আগুন দাবি, মানতে হবে

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি
লিখেছেন সৈয়দ আখতারুজ্জামান (তারিখ: শনি, ০৯/০২/২০১৩ - ১২:০৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

শাহবাগে জ্বলছে আগুন আকাশ ছোঁয়া
লক্ষ মানুষ লক্ষ প্রাণে মত্ত হাওয়া
রাজাকারের ফাঁসীর দাবি, মানতে হবে
ঝড় উঠেছে লক্ষ কণ্ঠে কলোরবে

গনগণে এই লাভার স্রোতে দেশটা ভাসে
আগুন দ্যাখো বসন্তের এই লাল পলাশে
আগুন দ্যাখো চতুর্দিকে বিশ্ব জোড়া
আসছে ধেয়ে মেঘের মতো বজ্র-ঘোড়া

মানতে হবে-রাজাকারের ফাঁসীর দাবি
আল-বদর আর আল-শামসরা কই পালাবি?
শুনতে কি পাস্ এই আগুনের পদধ্বনি?
রক্ত রাঙা মাটি তোদের পাপের খনি

ঝড় এসেছে ঝড় এসেছে একাত্ম হই
ঘর থেকে সব বেরিয়ে এসে রাজপথে রই
বাঘের গলায় তুলি আওয়াজ - মানতে হবে
অনড় অটল এই দাবি আজ - মানতে হবে


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

সুন্দর, প্রাসঙ্গিক কবিতা । অনেক ভালো লাগা থাকলো।

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

হাসি

সৌরভ কবীর এর ছবি

গনগণে এই লাভার স্রোতে দেশটা ভাসে
আগুন দ্যাখো বসন্তের এই লাল পলাশে
আগুন দ্যাখো চতুর্দিকে বিশ্ব জোড়া
আসছে ধেয়ে মেঘের মতো বজ্র-ঘোড়া

__________________
জানি নিসর্গ এক নিপুণ জেলে
কখনো গোধূলির হাওয়া, নিস্তরঙ্গ জ্যোৎস্নার ফাঁদ পেতে রাখে

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

অশেষ ধন্যবাদ।

অতন্দ্র প্রহরী এর ছবি

অনেক ভালো লাগল! হাততালি

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

প্রহরী ভাই, অনেক দিন পর আপনার মন্তব্য পেয়ে অনেক ভালো লাগলো।

স্যাম এর ছবি

হাততালি হাততালি

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

হাসি

মাহবুব লীলেন এর ছবি

মানতে হবে-রাজাকারের ফাঁসীর দাবি
আল-বদর আর আল-শামসরা কই পালাবি?

একমত। চলুক

অতিথি লেখক এর ছবি

ঝড় এসেছে ঝড় এসেছে একাত্ম হই
ঘর থেকে সব বেরিয়ে এসে রাজপথে রই
বাঘের গলায় তুলি আওয়াজ - মানতে হবে
অনড় অটল এই দাবি আজ - মানতে হবে

অসাধারণ!

নির্ঝর অলয়

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

চলুক

______________________________________
পথই আমার পথের আড়াল

তানিম এহসান এর ছবি

চলুক!

সাফিনাজ আরজু এর ছবি

চলুক হাততালি

__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---

অতিথি লেখক এর ছবি

ঘরের চিরচেনা এই পরিবেশে
বিছানার ময়লা চাদরে, বালিশে
কিংবা ধূলো-বালিমাখা এই টেবিলে
একদা যেখানে শুধু তুমি ছিলে
ছড়ানো ছিটানো নানান পাতায়
মলাট-ছেঁড়া কবিতার খাতায়
ছিল তোমার অবাধ চলাচল
আজ সেখানে এক সংগ্রামী মনোবল
নিয়ে চলে অশ্রুসিক্ত অনুরাগে
তরুণের জয়ধ্বনি ভরা, শাহবাগে ।

কাপুরুষ ছিলাম, এখনও আছি
খেয়ে-মরে লুকিয়ে লুকিয়ে বাঁচি
সেখানে এক অজানা শক্তি নিয়ে
সামনে চলছি; আঁধারের ঐ চোখ ধাঁধিয়ে
সাড়া দেই নতুন সূর্যের আহ্বানে
অস্ত্র নয়, কবিতা আর মাটির গানে
মাতাল হই; চেঁচিয়ে চেঁচিয়ে গাই
তারুণ্যে আজ বাঁচার দাবী একটাই।
ক্ষমা কর, এখানে এসে লাগছে ঘোর
জীবনের মোড় ঘুরালো, শাহবাগ মোড়।

নাহিয়েন

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।