হালকা থেকো আশায়

সৈয়দ আফসার এর ছবি
লিখেছেন সৈয়দ আফসার (তারিখ: বুধ, ০৩/১১/২০১০ - ৮:৫০অপরাহ্ন)
ক্যাটেগরি:

দেহের সাথে মিশে যাচ্ছো তাড়া! অনতিদূরে আসা-যাওয়া মানে আদিপ্রকরণ, শালবন, বিবিধহাওয়া। সর্বশোক ক্রমে ক্রমে জেগেছে অপেক্ষাগাছে, বুঝা গেল এইখানে তুমিও উপলব্দিতে ঘুরো আর স্পর্শে মিশাও যৌথরহস্য, নীলরঙ, কামনাফুল, আবছায়া। এভাবেই আগ্রহ সরে যেতে যেতে বাড়ে মৃদুলুপ্ত উষ্ণতা! বাড়ে দায়বদ্ধতা, ভরাআগ্রহ, আর্তনাদ...

প্রেরণা, একাকী যেতে চাই কিন্তু পারি না; মূলকথা নীরব দর্শক! আপাতত কিছুই চেষ্টা করি না, সুঝোগ পেলেই গুটিয়ে রাখি গোপন ইশারা, পরস্পর জিজ্ঞাসা... নিজেরাই মিশে থাকি ধ্যানে, শ্বাস টেনে টেনে ঘুমোনোই ভালো ভাঙা-ভাঙা ঘুমে…

কিন্তু পক্ষপাত আমারই গত যৌবণার মতো অর্ধেক আশা দিলেই হাসে! এমন ভাবখানার বয়স বাড়ছে জেনে আমাকে গিলে ফেলছে চিরস্থায়ী ঘুমে। ঈর্ষাকথা হও চুপচাপ, হও সন্ধ্যাপোষাক। ইচ্ছারা দুশ্চিন্তা করো না; হালকা থেকো সকল আশায়


মন্তব্য

ফারাবী [অতিথি] এর ছবি

আপনার কবিতা প্রায়-ই পড়ি এখানে, ভাল লাগে। তবে সবসময় মন্তব্য করে সাহস পাইনা। বেশিরভাগ-ই বুঝি না কিনা। কবিতা ভাল লাগতে বোঝাটা জরুরি- এমন দাবি করা বোকামি। তবুও মাঝে মাঝে যা একেবারেই বুঝি না তাতে মন্তব্য করাটাও বোকামি ঠেকে বৈকি।

এটাও যথারীতি বুঝিনি, তবে না-বোঝার মাঝে মাঝেও বোঝার আনন্দ ঝিলিক দিয়ে গেছে। বিশেষ করে এই অংশে-

"প্রেরণা, একাকী যেতে চাই কিন্তু পারি না; মূলকথা নীরব দর্শক! আপাতত কিছুই চেষ্টা করি না, সুঝোগ পেলেই গুটিয়ে রাখি গোপন ইশারা, পরস্পর জিজ্ঞাসা... নিজেরাই মিশে থাকি ধ্যানে, শ্বাস টেনে টেনে ঘুমোনোই ভালো ভাঙা-ভাঙা ঘুমে…"

প্রেরণা ছাড়াও মাঝে মাঝে চলতে হয় কবিকে, অনাদৃত থাকাই কবির নিয়তি যে! তবু কবি আশায় বুক বাঁধে, তার কলম বহে যায় নিরন্তর।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।