পোশাকে তার লেপ্টে ছিলো মেঘ
বাতাস জুড়ে দারুণ ছিলো বেগ
দু'চোখ ভাসে স্বপ্ন নীলিমায়
বলছে ডেকে - 'বুকের কাছে আয়'।
পদ্মফুলে পূর্ণ সরোবর
বৃষ্টি নেমে ডুবিয়ে দিলো ঘাট
হঠাত এসে বোতাম ছেঁড়া ঝড়
ভিজিয়ে দিলো বুকের পোড়া মাঠ।
দু'ঠোঁটে তার চুমোর ছদ্মবেশে
প্রেমের খরা লুটায় অনিমেষে
জানলা হতে আকাশ ডেকে বলে -
'বুকের কাছে আয়'।
মন্তব্য
বাহ । দারুন লিখেছেন
_____________________________
টুইটার
অনেক ধন্যবাদ।
ঘরেতে এলো না সেতো
মনে তার নিত্য আসা যাওয়া
পরনে ঢাকাই শাড়ি কপালে সিঁদুর।
-জুলিয়ান সিদ্দিকী
সুন্দর লিখেছেন।
পোশাকে তার লেপ্টে ছিলো মেঘ
বাতাস জুড়ে দারুণ ছিলো বেগ
দু'চোখ ভাসে স্বপ্ন নীলিমায়
বলছে ডেকে - 'বুকের কাছে আয়'।
এই লাইনটি পড়েই তো ভিজে উঠেছে বুকের ভেতরটা! সুন্দর, সুন্দরম!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
মন্তব্যের জন্য ধন্যবাদ তীরুদা।
খুব সুন্দর কবিতা। ছন্দটা চমতকার। শক্তি চট্টোপাধ্যায়ের "অবনি বাড়ি আছো?" এর ছন্দ। তুই উল্লেক করলি না কেন দোস্ত?
কীর্তিনাশা
ভালো করে রেখে দ্যাখো পাশাপাশি, আমি আর নই তত পাশাপাশি, যত পাশিপাশি হলে বলা যায় সে কথা। পাল্টে ফেলেছি আমার 'সে আমি'কে। চলে এসেছি অনেকটা দূরে। প্রয়োজন হলে যাবো আরো দূরে। মাত্রাবৃত্ত নয় কারো বাপের সম্পত্তি।
মাত্রাবৃত্ত ছন্দ নিয়ে তো আপনার ব্যাখ্যা ছিল এখানে সেটা মুছে দিলেন কেন ? মাত্রাবৃত্ত ছন্দ নিয়ে প্রায় সবাই কাজ করেছেন তাই শক্তি'র নাম যুক্তিযুক্ত ছিল না । অবশ্য , আধুনিক কবিদের অক্ষরবৃত্ত এ বেশী দেখা যায় , একটু স্বাধীনতা আছে বলে ।
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
অপূর্ব!
**********************
কাঁশ বনের বাঘ
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!
পুতুল আপনাকে অনেক ধন্যবাদ।
আখতার ভাই, খুউব খুব খুবই ভাল লাগল।
অনেক ধন্যবাদ নুশেরা তাজরীন। সামনে আসছে আরো অনেক। চোখ রাখুন সচলের সোনালী শিরোনামগুলোর ওপর।
সত্যি ভিজিয়ে দিল।
................................................................
আমার সমস্ত কৃতকর্মের জন্য দায়ী আমি বটে
তবে সহযোগিতায় ছিল মেঘ : আলতাফ হোসেন
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী
ধন্যবাদ প্রিয় কবি।
নতুন মন্তব্য করুন