আকাশ ঝলসাতে চায় হৃদয়ের আলো, জ্বলে অন্তর্লোক
ভুলে যাই হৃদয়ের যতো পুরাতন ব্যথা, আছে যতো শোক
মাকড়সার জালের মতো বুকের অলিন্দগুলোতে
ঢাকা যতো আছে সুখস্মৃতি মলিন ধূলোতে
আজ দু'হাতে তাদের টেনে তুলে আনি বুকে
মেলে ধরি সকালের আলো দৃষ্টির সম্মুখে
ছুটে যাই দিগন্তের দিকে, পায়ে ঝর্ণা জলের গতি
বাহুতে গজিয়েছে ঈগলের ডানা, চোখে হারিয়ে যাওয়ার সম্মতি
আলোময় যতো অবিশ্রান্ত প্রাণ সবাইকে ডেকে আনি
ডাকে সময়ের কন্ঠস্বর, উদভ্রান্ত মেঘের দল দেয় হাতছানি।
হাঁক দেয় মেঘের পারানি - 'তোরা কে কে যাবি আয়'
হৃদয়ের আলো আজ তুফান তুলেছে, আকাশ ঝলসে যায়।
মন্তব্য
চমত্কার! খুব ভালো লাগলো। দোস্ত গোলাগুলি করে কেমনে?
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
সুন্দর লাগলো খুব!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
অসাধারণ, আবারও *****।
আপনার কবিতা চুপচাপ নিয়মিত পড়ে যাচ্ছি। খুব ভালো লাগছে খুব।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
আমি ভাবলাম হৃদয়ের আলো নামে আবার দেশে কোনো পত্রিকা বাইর হইলো কি না?![চোখ টিপি চোখ টিপি](http://www.sachalayatan.com/files/smileys/3.gif)
যা হোক... সুন্দর...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
নুশেরা তাজরীন, নজরুল ইসলাম এবং পরিবর্তনশীলকে অনেক ধন্যবাদ। আপনাদের কড়া নজরে (মানে নিয়মিত নজরে) আছি বলেই হয়ত প্রতিদিন কিছু না কিছু লিখতে ইচ্ছে করে। নইলে কবে যে লেখা-টেখা ছেড়ে মুদির দোকানে অংক কষতে বসে যেতাম!
অসাধারণ আরেকটি কবিতা। ভাল লাগল খুব। আর ভুলেও ভাই মুদির দোকানে অংক কষতে বসবেন না যেন। জানেন তো সব কিছু সবার জন্য নয়। আপনার স্থান এখানে, আমাদের মাঝে। পরে দেখা যাবে মুদি দোকানে বসেই "যে অংক মেলেনি" নামে কবিতা লেখা শুরু করবেন!![দেঁতো হাসি দেঁতো হাসি](http://www.sachalayatan.com/files/smileys/4.gif)
নতুন মন্তব্য করুন