ফরফরে হাওয়া পৃষ্ঠা ওল্টাচ্ছে

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি
লিখেছেন সৈয়দ আখতারুজ্জামান (তারিখ: শুক্র, ২২/০২/২০১৩ - ৯:৩১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

পৃষ্ঠা ওল্টাচ্ছে, বাতাস বদলানোর দিনের নিরিখে
টের পাই বদলাচ্ছে লোডশেডিংয়ের রাত
জোয়ার-ভাটার প্রহর গণনা, বীজ-বোনা তিথির তারিখ
কাপড় পাল্টাই, চিরুনীর ফলা চাষ করে নতুন ফ্যাশন
কাঁপে বটের শেকড় কনকনে শীতের কুয়াশা
দ্রুত ধূলি ঝড়ে চাপা পড়ে যাচ্ছে সব দিনলিপি
আমাদের দাঁড়ভাঙা নাওয়ের পরিণতি, এদিকে
পাড়ার শিশুরা বড় হচ্ছে লাল নীল বেলুনের দিনে
অলি গলি তোলপাড় করে বখাটে হাওয়া, লক্ষ করি
আমাদের দিনগুলো খামচে ধরেছে ভিনদেশি আঙ্গুলেরা
ইট বিছানো পথের ওপর ঠক ঠক ঘট ঘট টুংটাং
রুস্তুম মাঝির রিক্সা আছাড়ি পাছাড়ি চলে যায়
রিক্সার নিচে মুমূর্ষু হারিকেন শিখা কাঁপে
পাল্টে যাচ্ছে ঢেঁকি ছাটা চাল পাথরের যাতাকল
দ্রুত বদলাচ্ছে সম্পর্কের ঘুড়ি আকারে প্রকারে
সূর্যমুখীর ক্ষেত ভরা সোলার প্যানেল, মাঠে মাঠে
ট্রাক্টর চড়ে, ঘাসের আকাল প্রকট বিস্তৃত প্রান্তরে
কোন বাঘ খেয়ে নিলো আমাদের রাখাল বালক?


মন্তব্য

কাজি মামুন এর ছবি

আহ! অনেক দিন পড়িনি এমন একখানা কাট কাট শব্দের আলেখ্য।

রিক্সার নীচে মুমূর্ষু হারিকেন শিখা কাঁপে

দারূন চিত্রকল্প।

সূর্যমুখীর ক্ষেত ভরা সোলার প্যানেল।

আবারো, অদ্ভুত সুন্দর।
তবে সবচেয়ে ভাল লেগেছে,

পৃষ্ঠা বদলাচ্ছে।

চারদিকে উন্মাতাল ফাগুন হাওয়া। আর এই সময়েই পৃষ্ঠাগুলো বদলে যাচ্ছে, অতীতে যেভাবে বদলেছে ঠিক এই সময়টিতেই।

অঃ টঃ জানি না, আপনার 'পৃষ্ঠা বদল' অন্য কোন বার্তা নির্দেশ করছে কিনা, তবে আ্মি কিন্তু সাম্প্রতিক সময়ের প্রেক্ষিতেই বুঝলাম।

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

অনেক ধন্যবাদ।

অতিথি লেখক এর ছবি

একেবারে ছুয়েঁ গেল--
"পাড়ার শিশুরা বড় হচ্ছে লাল নীল বেলুনের দিনে"

পদব্রজী

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

অনেক ধন্যবাদ।

রোমেল চৌধুরী এর ছবি

সুদিন এল বুঝি!

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

অনেক ধন্যবাদ, রোমেল চৌধুরী।

আরশাদ রহমান এর ছবি

ভাল লেগেছে! তবে পৃষ্ঠা ওল্টাতে হবেই। যে পৃষ্ঠা আসবে তা আগের চেয়েও আরো সুন্দর হোক।

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

অনেক ধন্যবাদ, আরশাদ রহমান।

অতিথি লেখক এর ছবি

অনেক সুন্দর। পৃষ্ঠা উল্টাতে উল্টাতে এমন এক পৃষ্ঠা আসবে যেখানে নতুন সূর্যের হাসি থাকবে।

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

আপনার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ জানাই।

অতিথি লেখক এর ছবি

চিত্রকল্পগুলো অভিনব। কিন্তু

রিক্সার নিচে মুমূর্ষু হারিকেন শিখা কাঁপে

আজকাল তো রিকশাওয়ালাদের অধিকাংশই হারিকেন জ্বালে না!

নির্ঝর অলয়

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

যেখানে জোয়ার-ভাটার প্রহর গণনা হয়, যেখানে পৃষ্ঠা ওল্টালে বীজ-বোনা তিথির তারিখ পাওয়া যায়, যেখানে ইট বিছানো পথ সেখানে হারিকেন ছাড়া কুয়াশার রাতে রিক্সা চালানোর কোন উপায় নেই। আপনার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ জানাই।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।