সাঁই, ত্রিশটি বঙ্গাব্দ জীবনের গ্লানি টেনে-টুনে
কীভাবে যে হারিয়ে গেল! একত্রিশে এসে তোমার
কাছে এই প্রশ্ন— এত ঋতু চোখের সামনে গেল
বর্ষা-বসন্ত এলো, একটুও বদলাইনি আমি…
যেমন বদলায়নি হ্যান্ডসাম-রুচি, অপেক্ষাবাগান
কেন যে আমি সেই আমারই মতন!
তোমার তুলনা কেবলি তুমি— যায় দিকে আয়নাও
ফিরে-ফিরে তাকায়। পিছে কেবল একজন দোটানায়
তেটানায় ভাবে ১৪১৭ বঙ্গাব্দ শেষমুহূর্তভাবনা…
অন্ধকারেই প্রকাশ হউক তোমার চোখের সুষমা?
গোপন আয়না জানে কী? সবুরটুকু কোথায় জমা
______________
৩০শে চৈত্র ১৪১৭ বঙ্গাব্দ
মন্তব্য
একটু আগেই একজন অতিথি লেখকের কবিতায় মন্তব্য করেছি,বাংলা কবিতায় বৈশাখ বুঝি সবচেয়ে উপেক্ষিত ঋতু। আপনার কবিতায় বেজে উঠা সংক্রান্তির সুর সেই কথাটিকেই আবার মনে করিয়ে দিল।
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
নতুন মন্তব্য করুন