এই বৈশাখে
রায়হানপুর গ্রামখানি কাত হয়ে শুয়ে আছে
ভারানি খালের পাড়ে
বিশখালি নদী-গর্ভ প্রসব করেছে এই জনপদ
এখানে ভয়াল সময় উত্তাল নৌকার পালে ভাসে
সূর্যের থাবার নীচে টাগরা শুকায়ে যায়
গ্যালো বছর আউশ-ধান উড়ে গেছে সিডরের তোড়ে
এই বছর আমন ধানের মাঠ খেয়ে গ্যাছে রিপু-রাজ
নদীতে রাখাল, খালে শিশুদের বৈকালিক খেলা যত
মুখে লালা নাই, বুকে দুধ নাই, দেহ মরা-মাছ
পেটে মাঠ জ্বলে, কাঁধে জোয়ালের ক্ষত
পানি নাই - জমিনের পিপাসা মেটে না
পোড়া মুখ - শকুনের ঠোঁটের চেয়েও ধারালো এখানে
যে-শিশু ক্ষুধার জ্বালা নিয়ে তরপায় আর
ধনুকের সিনার মতো কম্পমান মেরুদন্ড বাঁকা করে
উর্ধ্বমুখী আকাশের দিকে চিতকার করে - -
'এ-মা-ভাত-খামু'
সে-শিশুর ক্ষুধার শপথ -
সারাবিশ্বে ক্ষুধা নিয়া যারা প্রবন্ধ-পাঠ মারাইতেছেন
তাহাদের এইসব গর্ভস্রাবের কসম -
ফাটা ঠোঁট আর চৌচির জিহ্বার ছবি নিয়া
আপনাদের মহাব্যবসা বন্ধ করুন...
এইখানে
ধানের বীজের নাম ধরে তিথি ডাকে
পহেলা বৈশাখে।
মন্তব্য
ভাষাটা বেশ অন্য রকম মনে হল ! নতুন এক্সপেরিমেন্ট নাকি?
facebook
এখন সময়টা বলতে গেলে সেরকমই। একটা কন্ঠ চাই।
এই রায়হানপুর কি পাথরঘাটা’র রায়হানপুর!
লেখায় এই চরিত্র কাল্পনিক। তবে আপনার তথ্য সঠিক।
অনেকদিন পর আপনার কবিতা পড়লাম।
আমিও বহুদিন পর আপনার মন্তব্য পড়লাম। ধন্যবাদ।
শব্দের কঠিন প্রয়োগ
----------------------------------------------------------------------------------------------
"একদিন ভোর হবেই"
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
এই বৈশাখে ।।।।।
খুব ভালো।
ধন্যবাদ প্রখর-রোদ্দুর।
সারাবিশ্বে ক্ষুধা নিয়া যারা প্রবন্ধ-পাঠ মারাইতেছেন
তাহাদের এইসব গর্ভস্রাবের কসম -
ফাটা ঠোঁট আর চৌচির জিহ্বার ছবি নিয়া
আপনাদের মহাব্যবসা বন্ধ করুন...
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
ধন্যবাদ।
নাড়া দিল, বেশ। উঁহু, ভয়ানক।
ডাকঘর | ছবিঘর
আসল চেহারা ফুটিয়ে তোলার ক্ষমতা আমার নাই। সে চেহারা আসলেই অয়ানক।
আপনাকে আবার নিয়মিত হতে দেখে ভাল লাগছে।
আপনাকে পেয়ে আমারও ভীষণ ভালো লাগছে।
______________________________________
পথই আমার পথের আড়াল
খুব খুব ভাল লাগল।
দারুণ আপনার শব্দচয়ন।
মনে ছুঁয়ে গেল এক অব্যক্ত যন্ত্রণা।
আপনার মন্তব্যেও মন ছুঁয়ে গেলো।
খুব ভালো লাগলো ! আপনার লেখার মধ্যে কেমন যেনো একটা অন্যরকম অনুভূতি খেলা করে ! লেখার মধ্যে মনে হয় নিজেকে হারিয়ে ফেলি । আরও লিখুন ! শুভকামনা থাকলো ।
খুব ভালো লাগলো ! আপনার লেখার মধ্যে কেমন যেনো একটা অন্যরকম অনুভূতি খেলা করে ! লেখার মধ্যে মনে হয় নিজেকে হারিয়ে ফেলি । আরও লিখুন ! শুভকামনা থাকলো ।
খুব ভালো লাগলো ! আপনার লেখার মধ্যে কেমন যেনো একটা অন্যরকম অনুভূতি খেলা করে ! লেখার মধ্যে মনে হয় নিজেকে হারিয়ে ফেলি । আরও লিখুন ! শুভকামনা থাকলো ।
খুব ভালো লাগলো ! আপনার লেখার মধ্যে কেমন যেনো একটা অন্যরকম অনুভূতি খেলা করে ! লেখার মধ্যে মনে হয় নিজেকে হারিয়ে ফেলি । আরও লিখুন ! শুভকামনা থাকলো ।
নতুন মন্তব্য করুন