সব দেখি, সব ঘটনা-রটনা আমাকেও বুঝে
ইচ্ছে করে রহস্য প্রাণে উড়াই ইচ্ছে প্রতারণা
কামনা জর্জর সম্পর্ক এমন যে, প্রাণও খুঁজে
কি আশ্চর্য, নিজের চোখটিও নিজে দেখি না
গালে রেখে হাত কি ভাবছো? একবার কও
সুদূরতা কতদূর থাকে, বিমর্ষ স্নেহের অতীত
সম্মুখে বসিবার আগে যত্নভরে একবার জাগাও
আগুনে পোড়াব না, সামলাও ব্যর্থ দু’টি হাত
আর্তনেশায় চমকে ওঠো, রাত জাগে হতাশায়
একা দাঁড়িয়েছি, একা দাঁড়াব স্বজনের ছায়ায়
মন্তব্য
ছুঁয়ে যায়। বিশেষ করে শেষ লাইনটি ভীষণ...
ডাকঘর | ছবিঘর
ভাল লেগেছে।
নতুন মন্তব্য করুন