মানুষ কেনো বেশিদিন বাঁচে

সৈয়দ আফসার এর ছবি
লিখেছেন সৈয়দ আফসার (তারিখ: শনি, ২৬/০৬/২০১০ - ৭:২৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বেদনার সাথে অকারণেই সম্পর্ক ভালো।স্বপ্ন, তুমি বেদনার হাত ধরে বেঁচে থাকো আর সীমিত আকারে অভিমানী হও ঠোঁটে… বেদনা চেকআপ করতে পয়সা লাগে না।তবুও ডাক্তারের কাছে যাওয়া-আসা ক্লান্তিকর অস্বস্তি লাগে

শোনা গেল, বেদনার বয়স বাড়ছে চেপে রাখি। কাউকে কিছুই বলি না। শুধু জিজ্ঞাসা এই যা... মরার পর কী কবিতা লিখা যাবে?কে শুনে কার কথা; শেষমুহূর্তে ঋণ বাড়ছে অনেক; আমাদের গড় আয়ু সাতান্ন! আমাদের গড় উচ্চতা পাঁচফুট তিন; ফলে গড়ে একটাই ঋণ ধরে রাখাও কঠিন

ওহ!... মানুষ কেনো বেশিদিন বাঁচে?


মন্তব্য

উজানগাঁ এর ছবি

বেদনা চেকআপ করতে পয়সা লাগে না।তবুও ডাক্তারের কাছে যাওয়া-আসা ক্লান্তিকর অস্বস্তি লাগে

কবিতাটা সুন্দর। অন্যান্য কবিতাংশের তুলনায় এই লাইন দুটি অপেক্ষাকৃত দূর্বল মনে হয়েছে আমার কাছে। এটা একান্তই আমার ব্যক্তিগত অনুভূতি।

সৈয়দ আফসার এর ছবি

শাওন, কী অবস্থা?
অনেক দিন পর!
লিখেই ব্লগে পোষ্টানো হয়েছে, তোর উদ্ধৃতি লাইন দুটি
অপেক্ষাকৃত দূর্বল মনে হয়েছে
অবশ্যই লাইন দুটি নিয়ে আমি আবার ভাববো...।
ধন্যবাদ।
__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।