সংশয়

সৈয়দ আফসার এর ছবি
লিখেছেন সৈয়দ আফসার (তারিখ: বিষ্যুদ, ০৭/১০/২০১০ - ৪:১১অপরাহ্ন)
ক্যাটেগরি:

ইচ্ছে ছিল তোর সাথে যাবো
ভরা বর্ষায়!
তাই ভিজে গেলো শরীর
উলটো হাওয়ায়

ভরা বর্ষায় বাড়ির চারপাশ জুড়ে
জলভাঙার শব্দে বৃষ্টি গুঁড়ো হয়ে মিলায়
ঝরে চিলেকোঠায়, বারান্দায়
তুই কী জানিস-
আমাদের জলকেলি খেলা নিয়ে
জলে-স্থলে কত সংশয়


মন্তব্য

কাজী মামুন এর ছবি

:-|

=================================
"রঙিন কাফনে মোড়া উৎসুক চোখে
ছায়া ছায়া প্রতিবিম্ব দেখি
মানুষ দেখি না।।"

=================================
"রঙিন কাফনে মোড়া উৎসুক চোখে
ছায়া ছায়া প্রতিবিম্ব দেখি
মানুষ দেখি না।।"

অতিথি লেখক এর ছবি

শেষ স্তবকে ছয় লাইনের ছক্কা পেটালেন দেখছি, এত ভালো লিখেছেন কেন? কোন কথা হবে না!
রোমেল চৌধুরী

নাজনীন খলিল এর ছবি

ভাল লাগল আফসার। কেমন আছো?

অতিথি লেখক এর ছবি

আমাদের জলকেলি খেলা নিয়ে
জলে-স্থলে কত সংশয়

পুরাটাই অসাধারণ!!

-----------------------------
-প্রতিটি দিন-ই হোক, একটি সুন্দর দিন

সাইফুল ইসলাম সুজন [অতিথি] এর ছবি

সংশয়-সন্দেহ থাকবে চিরকাল
যদি এ ধরণিতে থাকে মোদের আবাস-স্থল!@

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।