একটি ঘুমের নদী

সৈয়দ আফসার এর ছবি
লিখেছেন সৈয়দ আফসার (তারিখ: শুক্র, ১১/০২/২০১১ - ৮:৫৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

অবশেষে তোর চোখের আদর খুঁজতে আসা
রহস্যফল একাকী খুলে যায় রাত্রির ভেতর!
সোজাসুজি মার্জনা করলে শব্দদেহে শতভাগ
নিশ্চয়তা পাবে, বাকিটুকু ভীত, স্বার্থপর
অপ্রস্তুত দৃষ্টি কিছু লিখছেন? এই হল ম্যাপ
চোখে খুঁজে দেখুন, পুরো পৃথিবীর পথ পাবেন

এইপথ বৃষ্টিবর্ষা কিছুই খুঁজে না, খুঁজে কেবল
মর্মবেদনা
দীর্ঘশ্বাস স্বপ্নে-গন্ধে অন্ধকারের গল্প বুনে যায়!
একটি শব্দ পর্দার আড়ালে লোকচুরি খেলছে—
দেখে বাতাসের মৃদু আওয়াজ উড়ে যাচ্ছে বনে

কিন্তু আমাকে সন্দেহ করছে জীবনসহ শীতযাপন
ভাবছি শেষ পর্যন্ত আমার শীতঘুম কি ভাসিয়ে
নিয়ে যাচ্ছে আরো একটি গোপন ঘুমের নদী


মন্তব্য

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

ভালো লাগলো।

অতিথি লেখক এর ছবি

হাততালি
---------------
Sad Stories
Sad Songs

রোমেল চৌধুরী এর ছবি

এইপথ বৃষ্টিবর্ষা কিছুই খুঁজে না, খুঁজে কেবল
মর্মবেদনা
দীর্ঘশ্বাস স্বপ্নে-গন্ধে অন্ধকারের গল্প বুনে যায়!

ভালো লেগেছে এই সত্যালাপ।

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

অতিথি লেখক এর ছবি

সুন্দর!!!

-অতীত

অতিথি লেখক এর ছবি

মনে হলো কবিতাটির অলি গলি পাড়ায় পাড়ায় বিছিয়ে আছে বিষন্নতার নকশীকাঁথা
চলুক চলুক
ভালো লাগলো

--- নুশান

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।