কোন কথা নেই!
কেন সব শুনশান?
কারা ফিসফিস করে
চারপাশে?
কী এমন ভয়ঙ্কর?
কী এমন সর্বনাশ?
কী এমন ক্ষতি হলো দুনিয়ার?
কী এমন হারালো এই বাংলার?
প্রলয়ঙ্কর বাতাস
চিঠি নিয়ে এলো
কালো পায়রার পায়ে
চিঠি এলো
আরো চিঠি এলো
হাজারে হাজার
দক্ষিণের জানালায়
গরাদে গরাদে
সারাঘরে, দরজায়, কড়িকাঠে
খবর এসেছে সেই পাখিটার
যে পাখিটা ঝাঁপ দিয়েছিলো পৃথিবীর সবচেয়ে বড় পাখা নিয়ে পিঠে
জন্মের পরেই মায়ের সবুজ বাসা থেকে এই বাংলার মাটির ওপরে
যে পাখিটা স্বপ্ন দেখেছিলো বাংলা শব্দে গাঁথা হবে পৃথিবীর সেরা গান
নিজের বুকের রক্তাক্ত পাজর ভেঙে বানিয়েছিলো মোহন বাঁশি
যে পাখিটা ভ্রমন করেছিলো ছাপ্পান্ন হাজার বর্গমাইল জোড়া এক সবুজ হৃদয়
বুক ভরা ভাষার উত্তাপ আর কণ্ঠ ভরা সুরের ওম নিয়ে তরঙ্গে তরঙ্গে
এবং তারো অধিক এক সীমানায় যার চোখের দৃষ্টি
ময়ূরপঙ্খী নাও হয়ে ভেসে গিয়েছিলো
মহাবিশ্বেরও অনেক দূরের নীল সরোবরে;
আকাশের এক হিংস্র দানবের কালো দাঁত
তুলে নিয়ে গেছে তারে, অন্ধকারে;
নীল তার আদিগন্ত ডানা পরে আছে ঘাসের ওপর
নীল কণ্ঠ তার ছোপ মারা সোনার পালক
পৃথিবীর সব ঘুম শান্তিতে ঘুমায় তার চোখের ভেতর
কারা কাঁদে চারপাশে?
কী এমন হারালো এই বাংলার?
(সঞ্জীবদার মৃত্যুর পরেরদিন লেখা। লেখা শেষ করার পর, কিছুতেই কান্না থামাতো পারছিলাম না। লেখাটা খুঁজে পেতে অনেক সময় লাগলো। মূল পদ্যটা অনেক বড়। কিছুটা মাজা ঘষা করে শুরুর অংশটা পোষ্ট করলাম। মূল পদ্যটার নাম - ‘সোনার হরফে যার লিখে গেলো নাম’)
মন্তব্য
আমি তোমাকেই বলে দেব
কী যে একা দীর্ঘরাত
আমি হেঁটে গেছি বিরান পথে
আমি তোমাকেই বলে দেব
সেই ভুলে ভরা গল্প
কড়া নেড়ে গেছি ভুল দরজায়
....................................
ছুঁয়ে কান্নার রঙ...
ছুঁয়ে জোছনার ছায়া...
দেখতে দেখতে ৩ টা বছর চলে গেল...
- দেবাশিস মুখার্জি
কেউ মনেকরিয়ে না দিলে মনেও থাকে না! ধন্যবাদ দেবাশিস মুখার্জি।
সঞ্জীবদাকে শ্রদ্ধা
যে পাখিটা ভ্রমন করেছিলো ছাপ্পান্ন হাজার বর্গমাইল জোড়া এক সবুজ হৃদয়
বুক ভরা ভাষার উত্তাপ আর কণ্ঠ ভরা সুরের ওম নিয়ে তরঙ্গে তরঙ্গে
---আশফাক আহমেদ
আশফাক ভাই, ধন্যবাদ।
আহ্ সঞ্জীবদা...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
আপনার বুকের এ দীর্ঘশ্বাস অন্তহীন!
অনেক ভাল লাগল.........!!!
থ্যাঙ্কু!!
মমতায় আর্দ্র উচ্চারণ।
-----------------------------------
যে মাঠে ফসল নাই তাহার শিয়রে
চুপে দাঁড়ায়েছে চাঁদ — কোনো সাধ নাই তার ফসলের তরে;
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
নীরবতা...
============================
শুধু ভালোবাসা, সংগ্রাম আর শিল্প চাই।
============================
শুধু ভালোবাসা, সংগ্রাম আর শিল্প চাই।
ধন্যবাদ।
এক বরেণ্য শিল্পী ছিলেন সঞ্জীবদা। কবিতায় জীবনানন্দের সার্থক পদধ্বনি শুনতে পেলাম। এ অনুকরণ নয়, কবিতার উত্তরাধিকার।
নতুন মন্তব্য করুন