আড়াল

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি
লিখেছেন সৈয়দ আখতারুজ্জামান (তারিখ: শনি, ১৩/১১/২০১০ - ৭:৩৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

একা একা বেসামাল হাঁটা আর ভালো লাগেনা
মন তুই ফিরে আয়, চল যাই শেকড়-বাড়ি
নাটকের দৃশ্যপট খাপছাড়া লাগছে কেন?
বলতে পারিস কিছু? টু ওয়ান ক্যামেরা রোলিং...
মেঘের আড়াল থেকে পার হলো কত পূণিমা?
কত বসন্তের পাতা ঝরে গেছে তুমুল শীতে?
পৃথিবীর সব কালি শেষ হয় হিসেব কষে
ষাটের দশকে বড় আধ্যাত্মিক হয় জীবন
হিসেব মেলে না কিছুতেই - অংক জটিল

আমাদের সেই ভালো বেহিসেব ডাংগুলি খেলা
দর কষাকষি নাই, চোখে নেই মোটা চশমা
চল যাই, বাড়ি যাই চল, খেলি সিদারা-বৌচি

যাদের সাহস হয় তারা চালাক বুকের ওপর ট্রাক্টর
আমি ভাই আলুভর্তা-মানুষ, কাঁটাচামচ সয় না আঙুলে...


মন্তব্য

রোমেল চৌধুরী এর ছবি

ভালো লেগেছে শেকড়ের টানে ঘরে ফেরার কাব্যখানি!
-----------------------------------
যে মাঠে ফসল নাই তাহার শিয়রে
চুপে দাঁড়ায়েছে চাঁদ — কোনো সাধ নাই তার ফসলের তরে;

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

ধন্যবাদ, রোমেল ভাই।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আমি ভাই আলুভর্তা-মানুষ, কাঁটাচামচ সয় না আঙুলে..


______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

তাইলে চলেন বাড়ি যাই.......

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।