আরশি-লিপ্সা

সৈয়দ আফসার এর ছবি
লিখেছেন সৈয়দ আফসার (তারিখ: বিষ্যুদ, ০৬/০১/২০১১ - ৮:০১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

‘একটি জটিল আয়ুরেখা’ চিরকাল হাত খুলে দেখায়
হারিয়ে যাওয়া; না-যাওয়া; সেও এক চিন্তানুভবফুল
যেহেতু তুমিও আত্মকাহিনিতে লেগে আছো; বাদবাকি
স্বার্থরক্ষার ভয়ে জড়িয়ে রাখছো আঁকাদৃশ্য; অস্থিসার
চুপিচুপি ফিরিয়ে দাও স্মৃতি-সম্পর্ক, চিহ্ন ও সুতায়

প্রথম-প্রথম কোন কথা বললে, দ্বিতীয় কথার ভেতর
বদলে ফেলা যায়; শুধু কিঞ্চিৎ মিথ্যা বলার ফর্মূলা
-জানা দরকার
জানার ভেতর যে রহস্য, তা কোত্থেকে আসে? তাকে
কি খাবো? মনে পরাবো? না বুকে রেখে ঠোকরাবো?
কারণ— ধ্বংস হবার পূর্বে আমাদের হৃদপিণ্ডের
বিষফল কাটছে করাত, আলজিভও কাটছে দ্বিধা ও ধার
তোকে জড়িয়ে ধরার শখ যেন স্মৃতি, সেই ছোট্টবেলাকার


মন্তব্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

আফসার ভাই আপনার কবিতা চমৎকার লাগে। কিন্তু আমার লেখায় আমার মন্তব্য পাইনা বলে আমিও মন্তব্য করতে দ্বিধায় পড়ে যাই। হাসি

সৈয়দ আফসার এর ছবি

মাহবুব ভাই,
সশ্রদ্ধ শুভেচ্ছা।
আপনার মন্তব্য পেয়ে ভালো লাগছে।
আমি সাধারণ পাঠক, পাঠ করাই মুখ্য আমার কাছে।
আপনার প্রায় লেখাই পড়ি, এবং চেষ্টা করি সচলের সবার লেখা পড়তে।
কিন্তু মন্তব্য করা হয় না, এই আর কি...
ভালো থাকুন।

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

ফাহিম হাসান এর ছবি

প্রথম লাইনটা দারুণ। একেবারে দাগ কেটে গেল।

সৈয়দ আফসার এর ছবি

প্রীত...।
ভালো থাকুন।

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

রোমেল চৌধুরী এর ছবি

মৌনতার মাঝে কিছু কিছু শব্দ চমকে দেয়, কিছু কিছু কল্পনা নোতুন চোখ আর নোতুন দৃষ্টি দেয়। আর তখনি তোমার কবিতা না দেখা দৃশ্যের ভেতরটা দেখায়। ভালো থেকো কবি!

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।