জিজ্ঞাসা মিথ্যা হয় কথায়, বাঁকে বাঁকে উথালা হাওয়ায়
আমার জিজ্ঞাসার ভেতর মুছে যায় চোখ; পরিচিত মুখ
প্রত্যাশিত আশার’চে রোদটুকু চুষে নিক আলোর পোশাক
পতনের কথা ঘুরেফিরে আসুক; এভাবে চলে কি সময়?
আমার আসা-যাওয়া, ঠিক সময়ের সাথে বেড়ে ওঠা অ-মঙ্গল
আমার চেনা অনুভব; তোর পরিচিত চোখে আবিষ্কৃত ব্যাপার
বলছে কি পেলাম না বহুকাল ধরে? কি যেনো স্পর্শ দরকার
আশা আমার প্রিয়বন্ধু; তোর পূর্ণতৃষ্ণা ধরে রাখার যৌথকৌশল
জিজ্ঞাসা মিথ্যা কথায়; হয় না সমাধান
আমার জিজ্ঞাসা ভাবময়, ঝুমবৃষ্টিকাহন
মন্তব্য
'জিজ্ঞাসা মিথ্যা কথায়' কিংবা 'জিজ্ঞাসা মিথ্যা হয় কথায়' এর অর্থ কী?
নতুন মন্তব্য করুন