স্মৃতি-চোর

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি
লিখেছেন সৈয়দ আখতারুজ্জামান (তারিখ: সোম, ১৮/০৮/২০০৮ - ৩:৩২অপরাহ্ন)
ক্যাটেগরি:

এখন বালিশের ওপর অনেক রাত
পাহাদারের বাঁশির শব্দ শাসন করছে রাতের পৃথিবী
কাঠের লাঠিতে আঘাত করছে ল্যাম্প পোষ্টের গায়ে
জানান দিচ্ছে উপস্থিতি তার প্রকাশ্য রাস্তায়
কিংবা গলির কোণায় অন্ধকারে, বেলগাছের নির্জন তলায়
হাঁক ছাড়ছে দরাজ গলায়
সেই হাঁক প্রতিধ্বণি তুলছে দেয়ালে দেয়ালে, আরো দুরে
আমার নিস্তেজ হয়ে আসা অনুভূতি টের পায় হঠাত কিছু
টের পায় চোর আসছে জানালার পাশে
টের পায় শোকাতুর স্মৃতিগুলো চোরের মতো ঢুকে যাচ্ছে বুকের ভেতর
টের পায় একে একে আরো চোর
অনেক অনেক চোর আসছে ধেয়ে তন্দ্রার ভেতর
প্রথম চিঠি, প্রথম ছোঁয়া, প্রথম তুমি, প্রথম ব্যথা, সবগুলো চোর
প্রথম বিদায়, প্রথম কলম, প্রথম স্কুল, প্রথম টুপি, সব স্মৃতি চোর
প্রথম বেরিয়ে যাওয়া বাড়ির গণ্ডি ছেড়ে প্রথম অজানায়
প্রথম ষ্টিমারে চড়া রাতের নদীতে
প্রথম দেখতে পাওয়া সবুজ ইলিশ রূপালী পদ্মায় ...
রাতটুকু শেষ হয়ে যায়
রাতটুকু চুরি করে নিয়ে যায় স্মৃতি-চোর সব
তবু এক অদ্ভূত ভালো লাগা রয়ে যায় হৃদয়ের একান্ত গহীনে
দিনভর অপেক্ষা করি রাতের, অপেক্ষা করি স্মৃতি-চোর আসবে কখন
সিঁদ কেটে ঢুকে যাবে বুকের ভেতর, চুরি করে নিয়ে যাবে সমস্তটা রাত

আমাকে এক জীবন অন্ধকার দিতে পারো কেউ?


মন্তব্য

কীর্তিনাশা এর ছবি

বাহ্!
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

বাহ্ মানে কী? কয় তারায় এক বাহ্ হয়?

কীর্তিনাশা এর ছবি

বাহ্ মানে হইতাসে - কবিতা ভালো হইছে। কিন্তু হাচা কইরা কই কবিতাটার প্রথম দিকটা ঠিক খুব ভালো লাগে নাই। তয় শেষের লাইনখান ফাটাই দিছে।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

অণৃণ্য এর ছবি

সুন্দর কবিতা।পড়ে ভাল লেগেছে।অনেক ধন্যবাদ সৈয়দ আখতারুজ্জামান।ভাল থাকবেন।

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

আপনার মন্তব্য পড়ে আমার ভালো লাগা আরো বেড়ে গেলো। পড়ার জন্য ধন্যবাদ। আগামী লেখাগুলোও পড়ে মন্তব্য করলে খুশি হবো।

অণৃণ্য এর ছবি

অবশ্যই ।কবিতা পড়তে খুব পছন্দ করি।আপনার কবিতা নয় কেন:)?

ঝরাপাতা এর ছবি

এ শহর জানে আমার প্রথম প্রথম সবকিছু,
পালাতে চাই যতই সে আসে পিছু পিছু।

সেই তো স্মৃতি . . .

ভালো লাগলো খুব।


যে রাতে গুঁজেছো চুলে বেগুনি রিবন বাঁধা ভাট,
সে রাতে নরকও ছিলো প্রেমের তল্লাট।
. . . . . . . . . . . . . . . . . . (আবু হাসান শাহরিয়ার)


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

আমি পালাতে চাই না মোটেই। যে আসার সে আসুক, সে থাকুক জীবন জুড়ে।
আপনার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

অতন্দ্র প্রহরী এর ছবি

৫-তারা সমৃদ্ধ "বাহ" হাসি
অন্ধকার কেন চান? আলো দিতে পারি আপনাকে কিছু।

কনফুসিয়াস এর ছবি

হুমম।

-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

শেখ জলিল এর ছবি

ভালো লাগলো স্মৃতি-চোর।
..তবে আরও আঁটসাঁট বন্ধনের কবিতা চাই।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

অতন্দ্র প্রহরী, কনফুসিয়াস আর শেখ জলিল ভাইকে মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

ভূঁতের বাচ্চা এর ছবি

ভাল লাগল আখতার ভাই কিন্তু আসলেই কি অন্ধকার চান ?
অন্ধকার পেলে আবার ভয়ের দৌড় দিবেন নাতো ? যদি না দেন তাহলে কিছু অন্ধকার সন্ধান করতে পারি আপনার জন্য !!!

--------------------------------------------------------

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

যদি সে অন্ধকার এনে দিতে পারে স্মৃতি-চোর তবে তাই দিন।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।