ভালো করে তাকালেই মনে হবে
দিঘীটার জলে জোছনার ফুল ফুটে আছে
তখন অনেক রাত, তখন জোছনা পরিপক্ব
তখন জোছনা হীরার কুচির মতো
কথার-খেই-হারিয়ে-ফেলা-কোন-বৃদ্ধের চোখের মতো জোছনা তখন...
অথবা-সে জোছনাই নয়,
নগ্ন কোন যুবতীর মৃত লাশ জোছনার মতো
দীঘিটার এপাড় ওপাড় জোছনার মতো
তখন অনেক রাত, তখন জোছনা পাগলপারা
অথবা আপনি জীবনের সব অভিজ্ঞতা হাতের মুঠিতে
নিয়ে সসংকোচে দাঁড়াতে পারেন দীঘিটার ঘাটে
স্মৃতিগুলো যেন জোছনার ঢেউ
ঠিক তখনই আপনার গত জীবনের সমস্ত অপরাধের প্রতীক হয়ে
একটা তক্ষক ডেকে উঠতে পারে দীঘিটার তলদেশ থেকে
অথবা এগুলো কিছুই আসল নয়
একটি জোছনা-স্বপ্ন রাতের গম্ভীর পথ ধরে হেঁটে চলে গেলো...
দীঘিতে তাহার ঘুমের শরীর লাশ হয়ে ভেসে আছে।
ঘোর-লাগা-ফুলগুলো চিরদিন অরণ্যের অধিকারে
হায়,
না-ফোটা জোছনার ফুল!
মন্তব্য
অসাধারণ চিত্র-রূপকল্প, কোমল গান্ধারের মতো বিষণ্ণ-মধুর সুর, না-পাওয়ার সুকারু দীর্ঘশ্বাস!
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
অনেক ধন্যবাদ রোমেল ভাই।
ভাল্লাগছে বস
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
অনেকদিন ধরেই ইচ্ছে করে, ভালো কিছু লিখতে চাই
কিন্তু তাতো হচ্ছে নাই
মন বলে - ফালতু, ফালতু,,,
কেন যেন চাঁদের অমাবস্যা বইটির কথা মনে পড়ে গেল।
facebook
বিষন্ন সুন্দর।
"কথার-খেই-হারিয়ে-ফেলা-কোন-বৃদ্ধের চোখের মতো জোছনা তখন..."
জোছনার এমন বিশেষণ অন্যরকম চিত্রকল্প তৈরি করলো।
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
জোছনার অনুপ্রাসটা একটু বেশী চোখে পড়লো। ব্যাক্তিগত অভিমত। এছাড়া, বেশ ভালো লাগলো।
ক্রেসিডা
জোছনা-কাব্য তো!
ভালো লাগাটা জানিয়ে গেলাম। আপনার অনেক কবিতাই ইদানিং পড়া হল। বেশ লাগলো। জটিলতার ঊর্ধ্বে গিয়ে আপনার চিত্রকল্প গড়ার প্রয়াস ভালো লাগে। কিপ টিউনিং
ডাকঘর | ছবিঘর
অনেক ধন্যবাদ। চালিয়ে যাচ্ছি, দেখি কতদিন চালানো যায়!
______________________________________
পথই আমার পথের আড়াল
পাঠের জন্য অনেক ধন্যবাদ, নজরুল ভাই।
কবিতা মৌন অনুভবের নিমগ্ন ছাউনিতে রিমঝিম বাতাসের ঢেউ।
নতুন মন্তব্য করুন