এক।
আলুবাজ
কবি বড় বাজে
বড় বাজে কবি
শব্দের পর্দাটা সরালেই আ-কথা কু-কথা
কবি আলুবাজ
আলুবাজ সব
ব্যাকুল চোখের ইশারা বোঝেনা - উল্লুক্-কা-পাঠ্ঠা !
দু্ই।
কাভার
বইয়ের যেমন কাভার হয়
মানুষের হয় চোখ
এ কালের বইদের মতো
তোমারও হয়েছে চোখের প্রচ্ছদ
কে আঁকেন এসব?
তিন।
এক জীবন
এক জীবনে আমার আর কুলালো না রে...
মেঘ ডাকছে
মেঘ ডাকছে
মেঘ ডাকছে
ভালোবাসার মানুষটারে মন মিটাইয়া ভালোবাসাতে পারলাম না...
চার।
আপেক্ষিত-তত্ত্ব
আমাকে সাজাও যে জলে
ঢেউয়ে ফেনায় তরঙ্গে
অথবা শেওলা সবুজ এঁদো জলে
আমাকে যেভাবে জলজ করে তোলো
প্রতিদিন
প্রতিদিন
প্রতিদিন
হঠাত যদিবা না-মানি এইসব?
ভালোবাসার সংজ্ঞা আপেক্ষিক নাকি?
মন্তব্য
শুধু দ্বিতীয় টাই ভালো লাগলো।
ভালো থাকবেন।
কাভার-টা ভালো লাগলো।
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
২, ৪ বেশ ভালো লাগলো। তিনে শব্দটা মান নাকি মন হবে?
সম্ভবত: আমি নতুন মন্তব্যে ক্লিক করতে গিয়ে জবাবে ক্লিক করে ফেলেছি, মন্তব্যটা তাই শিমুলাপার নীচে দেখাচ্ছে।
বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।
ঠিক তাই। ঠিক করে দিলাম।
২ নম্বরটা বেশ লাগল।
facebook
আমার কাছেও দ্বিতীয়টাই সবচেয়ে ভাল লেগেছে।
ধৈর্য নিয়ে পড়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।
কাভার__
বাকী গুলো বাহ!!!!!!!!!!!!
কাভার!!
মন ছোঁয়েছে !!
তাই বুঝি আজ, গোঁফ-চুলেতে ভরে আছে!
হয়নি রাখা আমার দু'পা,
ফেরার পথে !!!
নতুন মন্তব্য করুন