এখন সময় নেই কারো

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি
লিখেছেন সৈয়দ আখতারুজ্জামান (তারিখ: সোম, ১৫/১১/২০১০ - ১২:২৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

এখন সময় নেই কারো
ইঁদুর-দৌড় ধাওয়া করে খুলির ভেতরে
দরজায় কড়া নাড়ো
আমরা ঘরে নেই কেউ
জেগে ওঠে আনসারিং মেশিন
অথবা কুকুরের ঘেউ ভাঙে নিস্তব্ধতা
এ যাত্রা মেসেজ রেখে যাও
দারুন আকাল আজ হৃদয়ের ভেতর-বাহির!

আমার এখানে এখনো মাঘের শীত আর
মাথার ওপর বিস্ফোরিত মহাকাশ
ধুমেকতু ভাঙে হঠাত তমসা
বিমানের প্রোপেলার ভাঙে মেঘের বিন্যাস
ভাঙা চাঁদ আধখানা জেগে ওঠে মাঠের কিনারে
অগাধ সময় সজাগ এখানে
প্রশ্ন না করতেই এখানে সহস্র উত্তর রাশি রাশি...

খালের গোড়ায় মজিদের নৌকা নিথর দাঁড়িয়ে
হারিকেন টিপটিপ জ্বলে
বাড়িতে আমারও কেউ নেই
আনসারিং মেশিন ঝিঁঝি পোকা হয়ে আছে।


মন্তব্য

নাজনীন খলিল এর ছবি

সুন্দর কবিতা।

শুভেচ্ছা।

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

অনেক ধন্যবাদ।

অতিথি লেখক এর ছবি

চলুক

পাগল মন

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

হাসি

অতিথি লেখক এর ছবি

অসাধারণ!

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

থ্যাংকু

জোহরা ফেরদৌসী এর ছবি

এখন সময় নেই কারো

সত্যি কথা । এখন শুধুই ছুটে চলা...আর বিচ্ছিন্নতা...
ভাল লাগল কবিতা ।

……………………………………
বলছি এক জ্যোতির্ময়ীর কথা

__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

ভালো লাগার জন্য অনেক ধন্যবাদ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।