বিবৃতি

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি
লিখেছেন সৈয়দ আখতারুজ্জামান (তারিখ: বিষ্যুদ, ২২/০৫/২০০৮ - ২:০২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

রাতটুকু শেষ হয়ে যায় - মুহূর্তের স্বপ্ন-চূর্ণ
ডানা ঝাপটিয়ে উড়ে চলে যায়, শূণ্যে;
চোখ মেলে চেয়ে দেখি আলোর পসারা মেলেছে আকাশ।

আমাকে বিবর্ণ করে তোলে উজ্জ্বল ভোরের আলো
আলোর রেখায় ভেসে ওঠে রেললাইনের মতো পথ
তারপর পথ চলা - আগুনের ফুলকি উড়িয়ে পথে
তারপর পথ চলা - অবিশ্রান্ত প্রহরের সিঁড়ি গুনে
বুকের যন্ত্রণা ভুলে অক্লান্ত অর্থের দাসী
পাথরের বুক চিরে ছুটে চলি অমোঘ গন্তব্যে।

দিনটুকু শেষ হয়ে যায় - এ শরীর গ্রাস করে
নিয়তির ক্লান্ত অন্ধকার, অন্ধকারে জেগে থাকি
মৃত্যুর ঘ্রাণ আসে নাকে - স্বপ্নেরা বোঝেনা ব্যথা
গড়ে তোলে বুকের ভেতর অহেতুক শূণ্য ঘর-বাড়ি।


মন্তব্য

শেখ জলিল এর ছবি

হা। এইতো যাপিত জীবন!

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

মাঝে মাঝে মনেহয় - আর পারছি না।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আমাকে বিবর্ণ করে তোলে উজ্জ্বল ভোরের আলো
আলোর রেখায় ভেসে ওঠে রেললাইনের মতো পথ
তারপর পথ চলা - আগুনের ফুলকি উড়িয়ে পথে
তারপর পথ চলা - অবিশ্রান্ত প্রহরের সিঁড়ি গুনে
বুকের যন্ত্রণা ভুলে অক্লান্ত অর্থের দাসী
পাথরের বুক চিরে ছুটে চলি অমোঘ গন্তব্যে।

আহ্...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

শাহীন হাসান এর ছবি

অন্ধকারে জেগে থাকি
মৃত্যুর ঘ্রাণ আসে নাকে - স্বপ্নেরা বোঝেনা ব্যথা
গড়ে তোলে বুকের ভেতর অহেতুক শূণ্য ঘর-বাড়ি।

মূলত কোনো ইমারত গড়তে আসিনি ...
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

পুতুল এর ছবি

চমৎকার!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

নজরুল ভাই, শাহীন ভাই, পুতুল আপনাদের সবাইকে মন্তব্যের জন্য ধন্যবাদ। আরো লেখার উৎসাহ পাচ্ছি।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।