এক-জীবন সমান এক দীর্ঘশ্বাস

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি
লিখেছেন সৈয়দ আখতারুজ্জামান (তারিখ: বিষ্যুদ, ১৮/১২/২০০৮ - ১২:০৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

পেয়ারা গাছের একটা সবুজ ডাল
জানালায় উঁকি মেরে আছে
দোল দোল বাতাসের খেলা জানালায়
একটা গোলাপী প্রজাপতি শুধু শুধু ওড়াউড়ি করে
উড়ে চলে যায় - ফিরে আসে ফের - উড়ে চলে যায় - ফের আসে ফিরে
আকাশে জমাট মেঘের আস্তর
শেষ বিকেলের আলো জানালায় আলো-ছায়া আলো-ছায়া খেলে
মাছরাঙার ধ্যান নিয়ে চেয়ে থাকি সময়ের আয়ূর সমান
অনেক আলোকবর্ষ দূরে কোন এক অভিমানী পাখি
গোধূলীর গান গেয়ে যায়
অভিমান ভাঙানোর কেউ যেন নেই তার
নদীর জোয়ার এসে ভরে ফেলে ছোট খাল কানায় কানায়
জোয়ারের অদ্ভূত গন্ধ আসে নাকে
জানালার হলুদ আলো ভালোবাসে আলো-ছায়া খেলা
আমি চুপ চাপ বসে থাকি ক্লাসের শেষ বেঞ্চিতে
শতায়ু বটের ধ্যান নিয়ে চেয়ে থাকি হলুদ জানালায়

ছুটির ঘণ্টা বাজে স্কুলের বারান্দায়
একে একে ছুটি হয়ে গেল জীবনের সব বিদ্যাপীঠ
তবু আমি বসে আছি ঠায় ক্লাসের শেষ বেঞ্চিতে
চেয়ে দেখি গোধূলীর শেষ আলো মুছে নিশি-বাড়ি ফিরে গেছে দিনের পথিক

অন্ধকার বড় একা;
স্মৃতিগুলো অন্ধকারে জোনাকির মতো ওড়ে।


মন্তব্য

ধুসর গোধূলি এর ছবি
অতন্দ্র প্রহরী এর ছবি

একটুর জন্য ফার্স্ট কমেন্টটা মিস করে ফেললাম মন খারাপ


A question that sometimes drives me hazy: am I or are the others crazy?

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

প্রথম কমেন্টের দখলতো পাইলেন, এইবার কমেন্ট দ্যান!

অতন্দ্র প্রহরী এর ছবি

শতায়ু বটের ধ্যান নিয়ে চেয়ে থাকি হলুদ জানালায়
অন্ধকার বড় একা;
স্মৃতিগুলো অন্ধকারে জোনাকির মতো ওড়ে।
কবি ভাই ইজ ব্যাক অন ট্র্যাক! খুব ভাল্লাগল কবিতাটা।

আবদার থাকবে একটাই- শতেক ব্যস্ততার মাঝেও সময় বের করবেন আমাদের জন্য, লিখবেন, সচল থাকবেন প্রিয় কবি ভাই হাসি


A question that sometimes drives me hazy: am I or are the others crazy?

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

আবার আবদার কিসের? এইটা লিখলাম ৫০% আপনার, আর ৫০% কীর্তিনাশার গুতাগুতিতে। এখন আবার ঘুম দিবো। নো মোর আবদার, নো মোর গুতাগুতি!
(কবিতা লেখা ভালো লোকের কাজ না।)

অতন্দ্র প্রহরী এর ছবি

সচলে তো আমার গুঁতাবাজ আখ্যা পাওয়ার সম্ভাবনা আছে দেখি! সব্বাই যেভাবে ফাঁস করে দিচ্ছে সবকিছু! চোখ টিপি

আড্ডার পোস্টটা এডিট করে কিছু অংশ যোগ করলাম। সেখানে আপনার একটা নামও দিলাম- "কর্পোরেট কবি" হো হো হো


A question that sometimes drives me hazy: am I or are the others crazy?

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

আমার এত বড় সবেবানাশ করবেন না মাতবর সাহেব!

তারেক এর ছবি

ভালো লাগলো খুব।

অনেক আলোকবর্ষ দূরে কোন এক অভিমানী পাখি
গোধূলীর গান গেয়ে যায়
অভিমান ভাঙানোর কেউ যেন নেই তার

পাখিটা কার শ্যালিকা? বিনা কপিরাইটে ধূগোদার গান গায়, এত প্রশ্রয় কে দিল তারে? চোখ টিপি

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

না না সব দোষ বিডিআর আর কীর্তিনাশার। পাখিটা এদেরই কারো শ্যালিকা হবে। এরা দুজন 'প্রশ্রয়' দিতে ওস্তাদ। আজকাল পশু-পাখিদেরও প্রশ্রয় দেয় আর কিছু একটা করার জন্য দিনরাত গুতায়।

কীর্তিনাশা এর ছবি

অন্ধকার বড় একা;
স্মৃতিগুলো অন্ধকারে জোনাকির মতো ওড়ে।

পাঁচতারা দিলেও এই কবিতার জন্য সেটা কম হয়।

খুব খুব ভালো লাগলো। বিশেষ করে শেষের দু'লাইন পড়ে মনটা কেমন করে উঠলো। চলুক

কবিতার গাড়ি আর যেন না থামে। হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

সচল কর্তৃপক্ষকে বলবো তোর জন্য বিশতারা দেয়ার একটা অপশন করতে যাতে মনভরে তারা দিতে পারিস।

অবাঞ্ছিত এর ছবি

মন খারাপ করা লেখা.... ভালো লাগলো খুব

I think , therefore i am - Descartes

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

আগামী লেখা পড়ার আহ্বান জানাই!

নির্বাক এর ছবি

ভাল লাগলো আখতার ভাই!

_________________________________________
তুমি মহারাজ সাধু হলে আজ
আমি আজ চোর বটে!

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

লেখা সার্থক হলো তবে!

সাইফুল আকবর খান এর ছবি

অন্ধকার বড় একা;
স্মৃতিগুলো অন্ধকারে জোনাকির মতো ওড়ে।

অনেক ভালো লাগলো সৈয়দ আখতার ভাই। ভালো লিখেছেন।

-----------------------------------
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।