তুমি যত দূরে ইচ্ছে থাকো আজ
একান্ত আপন কিংবা দূর সম্পর্কের আত্মীয় হিসেবে
বটবৃক্ষ কিংবা কচুরিপানা হিসেবে
নিয়ামত কিংবা অভিশাপ হিসেবে
সোনার সংসার বলতে বুঝেছি যা
যার দেখা মেলে নি কখনো তোমাদের
সেই নরকের খরতাপ থেকে তুমি
যত দূরে ইচ্ছে থাকো, যত খুশি ...
দৃশ্যতঃ কাটার বাকি নেই কোনো সুঁতো আর
তোমাদের গবেষণাগারে কিছু গিনিপিগ
পৃথিবীর আলো দেখেছিলো
তারপর উজ্জ্বল রূপালী চাকুতে
তাদের ব্যবচ্ছেদ করেছিলে নিজ হাতে
বাহ্! কী দারুণ!
গবেষণার অধিক কিছু তোমাদের অধিকারে নেই
ছিলো না কখনো
প্রেমের আকস্মিকতা কেবল রাতের অভিসারে বিবসনা হয়েছিলো।
মন্তব্য
এতো ভালো কবিতা! তবু মন্তব্য নেই..
পাঁচ তারা দিলাম।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
অসাধারণ!!
আমিও পাঁচতারা দিলাম।
....................................................................................
অতঃপর ফুটে যাবার ঠিক আগে হীরক খন্ডটা বুঝলো, সে আসলে ছিল একটা মামুলি বুদবুদ!
ইচ্ছার আগুনে জ্বলছি...
গুড...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
আমিও দিলাম পাঁচ তারা।
তবে আপাতত মনে মনে।
-----------------------------------------------------
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে !
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
ভাল্লাগলো।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
ধন্যবাদ দিয়ে আর কাউকে খাটো করতে চাচ্ছি না। সবার জন্য শুভ কামনা।
নতুন মন্তব্য করুন