প্রেম করতেও রাজনীতি জানা লাগে, সোনা...

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি
লিখেছেন সৈয়দ আখতারুজ্জামান (তারিখ: শুক্র, ৩০/০৩/২০১২ - ৩:০১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

তোমার কথাই ঠিক।
তুমি যা যা বলো;
আমি মাথা-ঘাড়-লেজ নাড়ি...ঠিক...ঠিক...

তুমি বললে - ওড়াও ঘুড়ি
আমি মাঞ্জা দেয়া সূতা আর লাটাই নিয়ে তৈরি ততক্ষনাত
ঘুড়িবাজ, মাঠ-ঘাট, গাছ-গাছালি, লাটাই-সূতা
সব্ই উড়লো
হালায় খালি ঘুড়িটাই উড়লো না...

তুমি বললে - বড়শি ফেলো
আকর্ষনীয় খাবার (টোপ) আর ছিপ নিয়ে আমি তৈরি নিমিষেই
মাছ ধরা নৌকা স্থির; বড়শি ফেল্লাম -
মাছটা (শিকার) এলো আর মুহুর্তেই নৌকা, ছিপ, শিকারী সমেত গিলে নিলো
(পাঠক ঠিকই ধরেছেন)
......................... , শুধু টোপটাই গিললো না...

এ বড় কলির কাল!
প্রেম করতেও রাজনীতি জানা লাগে, সোনা...


মন্তব্য

সুলতানা পারভীন শিমুল এর ছবি

হাহাহা
যার যেইটা বোঝার, হালায় খালি সে-ই বুঝলো না। চোখ টিপি

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

ঠিক কইছেন।
পাঠের জন্য ধন্যবাদ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।