জীবনের সুতীব্র ভুলগুলো

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি
লিখেছেন সৈয়দ আখতারুজ্জামান (তারিখ: বিষ্যুদ, ০৫/০৬/২০০৮ - ১০:০৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

ভুলগুলো যেন এক-চোখা হরিণ
অপরাধী ভেবে শুধু আমাকেই আড় চোখে দেখছে বারবার

মরা শকুনের ঠোঁটের মতো কালো অন্ধকার
পা ফেলে স্মৃতির উঠানে
তাকাই পিছনে ফিরে
পিছনে, যতটা দূরবর্তী হয় দৃষ্টির নাগাল।
ভুলগুলো দেখা দেয় -
যেন চা-বাগান শিহরিত করা মোটা মোটা শেয়ালের চোখ
যেন মনান্তরের ঘৃণাদগ্ধ সেই চোখ
দৃষ্টি রেখেছে স্রষ্টার চোখের ওপর - স্থির।

আর আমার মনেপড়তে থাকে একে একে -
যেদিন আমার পিতৃশুক্র উল্লাসে ফেটে পড়েছিলো জরায়ুর ভেতর
যেদিন মাতা-যোনি উগড়ে দিয়েছিলো একতাল মাংসপিন্ড
যেদিন কলেমা তাইয়্যেব পড়ে
আর শিশ্নমুন্ডু কর্তন করে হয়েছিলাম মুসলমান
যেদিন কাজের ছেলেটা ডিম চুরি করেছিলো বলে
বলেছিলাম - 'শুয়োরের বাচ্চা'।

স্পষ্ট আমার মনেপড়তে থাকে একে একে
যেদিন ভুল করে কামাতুর কন্ঠে করেছিলাম
প্রেমের প্রথম পুঁথিপাঠ
যেদিন প্রথম নারী স্পর্শে
তেরাশি হাজার বাঘ গর্জে উঠেছিলো স্নায়ুর ভেতর
আর এই ঠোঁট পুড়ে পুড়ে ছারখার হয়েছিলো
স্তনবৃন্তে চুমু খেয়ে খেয়ে।

আমার মনেপড়তে থাকে একে একে সব
আর আচমকা উপলব্ধি করি
সমস্ত চরাচর জুড়ে অগণিত চোখ দৃষ্টি মেলেছে
অপরাধী ভেবে শুধু আমাকেই আড় চোখে দেখে বারবার।


মন্তব্য

স্নিগ্ধা এর ছবি

এ পর্য্যন্ত - সবচাইতে ভালো এটা হাসি

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

তাইলে তারা দ্যান! যা মন চায়, ভালো হলে তারা চাইই চাই।

স্নিগ্ধা এর ছবি

তারা দেয়ার ব্যাপারটা কখনোই আমার মাথায় থাকে না - এই আপনাকেই প্রথম দিলাম তারা, এক্কেবারে পাঁচ পাঁচখানা!

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

হা হা হা শুভ তারা উদ্বোধন।

দ্রোহী এর ছবি

আমিও পাঁচ তারা দিলাম।


কি মাঝি? ডরাইলা?

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

অনেক কৃতজ্ঞতা, দ্রোহী ভাই।

নুশেরা তাজরীন এর ছবি

*****

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

অনেক ধন্যবাদ।

অতিথি লেখক এর ছবি

একটু মচমচা হইছে! কি বলেন?-
জুলিয়ান সিদ্দিকী

অতিথি লেখক এর ছবি

গুল্লি

পরশ পাথর

অতিথি লেখক এর ছবি

tare Zameen Paar--- hazar, hazar.

Khaled

মৃদুল আহমেদ এর ছবি

সফল যারা... কেমন তারা? পাঁচ তারা!
অনুভূতির সার্থক কারুকাজে ভরা মুগ্ধতার আবেশে মাখামাখি কবিতার জন্য পাঁচ তারা!
কামনা করি, এই কবি যেন একদিন হয় তারকা... মেক-আপে ভরা তারার মুখ (মোটা মোটা শেয়ালের মতোই) দেখতে দেখতে ক্লান্ত...
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

আকতার আহমেদ এর ছবি

প্রিয় সচল সন্ন্যাসীর কল্যাণে গোলাগুলি শিখেছি ।
পাঁচ তারা দিলাম সাথে গুল্লি

তীরন্দাজ এর ছবি

আমারও ভাল লাগলো খুব। পাঁচ তারা দিলাম। ভুল করি নি কিন্তু!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

অছ্যুৎ বলাই এর ছবি

অপরাধী ভেবে লাভ কি? আমরা সময়ে বাঁচি। এক সময়ের ভুল অন্য সময়ে ঠিক হয়ে যায়। এই মুহূর্তে যাকে ভুল মনে হয় তা হয়তো সেই সময়ে ঠিকই ছিলো।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

০১
পরশ পাথর, জুলিয়ান, খালেদ, মৃদুল ভাই, তীরুদা, আকতার ভাই, অছুৎ বলাই আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।
০২
মৃদুল ভাই দারুণ বলেছেন, তবে এক জায়গায় মনে হলো - বদ্দোয়া দিলেন বদ্দা।
০৩
আকতার ভাইর হাতে গোলাগুলি দারুণ মানাইছে। আমাকেও সন্ন্যাসীদা আর নুশেরা তাজরীন এই গোলাগুলি শিখাইছে। আর যায় কই, নুশেরার গোল্ডকোস্ট ভ্রমণ দিয়ে ফাটাইয়া শুরু করছি। আজকে মৃদুল ভাইর 'বিপদ' গল্পে গুলি দিতে ভুলে গেছি। একটু পর গিয়া দিয়া আসবো।
০৮
অছুৎ বলাই ভালো বলেছেন। এটাই চিরন্তন, আমি যেটা বলেছি সেটা অনুভুতির আকস্মিক বুদবুদ। হৃদয়ে তীব্র অসহায়ত্ব নিয়ে লিখেছি।
সবাই ভালো থাকবেন।

পুতুল এর ছবি

৫ বার তোপধ্বনি!
**********************
কাঁশ বনের বাঘ

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

তোপধ্বণির শব্দে কানে তালা লাইগা গ্যালো। ধন্যবাদ পুতুল।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।