দিদি কখনও বলেনি

সৈয়দ আফসার এর ছবি
লিখেছেন সৈয়দ আফসার (তারিখ: বুধ, ০৬/০৪/২০১১ - ৯:৪৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

দিদি, আপনার চোখের দিকে তাকালে স্থির হয়ে যাই
কিছু বলার আগে লুকিয়ে ফেলি চোখের নীরব ভাষা
চোখে চোখ না-রেখে ঠিক সামনে তাকাই, আর বলি—
আপনার দু’টি চোখ না-ঘুমোতে, না-ঘুমোতে এমন যে
চোখের নিচ আরো কালো হয়ে যাচ্ছে!

সাক্ষাতে, ফোনালাপে কতবার বলেছি নিয়মিত ঘুমান
দিদি, আমার কথা রাখেনি; বারবার বলছে : মাঝে-
মধ্যে ঘুমের সমস্যা দীর্ঘ দিনের, এই আর এমন কি…
সময়ে সব ঠিক হয়ে যাবে

দিদি, দীর্ঘ দিন আমিও অসুস্থ ছিলাম। তাই অনেক
দিন আপনার সাথে কথা হয়নি! আপনাকে বলা হয়নি
বেশ কিছু দিন ধরে আমারও দু’চোখে ভাল ঘুম নেই
আমাকে ডাকছে স্বপ্নভরা শেষরাত্রি, বলছে ঘুমাব কী?
ভোরের শব্দ শুনবো বলে দিদির মত আমিও একাকী
সারারাত জেগে থাকি

দিদি কখনও বলেনি! কাকে ভেবে জমালো চোখে কালি
________________
ছয় এপ্রিল দুইহাজার এগারো


মন্তব্য

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

বিপদে ফেলে দিলেন কবি! আমি কি ঠিক বুঝলাম? নাকি কিছুই বুঝলাম না!

কিছু জায়গায় যতি চিহ্ন দিয়েছেন, আবার কিছু কিছু জায়গায় যতি চিহ্ন দেননি। কেন?


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

সৈয়দ আফসার এর ছবি

কবি বলে সম্ভোধন করলে লইজ্জা লাগে
অ-কবিতাটি পাঠ করেছেন জেনে প্রীত হলাম।

তবে বিনয়ের সাথে বলি-
যতি চিহ্ন নিয়ে কখনো ভাবি না। কেন ভাবি না তাও জানি না। অনেক সময় চাই যতি চিহ্ন এড়িয়ে চলি কিন্তু পারি না। সে আমার ব্যর্থতা কিংবা সীমাবদ্ধতা বলেই মানি কেননা
বাংলা কবিতা তো বটেই সমকালীন বিশ্বকবিতায় বিরাম চিহ্নের প্রয়োগ লক্ষ্য লক্ষ্যণীয় ভাবে বিরল, গৌণ; সচেতন ভাবে কোথাও কোথাও রহিত বা বিলুপ্ত। এর পেছনে কেবল কবিতার আধেয়গত বিবেচনাই নয়; দার্শনিক কারণ তো রয়েছে বটেই।

নিরেট গদ্যের মুক্তি গদ্যের পারস্পরিক শৃঙ্খল থেকে আকরিক অর্থে মুক্তি দেয়াই নয়; কবিতা যেহেতু ধারণ করে কল্পনার বিপুল স্বাধীনতা, পয়গাম্বর সুলভ বাচনিক স্পর্ধা এবং অপরদিকে বিরামচিহ্ন যেহেতু সেই স্পর্ধা বা স্বাধীনতাকে শিকলবন্দি করে রাখতে চায়, ফলে আধুনিক বিশ্বকবিতায়(বাংলা সাহিত্যে তো বটেই)বিরাম চিহ্নের প্রয়োগ বলতে গেলে প্রায় বিরল এলিয়ট, পাউন্ড, অডেন বা হীনি তাঁদের নতুন কাব্য ভাষায় বিরাম চিহ্নের উপযোগকে রীতিমত সীমিত করে তুলেন।বাক্যের সম্পূর্ণতা, শ্বাস-প্রশ্বাসের সঙ্গে সঙ্গতি ইত্যাকার নানাবিধ বন্দিত্ব থেকে মুক্তি ছাড়াও কবিতার স্তবক ও পঙক্তিগুলোকে দিগন্ত বিস্তারি স্বাধীনতা দেন, এতে আধুনিক মানুষের মনন ও চিন্তা কাঠামোই বস্ততঃ প্রতিফলিত হলো, পাঠকের অভ্যস্ত পঠন প্রক্রিয়ায় পরির্বতন নিয়ে আসাই এর প্রধান উদ্দেশ্য হলেও; অন্তরালে রয়েছে কল্পনার স্বাধীনতা, অস্থিত্বচিন্তা ও চেতনার কার্যকর অনুশীলন— এরকম কিছু দার্শনিক ও মনোস্তাত্ত্বিক উপযোগ

