স্বপ্নভাঙার খেলা

সৈয়দ আফসার এর ছবি
লিখেছেন সৈয়দ আফসার (তারিখ: সোম, ০৪/০৪/২০১১ - ৫:২৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ঘুমের ভেতর স্বপ্নকে মধুকর মনে হয়
স্বপ্নের ভেতর কখনও হাসি, কখনও কাঁদি
মাঝরাতে গভীর ঘুম বিশ্রাম পায়!
ঘুম ভাঙলে সিগ্রেটের ধোঁয়া অন্ধকারকে
জিজ্ঞেস করে— কোল বালিশের পাশে
কেন দাঁড়িয়ে থাকে শেষ রাত্রির একাকীত্ব!...

স্বপ্ন জানে না, আমার চোখে জমা কত অজানা ভয়
একাকীত্ব জানে কী? চোখের গভীরতা কাকে তাড়ায়!


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

চমৎকার আফসার ভাই চলুক

ঘুম ভেঙ্গে জেগে ওঠা একাকীত্বতে সিগারেটের ধোঁয়া একটু কি কৃত্তিমতার ছাপ দিয়েছে?

অতীত

সৈয়দ আফসার এর ছবি

পাঠের জন্য সাধুবাদ জানাই।
ভালো থাকুন।

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।