একটি কান্না সলাজে হাসতে দেখে তুমি ছোটাছুটি করো চিলেকোটায়, উঠোনে। দেখো আমি কেবল হাওয়ারূপে পাখিদের কন্ঠ শোনে চারপাশ ঘুরি; ঘুরে-ঘুরে স্মৃতিস্পর্শ অবলোকন করি, সগৌরবে খুঁজি দেহসুরসহ গোপনমোহ। মুখভর্তি নীরবতা মেখে একটি কবিতা লিখবো বলে কতশত ইশারা খুঁজছি চোখের গহব্বরে
কি করে যে দিনের রূপ ফেটে ওঠে রোদের ভেতর! সন্নিকটে চতুর আকাশ চমকাতে চমকাতে ছায়াভরে দাঁড়ালে ঝরো-ঝরো রোদ্দুর রহস্যভেদ করে নীরবে ঘুমায়; ভরা মজলিসে কি করে বলি আমি— সমস্ত রেখাই একদিন সরলরেখায় দাঁড়ালে আমাদের উজ্জ্বল চোখ অন্ধকারে ঘুমাবে; আমরাও জেগে র’বো অকারণে; আদুরের চোখে…
একটি কান্না সলাজে হাসতে দেখে সেদিন দশখানা বৃষ্টিফোঁটা জমছিল তোমার হাতের প্যাঁচসহ জানালায়, পর্দার আড়ালে
মন্তব্য
দৈনিক এত খোঁজাখুঁজি করে লিখলে তো হবে না। কবিতা আসবে। তারপর, মাথার ভিতর বাসা বাঁধবে। তারপর, কুরে কুরে খাবে সব মগজ। তাপর, মগজ সব শেষ হয়ে গেলে যখন হৃদয়ের দিকে হাত বাড়াবে। তখন বিরক্ত হয়ে বলতে হবে, "যাহ্ ব্যাটা তোকে বিদায়!"
তখন লিখে ফেলা যেতে পারে।
ইচ্ছার আগুনে জ্বলছি...
ইচ্ছার আগুনে জ্বলছি...
পাঠের জন্য ধন্যবাদ।
__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!
__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!
কবিতা খুব ভালো লেগেছে (দুয়েক জায়গায় হোচট খেয়েছি যদিও, সেটা ব্যাপার না)। আপনার লেখা দিন দিন প্রিয় হয়ে উঠছে।
সহব্লগার হিসেবে একটা প্রশ্ন করতে চাই। আপনার সাথে পাঠকের ইন্টারেকশন খুব বেশি দেখা যায় না। আপনি কমেন্ট এত কম করেন কেন? মিথষ্ক্রিয়ার পরিমাণটা কি আরেকটু বাড়ানো যায় না?
ধন্যবাদ।
__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!
__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!
একসময় আমারও কবিতা লেখার খুব বাতিক ছিল
সেই দিনগুলোর কথা ভাবলে কষ্টও হয়, আনন্দও হয়
ধন্যবাদ।
__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!
__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!
নতুন মন্তব্য করুন