বাংলা কবিতায় বিরামচিহ্ন কখনোই তেমন কোন তাৎপর্য বহন করেনি মধ্যযুগের বাংলা কবিতায় পয়ার ছন্দে দাড়ি’র ব্যাপক ব্যবহার লক্ষ্যণীয় ভাবে পরিলক্ষিত হলেও পরবর্তীতে মধুসুদন এই অপ্রয়োজনীয় নিগড় থেকে কবিতাকে মুক্তি দেন। ইংরেজী কবিতার আদলে বিরাম চিহ্নের প্রয়োগকে নতুন ভাবে সঙ্গায়িত করেন। তিরিশে পঞ্চপাণ্ডবদের কবিতায় বিরাম চিহ্নের প্রয়োগ রীতিমত চমকপ্রদ কিন্তু লক্ষ্যণীয়ভাবে গৌণ হয়ে ওঠে। চল্লিশের সৈয়দ আলী আহসান বিরাম চিহ্নের প্রয়োগ প্রায় বর্জন করে আধুনিক বাংলা কবিতার ভাষায় এক নতুন গতি সঞ্চার করেন, জেমস্ জয়েসের ইউলিসিসে’র আদলে বাংলা গদ্যের প্রবাদপুরুষ কমল কুমার মজুমদার ‘সুহাসিনীর প্রমেটম’ নামে সম্পূর্ণত বিরামচিহ্নহীন আশ্চর্য উপন্যাস রচনা করেন। তাই নয় কী?
আমি আসলে ভালো করে ঘুচিয়ে কথা বলতে পারি না।
ভুল হলে মার্জনীয়।
ভালো থাকুন।

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

রোমেল চৌধুরী এর ছবি

ব্যতিক্রম জীবনানন্দ।

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

সৈয়দ আফসার এর ছবি

চিন্তিত

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

হুঁশিয়ার কবি। সচলায়তনে রোমেল স্যারের কবিতার ক্লাশ কিন্তু চলছে।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

T M Ahmed kaysher এর ছবি

Bah, khub valo legeshe, Afsar! Khub sohoj othocho mormomule khub chuye jay!!!

সৈয়দ আফসার এর ছবি

ধন্যবাদ কায়সার ভাই।

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

আরণ্যক টিটো এর ছবি

অনুভব করলাম, ঘুম ও ঘুমহীনতার অনুভব, ...

সৈয়দ আফসার এর ছবি

ধন্যবাদ।

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

হুমায়রা এর ছবি

খুব ভাল লাগলো।

সৈয়দ আফসার এর ছবি

আপা, ধন্যবাদ।
ভালো থাকুন।

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

বইখাতা এর ছবি

কবিতাটা ভাল লেগেছে।

সৈয়দ আফসার এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

রোমেল চৌধুরী এর ছবি

অনেকদিন পর একটি সম্পন্ন কবিতা পড়লাম।

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

সৈয়দ আফসার এর ছবি

ধন্যবাদ।

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

বিবাগিনী এর ছবি

ঘুমানো হয়না অনেকদিন।অথবা অনেক বছর।চোখের কালিটা এখন না থাকলেই দেখতে আজব লাগবে আমাকে।
শেষরাতে ঘুমের অবশ করা হাতছানি খুব গা ছমছমে।হার মানার ভয় কাজ করে মনে।
দিদি আর আপনি দুজনই ভাল থাকুন।

‌‌::একাকিত্বের বিলাস আমার অনেকদিনের সাধ::

সৈয়দ আফসার এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

ইন্দিরা মুখার্জি এর ছবি

ভালো লাগল কবিতাটি !

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।