এ-রকম বৃষ্টির দিনে ফেরাবার পথ খোলা নেই
পতনমুখে ঘূর্ণিবাতাস মাঝখানে শোয়ে থাকা
প্রচলন রীতি বিকেল বেলা... প্রতিরোধ ছিল
আগলে রাখা নরম-চরম বুকে
পালাতে পারিনি চিবুকের পাশে হামাগুড়ি দিয়ে
চক্ররেখায় ঘুরতে ঘুরতে পালতোলা নৌকার
গলুইয়ে নুয়ে পড়ছে দেহ, নুয়েছো তুমিও
নির্ঘাত ভয়ে
না-হলে তীব্র ঘৃণায় স্পষ্টজিজ্ঞাসা গুছিয়ে রেখেছো
রান্না ঘরে আনাজের ঘ্রাণে; কাছে দাঁড়াইনি বলে
দাওনি সুগন্ধি ঠকাতে চাইনি বলে চুপিচুপি আঙুল
ফোটাতেও ক্লান্তি লাগে
২.
শীতার্ত বুকে বরফ গলে ফুলে-ফেঁপে ওঠে তত্ত্বকথা
নিজেই নিজের কাছে দণ্ডিত তোমার কাছে
সাদাসিদা
কাউকে দোষ দেবো না জীবনের লক্ষ্য-উদ্দেশ্য অন্যের হাতে গড়া
চোখ জলে কাউকে পোড়াবো না বলে বৃথা গেল জমানো কাঠ কয়লা
৩.
কার তালাশে বৃষ্টি জমেছিল গাছের বাকলে
বিন্দু বিন্দু জল কাঁপছিল ডালে পাতার আড়ালে
কয়েক খণ্ড পিছুটান একদিন দরকারি হবে
তুমি তার ব্যাখ্যা অন্য ভাবে দেবে কার
ঘুমের জন্য সব সময় খুলে রাখো চোখ চোখেরপাতা
৪.
দৃষ্টি ধুয়ে নেবে কে? মেখে নেবে কে বলো
জমানো আবেগ
কেউ কি জানে কোন হাতে জমেছে কলঙ্ক তোয়াল
থেকে কে জল তুলে মাঝরাতে
কেউ তো জানে না নারীর অসহায় কোথায় পুড়ে
বৃষ্টি এলে আমিও পুড়ি নিরবতার ছলে
৫.
এ বৃষ্টির দিনে তুমি কিছুই বললে না-
শুধু থম ধরে বসে থাকো শোবার ঘরে
চাওয়াতে সন্মতি ছিল না বলে দূর্বলতা ভেবো না
কেননা আন্ধার রাতে তুমি একাই পেয়েছো
ঘুমের স্বাধীনতা
এ স্বাধীনতার ভেতর যেন হাঁপিয়ে মরা আর বাঁচা
মন্তব্য
শুয়ে থাকা
সাদাসিধা
অতিথিদের সম্পাদনার সুযোগ নেই কেনু কেনু কেনু ???
কবিতা মনে ধরেছে!
--------------------------------------------------
"আমি তো থাকবোই, শুধু মাঝে মাঝে পাতা থাকবে সাদা/
এই ইচ্ছেমৃত্যু আমি জেনেছি তিথির মতো..."
*সমরেন্দ্র সেনগুপ্ত
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
পাঠের জন্য সাধুবাদ আপনাকে।
ভালো থাকুন।
__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!
__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!
পড়তে ভালো লাগলো।
আরো লিখুন ....
-----------------------------------------------------------
জানতে হলে পথেই এসো, গৃহী হয়ে কে কবে কি পেয়েছে বলো....
-----------------------------------------------------------------------------------------------------
" ছেলেবেলা থেকেই আমি নিজেকে শুধু নষ্ট হতে দিয়েছি, ভেসে যেতে দিয়েছি, উড়িয়ে-পুড়িয়ে দিতে চেয়েছি নিজেকে। দ্বিধা আর শঙ্কা, এই নিয়েই আমি এক বিতিকিচ্ছিরি
লিখতে চেষ্টা করি; এই আর কি...
সারাক্ষণ ভালো থাকুন।
__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!
__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!
কোনটা রেখে কোনটা পড়ি? ভালো লাগলো সবগুলো।
শেখ নজরুল
শেখ নজরুল
কৃতার্থ।
ভালো থাকুন।
_________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!
__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!
চুপিচুপি আঙুল
ফোটাতেও ক্লান্তি লাগে
খুব সুন্দর!!
"না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর "
হা... হা...
পাঠের জন্য ধন্যবাদ।
ভালো থাকুন।
_________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!
__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!
ভাব সুন্দর লেগেছে বেশ। কয়েকটা শব্দ একসাথে হয়ে নতুন সৌন্দর্যও এসেছে অভিব্যক্তির। তবে, দুয়েকটা জায়গায় একটু অনর্থ বোধ হ'লো। সম্পাদনার সুযোগ নেই ব'লে তো বেশি বটেই, এমনিতেও টাইপোগ্রাফিক আর বানানিক ভুলের ব্যাপারে আরো সতর্ক সজাগ হওয়া উচিত।
শুভকামনা রইলো।
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
পাঠের জন্য ধন্যবাদ।
ভালো থাকুন।
________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!
__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!
নতুন মন্তব্য করুন