মাঝে মাঝে আয়নায় চোখ রাখি; দেখি করুণার প্রতিবিম্ব
ভাবি, কতোদিন পাড় হলে আসল তোমাকে আমি চিনবো
নির্বাক প্রহর পালায় নিরবে, মিছে যতো ভালোবাসা বাসি
বার বার যার দূরে চলে যাই, বার বার তার কাছে আসি
শর্তের দড়ির ওপর সার্কাস, আমাদের দিন কেটে যায়
উজানের বৈঠা হয়ে ছুটে চলে অকূলের তীরে অবেলায়
মাঝে মাঝে আয়নায় চোখ রাখি; দেখি করুণার ছায়ারেখা
অন্ধের আঙুল ধরে আজীবন জীবনের পথ চলা শেখা
অসংকোচে ঠোঁটে ঠোঁট ঠেসে ধরি আঙুলের গতিপথ আরো দূরে
সূর্যের চুম্বনে ঝলসায় দেহ - সব কিছু ছাই হয় পুড়ে পুড়ে
তবুও পশে না চঞ্চল বাসনা মৈথুনে অবশ হয়ে আসে হাত
প্রেম কাকে বলে জেনেছে শরীর জেনে গেছে সবটুকু রাত
মাঝে মাঝে আয়নায় চোখ রাখি; দেখি করুণার হাসাহাসি
ভালোবাসা থাকে উলঙ্গ দাঁড়িয়ে দুটি শরীরের পাশাপাশি
সারারাত মাঠে চাষাবাদ করি, নরম মাটিতে কোদাল কোপাই
দিনে গুন গুন করে গান গাই - পৃথিবীতে প্রেম বলে কিছু নাই।
মন্তব্য
চমৎকার!
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!
মন্তব্যের জন্য ধন্যবাদ পুতুল ভাই।
শর্তের দড়ির ওপর সার্কাস, আমাদের দিন কেটে যায়
উজানের বৈঠা হয়ে ছুটে চলে অকূলের তীরে অবেলায়
এই লাইনগুলো অসম্ভব ভালো লাগলো আখতার ভাই।
সময় নিয়ে পড়ার জন্য তোমাকে অনকে ধন্যবাদ পান্থ।
কবিতা অতি মজাদার হয়েছে। শেষের দু'লাইনের তো কথাই নেই
সারারাত মাঠে চাষাবাদ করি, নরম মাটিতে কোদাল কোপাই
দিনে গুন গুন করে গান গাই - পৃথিবীতে প্রেম বলে কিছু নাই।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
আবার কখন লেখা বন্ধ হয়ে যায় সেই ভয়ে আছি! কাজের চাপ বাড়ছে। সময় থাকতে থাকতে একশটা লিখতে চাই! তাই চলছে বেসুমার লেখা!
তারপর সবার লেখা শুধু পড়বো আর মন্তব্য করবো, আর প্রত্যেকদিন সচলে একটা একটা পোষ্ট করবো।
গিয়াসউদ্দিন সেলিম রাজশাহী থেকে যখন ঢাকায় চলে আসার সিদ্ধান্ত নিলো... তখন সেখানকার একজনের জন্য কী রেখে আসবে সেইটা আর ভেবে পায় না... তার যে কিছু নাই...
তখন সে সিদ্ধান্ত নিলো সেই জনের জন্য ১০০টা কবিতা লিখে রেখে আসবে... ১০০ কবিতা মারফত বিদায়... আপনে কী সেই নিয়তে আছেন?
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
ওরে... কেউ একজন এই ব্যাটাকে থামা... এ তো ফাটিয়ে ফেলবে...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
এই তবে থামলাম। একটু সেন্ট মার্টিন যাচ্ছি। ফিরে এসে আবার হবে।
সুপার্ব! গভীর!! জটিল!!!
----------------------------------
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
অসম্ভব ভালো লেগেছে!
.............................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা
........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা
অসম্ভব ধন্যবাদ।
মুগ্ধতা জাগানো লাইন।
দারুণ...।
আসল ব্যাপার আমার কাছে চিরদিন হয়ত রহস্যময়ই থেকে যাবে।
- আগের গুলা সহজেই বুঝছিলাম, এইটা একটু কঠিন হয়া গেছে!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
বলেন কী! আরো খোলাসা কইরা বলবো?
'প্রেম কাকে বলে জেনেছে শরীর জেনে গেছে সবটুকু রাত'
-অসাধারণ...।
---------------------------------------------------------
আমরা যারা শিখিনি চাষবাস,ফসলের গীত
গুলালিতে পাখি হত্যা
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.
সময় নিয়ে পড়ার জন্য ধন্যবাদ গুরু!
দারুণ কবিতা, আখতার ভাই !
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
তবে সার্থক হলো লেখা।
কবিতাটা সুন্দর।
তবে "পৃথিবীতে প্রেম বলে কিছু নাই" কথাটা বোধহয় ঠিক না, যথার্থ হতো যদি লিখতেন "পৃথিবীতে খাঁটি প্রেম বলে কিছু নাই"।
ওহ্! গোয়ালারা (বা গোয়ালিনীরা) তাইলে চান্স পাইলেই প্রেমে পানি মিশায়া দেয়, না?
------------------------------------
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
প্রেম কি খালি গোয়ালা বা গোয়ালিনীদের কারবার নাকি? প্রেম সবার জন্য উন্মুক্ত, সবারই সমান অধিকার আছে এতে
তবে আজকাল সবকিছুতেই ভেজাল
- প্রেমে তো আজীবনই ভেজাল শুনে আসলাম।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আইচ্ছ্যা!
আমি আসলে বুঝতে পারি নাই এত ব্যাপক কইরা। আমি কখনও কিনি নাই তো প্রেম, তাই জানতাম না এইটার ভেজাল-নির্ভেজালের মাত্রাগুলান। এই লেইগ্যাই বুঝবার চাইসেলাম।
-----------------------------------
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
কিন্তু ভেজাল প্রেম বলে আদালা করে কিছু আছে কি? আমারতো ধারণা সবই........মানে আলাদা কইরা কওনের কিছু নাই।
নির্বাক প্রহর পালায় নিরবে, মিছে যতো ভালোবাসা বাসি
বার বার যার দূরে চলে যাই, বার বার তার কাছে আসি
I don't know why I keep coming back to you.
চমৎকার কবিতা।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
I know why you keep coming back to me
Because I write what you want to see
নতুন মন্তব্য করুন