তুই কাছে আসলেই

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি
লিখেছেন সৈয়দ আখতারুজ্জামান (তারিখ: মঙ্গল, ০১/০৯/২০০৯ - ১০:৪৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

তুই কাছে আসলেই আমার জগত কেন বৃষ্টিময় হয়ে ওঠে?
বুকের ভেতর ফিসফিস শুকনো পাতার ঝর ঝর শব্দ
আসমান ফালি ফালি করে শিহরিত বিজলির ফলা
বৃষ্টি বৃষ্টি দু‌’কূল ছাপিয়ে ওঠে বেসামাল জলরাশি

তুই কাছে আসলেই গা ছম ছম একলা আমার ঘর
এই বুঝি কেউ কলিংবেল বাজালো হঠাৎ
জানালার পর্দাগুলো ওড়াউড়ি করে আকাশ পাতাল
কার্নিশের বেড়ালটা আচমকা ম্যাঁও করে দৌড়ে পালায়

তু্‌ই কাছে আসলেই শুকনো পদ্মায় সুনামি আঘাত হানে
সারা শরীরের পেশী ঘেমে নেয়ে একাকার
হৃৎপিন্ডে ঢাক গুড় গুড় মেঘেদের পাগলামি
পাল তুলে জেগে ওঠে মরা জাহাজের মাস্তুল

পৃথিবীর আলো-আঁধারি শষ্যের মাঠে পাপাড়িরা খুলে খুলে পড়ে
উত্তপ্ত নিঃশ্বাস কুন্ডলী পাকায় শিয়রের কাছে
লাল নীল নরম পাতারা বেয়ে ওঠে পাজরের সিঁড়ি
অবাধ্য গুল্মলতারা পেঁচিয়ে ধরে মৃত আগ্নেয়গিরি

তুই কাছে আসলেই বুকের অরন্যে ফণা তোল কাল কেউটে শত শত
নীল বিষাক্ত হাতের তালুতে নাচে নেশাখোর চাঁদ
ওষ্ঠাধরে কী ভীষণ কী গভীর ক্ষত!


মন্তব্য

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

চলুক

অনিকেত এর ছবি

ভাল লাগলো----

আমি কবিতা তেমন বুঝিনা--কিন্তু কবিতার খুব আগ্রহী পাঠক।
সেই হিসেবে দুটো কথা বলতে চাই---যদি অপরাধ না নেন---

আপনার কবিতার দৃশ্যকল্প গুলো ভাল লেগেছে।
শুধু কিছু অভিব্যক্তি(expression) একটু 'ক্লিশে' শুনিয়েছে---
যেমনঃ

আসমান ফালি ফালি করে শিহরিত বিজলির ফলা

শুকনো পদ্মায় সুনামি

পৃথিবীর আলো-আঁধারি শষ্যের মাঠে

আবারো বলছি, আমার মতামত সম্পূর্ণ উপেক্ষা করতে পারেন, কারণ কবিতার তেমন কিছু আমি বুঝি না।

আরো কবিতা আসুক---

অতন্দ্র প্রহরী এর ছবি

চলুক

বিশেষ করে শেষটা দারুণ লাগল, কবি ভাই হাসি

ধুসর গোধূলি এর ছবি
অতিথি লেখক এর ছবি

এই প্রথম পাঠ হল আপনার কবিতা।
আগামী আরো পড়ব সে আশা থাকল।

ভাল থাকুন।

কীর্তিনাশা এর ছবি

কবিতার গাঙেও তুফান উঠুক। হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

দময়ন্তী এর ছবি

"তুই কাছে আসলেই গা ছম ছম একলা আমার ঘর'
কি জীবন্ত!
চমত্কার
----------------------------------------------------
"নিভন্ত এই চুল্লিতে মা
একটু আগুন দে
আরেকটু কাল বেঁচেই থাকি
বাঁচার আনন্দে৷'

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

মামুন হক এর ছবি

কে বলেছে জগতে প্রেম নাই??

মৃদুল আহমেদ এর ছবি

এইটা ভালো হয় নাই। তুমি যেমনে কবিতা লিখতে পছন্দ কর, তেমনেই লিখ! জীবনানন্দ দাশ অনেকদিন আগে মরছে, নতুন কইরা জন্মাইলে সমস্যা নাই!
--------------------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়...

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

পাঠকদের সবাইকে মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। দেখি পরবর্তী লেখায় কী হয়! খরাকাল থেকে মুক্তি পেতে আর কতদ্দিন লাগে!

s-s এর ছবি

কবিতাটা সুন্দর, কিন্তু শস্যের মতো সাধারণ বানান ভুল করায় রেটিং কম দিলাম।

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

ধুর শালা শেষ পর্যন্ত একটা ফাসায়াই গ্যালো। শস্য শস্য শস্য আর ভুল হইবো না।

ইমরুল কায়েস এর ছবি

দারুন। বহুদিন সচলে আপনার কবিতা মিস করেছি। বইমেলায় আপনার একটা কাব্যগ্রন্থ আশা করেছিলাম।
......................................................
পতিত হাওয়া

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

লেখার যা অবস্থা! আবার বই! আর লজ্জা দিয়েন না। তথাকথিত বই প্রকাশে আমি নাই। পাঠকের টাকার দাম আছে ভাই। শেষে গণধোলাই খাই!

স্পর্শ এর ছবি

অসাধারণ! অসাধারণ! অসাধারণ!

এই কবিতায় যে অনুভুতির কথা বলেছেন সেটা আমার অপরিচিত! মন খারাপ দুর্ভাগ্যই বলতে হবে। তবে কবিতা থেকে কিছুটা হলেও অনুভব করলাম। হাসি
শুভেচ্ছা


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

কবিতা পছন্দ হয়ে গেলে নিশ্চিত হয়ে যাই যে, এইটা আর যাই হোক উন্নতমানের কিছু না।

উপরের এই উদ্ধৃতিটা চেনাচেনা ঠ্যাকতাছে। কার যেন লেখা? স্পর্শ কিছু কি কইবার চান? কইয়া ফালান......

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।