গানে মাখামাখি সুরে আকাল, কবিতার ঘোরে নেচেছি বহুকাল... এখন শুধু জ্বালা বইয়ের পৃষ্ঠায় তোর মিথ্যুক স্মৃতি, কাউকে বলিস না কেনো তুই হ’লি একেলা
গান না কবিতা এ বিষয়ে তোর খোলাখুলি ফায়সালা দুটিই ভালো।এ বিষয়ে আমার দ্বিমত কখনোই ছিল না। লোকগান কিংবা কবিতা জীবনের ভাঁজে-প্রভাঁজে জলছবি আঁকে। সময়ের টুকিটাকি আশা স্বকণ্ঠে একাই চাখে। কাউকে বলি না কিছু; পরে ভুলতে পারবো না জেনে
কবিতা দুর্বোধ্য জেনে গানটাই বেছে নিলে— কবিতা কাকে শোনাই? সব অপ্রস্তুত রেখে সেই যে চলে গেলে মেহদি রাঙানো হাতে... কবিতা না গান কোনটি ছোঁব আগে। গান ছুঁলে দুঃখের মতো বিরহ লাগে; কবিতা সে-যে হাসি-পড়শি, পাশের বাড়ি... তাকে ছুঁয়ে ফেললে কবিতার ছন্দ-দ্বন্দ্ব সবই হারাই— তীব্র আবেগে শোকাগ্নি কেটেকুটে রাত্রিসুর সাজাই
মন্তব্য
চমৎকার লাগলো
---আশফাক আহমেদ
পাঠের জন্য ধন্যবাদ।
ভালো থাকুন।
__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!
__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!
সে-তো ভাববার বিষয় আফসার!
আমারও তাই মনে হয়।
ধন্যবাদ।
__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!
__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!
কবিতার ছন্দে ঝংকৃত হলাম!
শুভকামনা কবি।
kabir.aahmed@yahoo.com
প্রশ্নবোধক
ধন্যবাদ।
ভালো থাকা হউক।
__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!
__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!
দারুণ!
পাঠের জন্য ধন্যবাদ আপনাকে।
__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!
__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!
এই সময়ের মোক্ষম প্রশ্ন। কবিকেই দিতে হবে এর উত্তর। শেষ পর্যন্ত দার্শনিকতা কাব্যরস সৃষ্টিতে কবিকে নানা ধরনের দুর্বোধ্যতা ও অস্পষ্টতায় নিমজ্জিত করে। আমরা কি সেই কাচা সোনা রোদ মাখা সকাল কমলালেবুর মতো করে হাতের মুঠোয় ধরতে পারবো, যাতে করে গল্প-উপন্যাসের পরিধি পেরিয়ে সমঝদার পাঠক কাব্যানুরাগী হবে?
এমন প্রশ্নের মুখোমুখি দাড় করিয়ে দেবার জন্য কবিকে ধন্যবাদ।
-----------------------------------
যে মাঠে ফসল নাই তাহার শিয়রে
চুপে দাঁড়ায়েছে চাঁদ — কোনো সাধ নাই তার ফসলের তরে;
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
ধন্যবাদ।
__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!
__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!
আমার কাছে গান বা কবিতার হিসাব অনেকটাই সোজাসাপ্টা- একটা চলে কানে-মুখে; আরেকটা চলে হাতেলিখে; একটা বহুলাংশে অভিসারী কিন্তু আরেকটা অপসারী.........তবে সব ক্ষেত্রেই তা অনুভূতির প্রতিচ্ছবি যদি তার কেন্দ্রস্থল অন্তঃকরণ হয়
-অতীত
প্রীত।
ভালো থাকুন।
__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!
__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!
নতুন মন্তব্য করুন