আমাদের বাড়িটার কথা মনে পড়ে
গাঁয়ের মোড়লদের বাড়ি যেমনটা হয়
কাচারিবাড়ি, বৈঠকখানা, শান বাঁধানো পুকুর, পাকা মসজিদ
পুকুর ঘেরাও করা বড় বড় নারকেল গাছ, তাল গাছ, কত কত পাখি
ভারানি খালের পাশ দিয়ে ছোট্ট একটা পথ চলে গেছে বাড়ির ভেতরে
একটা বিশাল ঝাকড়া বট গাছ ছিলো বাড়ির সামনে, বড় রাস্তার মোড়ে
গাছটা এখন আর নেই
গাছটার ছড়ি ধরে যেসব ছেলেরা দস্যিপনা করতো
তাদের কলরোল এখনো শুনতে পাই
বৈঠকখানার পাশে একটা ফুল গাছ ছিলো
রক্তের মতো লাল লাল ফুল ফুটতো তাতে
বিকেল হলেই বাড়ির সামনে সারা গ্রামের ছেলেরা জড়ো হতো
কত রকমের খেলা ছিলো তখন
এখন আর কেউ খেলে না তেমন
খেলাগুলো বুকের ভেতর ছুটোছুটি করে
দুপুরের ভ্যাপসা গরমে যে চালতা গাছটার নিচে মাদুর বিছিয়ে ঘুমাতাম
তার শেকড়ের ওপর এখন একটা চায়ের দোকান
ঘরের পেছনে তেতুলের ডালে একটা বক বাসা বেঁধেছিলো
মা-বকটা এখনো মাঝরাতে অন্ধকার বিদীর্ণ করে ডাকে
জোছনার আলোয় ভেসে যেত পৌষের উঠান
সারারাত পুঁথি পড়তো কাঞ্চন ঘরামী
ধান সিদ্ধ করার চুলা থেকে আগুনের ফুলকি উঠতো আকাশ অবধি
বাড়িটা এখন শুনশান
দেখি আকাশের তারাগুলো সেই আগুনের ফুলকির মতো ধিকিধিকি জ্বলে
অনেকদিন যাই না বাড়িতে
একদিন যাবো নিশ্চয়ই
সবাইকে তেমনটাই বলে রেখেছি।
মন্তব্য
কবিতাটা বিষণ্ণ। আপনার মনও কি তাই?
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
হ
তোমার কবিতার আমি একজন মুগ্ধ পাঠক, তা নিশ্চয় জানো?
দিব্যি দেখতে পাচ্ছি সব চোখের সামনে, তোমাদের বাড়িটা...
---------------------------------------------
রাজাকার আলবদর নিপাত যাক!
জয় বাংলা আমার থাক!
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ, মৃদূল ভাই। আবার ফিরে আসলাম।
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
দুর্দান্ত। চোখের সামনে যেন দেখতে পেলাম আপনাদের বাড়িটা। খুব ভাল লাগল।
গ্রামে যাওয়া হয় না কত দিন?
A question that sometimes drives me hazy: am I or are the others crazy?
অনেক অনেক দিন। যেবার যাবো সে বার হয়ত শেষ যাওয়া।
অসম্ভব ভালো লেগেছে...বলে বোঝানো সম্ভব না...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর
আপনার মন্তব্য পড়েও ভীষণ ভালো লাগলো, মনেহলো লেখা সার্থক!
বেশ। আমরা তো ঘুরেই আসলাম আপনার সেই বাড়ি থেকে। আপনিও নিশ্চয়ই লেখার সময় গিয়েছিলেন।
তবু, শুভকামনা রইলো সশরীরে যাওয়ার ব্যাপারে।
কবিতা ভালো লেগেছে বেশ।
-----------------------------------
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
নতুন মন্তব্য করুন