ছুটি ছুটি দরজায় কড়া-নাড়া নেই

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি
লিখেছেন সৈয়দ আখতারুজ্জামান (তারিখ: বিষ্যুদ, ২৯/০৫/২০০৮ - ১১:৩৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

এখানে ছুটির ঘন্টা বাজে মেঘে মেঘে
ছুটি ছুটি দরজায় কড়া-নাড়া নেই
গর্জনের বন থেকে ছায়া ডাকে ইশারায়
লালদিয়া চর থেকে বেগবান মেঘ
আমনের ধান ক্ষেত পার হয়ে যায়
ডেকে বলে যায় -
“চলে আয় বলেশ্বরের কোলের কাছে”
ডেকে যায় ইশারায় যুবতী মেঘেরা
উতসব অভিসারে -
দক্ষিণ সমুদ্র ছুঁয়ে উত্তরে, সংঘাতে
মাঠ পাড় হয়ে নদীর কিনারা, একান্তই ছুটি
তারপর খোলা প্রান্তরে কেবল অবসর
দু’হাতে বিষন্ন বেড়ালের মতো অঢেল ভ্রমণ
কেবল অস্পষ্ট পতনের শব্দে জেগে থাকে পথ...

এখানে ছুটির ঘন্টা বাজে মেঘে মেঘে
ছুটি ছুটি দরজায় কড়া-নাড়া নেই।

(তরুণ বয়সে সাইকেলে দেশ ভ্রমণে বেড়িয়েছিলাম। চষে বেড়িয়েছি গ্রাম, গঞ্জ, বন্দর, বলতে গেলে সারা দেশ। কতো যে নদীর দেখা মিলেছে, খাল, বিল, হাওড়ের, কতো যে মানুষ দেখেছি তখন, বলে শেষ করা যাবে না। সেই সময়ের স্মৃতিগুলো বিচ্ছিন্নভাবে উঠে এসেছে আমার নানা কবিতায়, নানাভাবে। এই কবিতাটি সেই সময়ের (১৯৯৯ সালের) লেখা একটি কবিতা, নতুন নয়। খুব ভালো কিছু হয়নি, কিন্তু আমার অসম্ভব প্রিয় কিছু কবিতার একটি।)


মন্তব্য

মুজিব মেহদী এর ছবি

অক্ষরবৃত্তের নাচ আছে কবিতাটায়।
বাক্যের পর বাক্যে ছবিগুলোর বদলে যাওয়াটা সাইকেলের গতির চেয়েও দ্রুতগতির যেন।
................................................................
আমার সমস্ত কৃতকর্মের জন্য দায়ী আমি বটে
তবে সহযোগিতায় ছিল মেঘ : আলতাফ হোসেন

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

মতামতের জন্য অনেক ধন্যবাদ, মুজিব ভাই।

স্নিগ্ধা এর ছবি

দু’হাতে বিষন্ন বেড়ালের মতো অঢেল ভ্রমণ
কেবল অস্পষ্ট পতনের শব্দে জেগে থাকে পথ...

এখানে ছুটির ঘন্টা বাজে মেঘে মেঘে
ছুটি ছুটি দরজায় কড়া-নাড়া নেই।

সুন্দর !!

faruk wasif এর ছবি

vai. akhtar
khub apluto hoye bolchi,
নদী পার হয়ে পাহাড় দিগন্ত, ei lintar r dorkar nei.
kbitata khub bhalo lage eituku charai.

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

কিভাবে মিলে গেলো জানি না। আমিও খুব অস্বস্তিতে ছিলাম লাইনটা নিয়ে।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ভালো লাগলো আখতার... অনেক সুন্দর...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

নুশেরা তাজরীন এর ছবি

কী সুন্দর!

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

স্নিগ্ধা, নুরেশা তাজরীন, নজরুল ইসলাম, আপনাদের সবাইকে মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। এগিয়ে চলার সাহস পাচ্ছি।

অতিথি লেখক এর ছবি

কবিতাটা পুরোন হলেও এখনো নতুনের মতো চকচক করছে। দারুন কবিতা দোস্ত। খুব ভালো লাগলো। তোর কবিতা চিরজীবি হোক।

কীর্তিনাশা

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

আমি জানি লাইনগুলোকে পড়ে তুই কতোটা স্পষ্ট করে দৃশ্যগুলো দেখতে পাচ্ছিস। হা সেই সব দিন, হা বয়স। আরেকবার বেড়িয়ে পড়তে ইচ্ছে করে, আগের মতো। এখন ভয় লাগে।

শাহীন হাসান এর ছবি

গর্জনের বন থেকে ছায়া ডাকে ইশারায়
লালদিয়া চর থেকে বেগবান মেঘ
আমনের ধান ক্ষেত পার হয়ে যায়
ডেকে বলে যায় -
“চলে আয় বলেশ্বরের কোলের কাছে”
ভাল-লাগছে ...।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

ধন্যবাদ শাহীন ভাই।

অতিথি লেখক এর ছবি

আমার ভয় লাগছে না মোটেই। আমি এখনো বেড়িয়ে পড়তে পারি সেই দুরন্ত দিনগুলোর মতো। চল, যাবি নাকি?
কীর্তিনাশা

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।