তোমার কাছে মনের কথা বলি
কিছুটা তার শুনতে পাও
কিছুটা যায় স্রেফ জলাঞ্জলি।
তোমার আছে নানান কাজে হাজার মতামত
কিছুটা তার বলতে পারো
কিছুটা তার হারিয়ে ফেলে পথ।
পথের খোঁজে আমরা হাঁটি পথের চারিপাশ
যে যার পথে যোজন দূরে হাঁটছি বারো মাস
(ও আমার প্রাণের দোসর সই -
পথের দেখা পেলাম কই?)
বয়েস হলো সন্ধ্যা এলো বনের ছায়া বাড়ে
চোখের আলো ফুরিয়ে গেলো নিকষ অন্ধকারে
মনের কথা রইলো মনে বাড়ছে নিরবতা
ও সই, এ কেমন রসিকতা।
(ও সই, কান পেতে শোনো
আমাদের আর কথা নেই কোনো।)
মন্তব্য
মনের কথার অনেকটা জলাঞ্জলি দিতে হয় জীবনে!
খুব সুন্দর কবিতা!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
তীরুদা, আপনার সার্টিফিকেট যখন পাইছি তখন আর আমারে ঠেকায় কে! সাহস নিয়া সামনে আগায়া যাই, কী বলেন?
কবিতাটা গীত হবার অপেক্ষায় প্রহর গুণছে মনে হচ্ছে। গীত হলে বেশ লাগবে।
................................................................
আমার সমস্ত কৃতকর্মের জন্য দায়ী আমি বটে
তবে সহযোগিতায় ছিল মেঘ : আলতাফ হোসেন
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী
খাঁটি কথা।
নুশেরা তাজরীন, আপনার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। মুজিব ভাই এবং আপনি যেভাবে বললেন তাতে হারমোনিয়াম নিয়ে না বসলেই নয়। দেখি কি করা যায়। আর যদি কোন সচল গীতিকার বন্ধু সুর নিয়ে এগিয়ে আসেন তাহলে তো কোনো কথাই নেই।
মুজিব ভাই, সত্যি বলছেন তো? অর্ণবের সাথে যোগাযোগ করবো? বালামের সাথেও খাতির আছে। আমার একটা ব্র্যাণ্ডের জিঙ্গেল উনি সুর এবং কম্পোজ করে দিয়েছিলেন। ওটা এখন নানা চ্যানেলে বেশ যাচ্ছে।
একদম ঠিক। দেখেন বালাম বা অর্ণব এদের দিয়ে সুর করাতে পারেন কি না। গায়ও যদি ওরাই তাহলে তো কথাই নেই। ফাটাফাটি হবে।
আপনি অবশ্য লাইনেই আছেন বোঝা যাচ্ছে।
................................................................
আমার সমস্ত কৃতকর্মের জন্য দায়ী আমি বটে
তবে সহযোগিতায় ছিল মেঘ : আলতাফ হোসেন
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী
পথের খোঁজে আমরা হাঁটি পথের চারিপাশ
যে যার পথে যোজন দূরে হাঁটছি বারো মাস ...
সুর আসে ভেসে ....
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
শাহীন ভাই, যে সুরটা আসছে সেইটা একটু শেয়ার করেন। আমি হারমোনিয়াম বসছি কিন্তুক সুর আসতাছে না....
আখতারুজ্জামান ভাই, আপনার সব লেখাই পড়া হয়.. মন্তব্য করা হয়ে ওঠেনা যদিও !
দারুণ লিখছেন বস..
ভালো থাইকেন
আপনার লেখাও সব সময় পড়ি। আর মন্তব্য করেও হেব্বি মজা পাই। আবার দেখা হবে কবে?
বয়েস হলো সন্ধ্যা এলো বনের ছায়া বাড়ে
চোখের আলো ফুরিয়ে গেলো নিকষ অন্ধকারে
লাইন দুইটি অসম্ভব ভালো লাগলো।
---------------------------------------------------------
পৃথিবীর সব সীমান্ত আমায় বিরক্ত করে। আমার বিশ্রী লাগে যে, আমি কিছুই জানিনা...
---------------------------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন
লেখা তবে সার্থক হলো।
নতুন মন্তব্য করুন