কথা ছিলো যাবো - যাইনি সেখানে

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি
লিখেছেন সৈয়দ আখতারুজ্জামান (তারিখ: মঙ্গল, ০৫/০৩/২০১৩ - ৮:২৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

কথা ছিলো যাবো - যাইনি সেখানে
উড়ালের স্বপ্নে বিভোর বিস্তর ডানা
গুটিয়ে নিয়েছি দেহের ভেতর
পাখা ঝাপটানোর আকাশ থেকে
দিনান্তের অবশেষে...

তবুও তো পালকেরা উড়ে চলে
সূর্যের রশ্মি ঠোঁটে বয়ে
ঢলে পড়া কোন দিগন্তের খোঁজে
মেঘ..মেঘান্তরে..

স্বপ্ন-সে অদ্ভূত অক্লান্ত অসীম এক পাখি পৃথিবীর

নতুন চরের খোঁজে তবুও সে বসে থাকে
আকাশের কিনারে প্রতিদিন -
নতুন ভোরের খোঁজে, প্রতিরাতে, অন্ধকারে
তবুও সে হাতরায় বিপুল নক্ষত্র

জীবন জানেনা থামা - ওৎ পেতে থাকে

একদিন ছোঁ মেরে ঈগল-নখড়ে
তুলে নেয়...নিয়ে যায়...সমস্ত সঞ্চয়


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

অসাধারণ!

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

পাঠের জন্য অনেক ধন্যবাদ।

তুষার কুমার এর ছবি

দারুণ---------

শামীমা রিমা এর ছবি

চলুক

অতিথি লেখক এর ছবি

চলুক
ভালো লাগলো।

(মাকিদ হায়দার)

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।