নীরব অন্ধকার

সৈয়দ আফসার এর ছবি
লিখেছেন সৈয়দ আফসার (তারিখ: বিষ্যুদ, ২৮/১০/২০১০ - ৮:৩৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আমি হাঁটি, বোধে মিশে আরেকটু পাশাপাশি
হাঁটার মাঝখানে আমাদের দূরত্ব ঠিক কত?
হাঁটার মাঝখানে আমাদের নীরবতা কত?
জানো না বলেই
নতমুখে আকাশে তাকাও আর বলো—
শেষ পরাজয় দেখি না বলে
দূরত্ব এভাবেই শেষ হবে না নীরবতায়
২.
অন্ধকার; বড় আদরের নাম
অন্ধকার যে রঙ মাখে
সে রঙটাই বেশি প্রিয়
অন্ধকার চোখে জড়ালে নাক টানাটানি
ভারী অন্ধকারই একদিন হবে চিরস্থায়ী
তুমি ডাকবে যখন, জাগবো আমি…


মন্তব্য

সুমিমা ইয়াসমিন [অতিথি] এর ছবি

হাঁটার মাঝখানে আমাদের দূরত্ব ঠিক কত?
হাঁটার মাঝখানে আমাদের নীরবতা কত?

খুব চমৎকার!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।