বিরহবিলাস

সৈয়দ আফসার এর ছবি
লিখেছেন সৈয়দ আফসার (তারিখ: সোম, ২৫/১০/২০১০ - ৮:৪৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ভাবার যত বিষয়ই থাক; ঘোর অন্ধকারে বিছানায় শুয়ে পুরনো গান শুনলেই কেনো জানি তোর মুচকি হাসির মুখোচ্ছবি দূর অন্ধকারে উড়ে পিপাসাধিক মৌনহাওয়ায়! মৃদু সংক্রমণ আর বিরহবিলাস একই গতিপথে হেঁটে যাচ্ছিল বলেই কি চোখকেও আলোকিত করে?

সব পথ জানাশোনা ছিল, তাই পথ চিনে কত আগেই চলে গেলে অনেক দূরে... কেনো যে এখনো মাঝেসাঝে আসিস ঘুমঘুম চোখসহ গানের পরতে হেসে ও ভেসে!

কিছুই অবশিষ্ট ছিল না বলে অধিক পিপাসা... তাড়া যত এভাবেই শেষ হবে দিনের পর দিন মিশিয়ে যেমন, পুরনো বছর। খুব কাছ থেকে দেখছি টান-টান আওয়াজ, ইচ্ছে বিরুদ্ধে টানছি;টেনে রাখছি ঐচ্ছিক নিয়ম… কেনো যে ঘুমের ভেতর কৌতূহলি করিস আরো একটি ঘুম; আপেলবাগান…
--------------
২৫-১০-২০১০


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

অসাধারণ, হৃদয়ের তন্ত্রী কাঁপিয়ে ছাড়বেন দেখছি!
রোমেল চৌধুরী

সৈয়দ আফসার এর ছবি

ধন্যবাদ।
ভালো থাকুন।
__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

কাজী মামুন এর ছবি

"কেনো যে ঘুমের ভেতর কৌতূহলি করিস আরো একটি ঘুম; আপেলবাগান…"

চলছিল ভালোই! হঠাৎ করেই কি শেষ করে দিলেন?

=================================
"রঙিন কাফনে মোড়া উৎসুক চোখে
ছায়া ছায়া প্রতিবিম্ব দেখি
মানুষ দেখি না।।"

=================================
"রঙিন কাফনে মোড়া উৎসুক চোখে
ছায়া ছায়া প্রতিবিম্ব দেখি
মানুষ দেখি না।।"

সৈয়দ আফসার এর ছবি

"আপেলবাগান…"
সব শেষ এখানেই থামতে হয়।
হাহাহা
ধন্যবাদ আপনাকে।
__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

সুলতানা পারভীন শিমুল এর ছবি

"সব পথ জানাশোনা ছিল, তাই পথ চিনে কত আগেই চলে গেলে অনেক দূরে..."
চেনা ছিলো বলেই চলে যাওয়া...

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

সৈয়দ আফসার এর ছবি

"চেনা ছিলো বলেই চলে যাওয়া..."
সেটাই ভাবছি
ধন্যবাদ।
__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

অতিথি লেখক এর ছবি

বিরহবিলাস

শিরোণামটা বেশ ভালো লেগেছে

----------------------
প্রতিটি দিন-ই হোক, একটি সুন্দর দিন

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।