেই, আমার কোন ভবিষ্যত নেই, আমি জন্ম হতেই বর্তমান।
আমি অতীত হবো মৃত্যুতে, আমি ভবিষ্যত হবো আমার রক্তকোষের দ্বি-বিভাজনে।

স্বপ্নহারা এর ছবি

ধন্যবাদ

-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...

আয়নামতি এর ছবি

উত্তম জাঝা!
প্রত্যেকটা লাইনের সাথে সহমত।

স্বপ্নহারা এর ছবি

মন খারাপ ধন্যবাদ

-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...

সাক্ষী সত্যানন্দ এর ছবি

মন খারাপ উত্তম জাঝা!

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

স্বপ্নহারা এর ছবি

মন খারাপ ধন্যবাদ

-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...

অতিথি লেখক এর ছবি

ভালো লাগলো।

স্বয়ম

স্বপ্নহারা এর ছবি

ধন্যবাদ

-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...

শাহীন হাসান এর ছবি

ভাল লাগল, সময়ের ছবিতে আপনার কবিতা, শুভেচ্ছা নিন।।

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

স্বপ্নহারা এর ছবি

শুভেচ্ছা। অনেক দুঃখের সময়ের লেখা।

-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...

অতন্দ্র প্রহরী এর ছবি

চারপাশে বড়ই দুঃসময়। তার মাঝে খুব কঠিন কিছু সত্য কথা লিখেছেন...

অতিথি লেখক এর ছবি

“মিশে যাওয়াই আমাদের ধর্ম-
এই চুপ! চুপ!
ধর্মকে কিছু বলা যাবে না-“

ওরে বাপরে বাপ ধর্মরে কিছু বলবেন! হয় চিতার আগুন না হয় কাটা কল্লা উপহার পাইবেন
-------------------
রাধাকান্ত

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।